ভূমি সেবার সকল তথ্য ও ই নামজারি | E Namjari Check online

আজকের আলোচনার প্রসঙ্গ হচ্ছে ভূমি সেবার সকল তথ্য ও ই নামজারি | E Namjari Check সম্পর্কে। ‌ অর্থাৎ আজকে এই আর্টিকেলটি পড়লে আপনি আপনার জমি সংক্রান্ত সকল তথ্যগুলো অনলাইনে দেখতে পারবেন। ‌কিভাবে আপনার জমির সকল ডকুমেন্ট সঠিক আছে কিনা এবং কার নামে কত অংশ রয়েছে সকল কিছুই জানতে পারবেন। ‌

বেশ কয়েক বছর আগেও মানুষ তার জমি সংক্রান্ত সকল তথ্যগুলো জানার জন্য বিভিন্ন সরকারি অফিসে দৌড়ঝাপ করতো। ‌ দেখা যেত এতে করে সময় এবং দালালের পিছনে পড়ে অনেক অর্থ অপচয় করে ফেলত। ‌কিন্তু কোন ধরনের লাভ হতো না। মাঝখান থেকে সময় এবং সম্পদ উভয় হারাতে হতো। এছাড়াও আগে এই সকল দুর্নীতির অবলম্বন করে অনেকেই তার নিজের জমি হারিয়েছে। ‌

কিন্তু বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন। তাই সবকিছুই ডিজিটাল পদ্ধতিতে অনলাইন থেকে যাচাই এবং ডাউনলোড করার সুযোগ রয়েছে। ‌তেমনভাবেই আপনার ভূমি সংক্রান্ত সকল তথ্যগুলো অনলাইনে দেখে নিতে পারবেন।

ভূমি সেবার সকল তথ্য ও ই নামজারি | E Namjari Check online

ই নামজারি এবং ভূমি সংক্রান্ত সকল তথ্য জানতে অবশ্যই এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ‌ কিভাবে সরকারি ভূমি কার্যালয়ের ওয়েবসাইট থেকে সকল তথ্য জানবেন সে বিষয় সম্পর্কেই নিচে তুলে ধরা হলো ।

নাগরিক কর্নার । land.gov.bd

এই লিংকে ক্লিক করে সরাসরি আপনারা বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ‌এর মধ্যে বেশ কয়েকটি অপশন রয়েছে।‌ সেখান থেকে নিজের প্রয়োজন অনুসারে অপশনটি বাছাই করে তারপর সেবা গ্রহণ করতে পারবেন। এখন আমরা দেখাবো নাগরিক কর্নার থেকে আপনি কি কি সুবিধা পাবেন। ‌

  • নামজারি খতিয়ান
  • ডিজিটাল ল্যান্ড রেকর্ড
  • ভূমি উন্নয়ন কর
  • আর এস খতিয়ান
  • মৌজা ম্যাপ
  • বাজেট ব্যবস্থাপনা
  • রেন্ট সার্টিফিকেট মামলা
  • অনলাইন রিভিউ মামলা
  • মিস মামলা
  • উত্তরাধিকার অ্যাপ
  • ভূমিসেবা অ্যাপ

এছাড়াও পাবেন অনলাইন শুনানি, ভূমি তথ্য ব্যাংক, মানবসম্পদ ব্যবস্থাপনা, আদিবাসীদের জমি হস্তান্তরের অনুমতি প্রদান, সরকারি জল মহল ইজারা প্রদান ব্যবস্থাপনা, হাট-বাজার বাৎসরিক ইজারা প্রদান, অর্পিত সম্পদের লিস্ট নাবায়ন, অকৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান, নামজারি ও জমাভাগ জমা একত্রীকরণ।

ই নামজারি অনলাইন চেক | E Namjari Check online

ভূমি সেবার সকল তথ্য ও ই নামজারির গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ই নামজারি। এ বিষয় সম্পর্কে এখন বিস্তারিত তথ্য তুলে ধরা হচ্ছে। অর্থাৎ কিভাবে অনলাইনে আপনি ই নামজারি চেক করবেন সেই বিষয় সম্পর্কে। ‌আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • যেকোনো ধরনের একটি ইলেকট্রনিক্স ডিভাইস নেই। ‌ এরপর এই লিংকে প্রবেশ করুন।
  • এরপর সেখানে গিয়ে দেখতে পারবেন লগইন করুন। যদি পূর্বে অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে সেখান থেকে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর লগইন করে নিতে হবে। একাউন্ট খোলার জন্য প্রয়োজন হবে জাতীয় পরিচয় পত্র নম্বর।
  • একাউন্ট খোলার পর লগইন করে আবেদন ফরম পূরণ করে নিতে হবে। এইজন্য আবেদন ফরম অপশনে ক্লিক করতে হবে। নিচের ছবির মত একটি ফর্ম দেখতে পারবেন।
ভূমি সেবার সকল তথ্য ও ই নামজারি
ভূমি সেবার সকল তথ্য ও ই নামজারি
  • ফরম পূরণ করতে আবেদনকারীর নাম, ঠিকানা, পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় তথ্যগুলো ইনপুট করতে হবে। তথ্যগুলো ইম্পোর্ট করার পর পরবর্তী বাটনে প্রেস করতে হবে। ‌
  • সফলভাবে সাবমিট করার পর একটি নম্বর দেওয়া হবে আপনাকে। ‌ এই নম্বরটি অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে।

ই নামজারি অনলাইন চেক এর গুরুত্বতম আরো একটি ধাপ হচ্ছে ভূমি সেবার সকল তথ্য ওয়েবসাইট থেকে আবেদন অবস্থায় ট্রাকিং করা। ‌ এইজন্য প্রয়োজন হবে আবেদন পত্র নম্বর এবং ভোটার আইডি কার্ড।

ই নামজারি খরচ কত & E Namjari Check online cost

এই পদ্ধতিতে একজন ব্যক্তি অল্প খরচেই এবং বিনা দালালেই নিজের খতিয়ান সহ অন্যান্য কাগজপত্র তুলতে পারবে। ‌ নিচে এর খরচ গুলো তুলে ধরা হলো।

  • কোট ফি ২০ টাকা
  • নোটিশ জারি ফি ৫০ টাকা
  • খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা
  • রেকর্ড সংশোধন ফি ১০০০ টাকা
  • সর্বমোট ১১৭০ টাকা ‌

আবেদনপত্র সঠিকভাবে সফল হলে যখন অনুসন্ধান করবেন তখন ই নামজারিটি পেয়ে যাবেন আবেদন ফলাফল থেকে। ‌ সেখান থেকে pdf ভার্সনটি ডাউনলোড করে নিতে পারবেন। উক্ত পিডিএফ ভার্শনটি প্রিন্ট আউট করে তারপর আপনি আপনার প্রয়োজন কাজে ব্যবহার করে নিতে পারবেন।

আপনারা দেখলেনভূমি সেবার সকল তথ্য ও ই নামজারি এবং E Namjari Check online. এমন সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন। যেকোনো ধরনের ভূমি সেবা এবং অনলাইন সেবা বিষয়ক সকল তথ্যগুলো আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয়ে থাকে।

ই নামজারি খরচ কত ?

ই নামজারি খরচ ১১৭০ টাকা।

অনলাইন খতিয়ান অনুসন্ধান করা যায়?

হ্যাঁ, অবশ্যই করা যায়।

ই নামজারি আবেদন ফরম কোথায় পাবো?

এই https://mutation.land.gov.bd লিংক থেকে আবেদন ফরম ডাউনলোড করে নিতে পারবেন।

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button