অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম | e ticket railway gov bd registration

ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যাত্রীদের জন্য আজকের রয়েছে ট্রেনের টিকেট কাটার নিয়ম এবং ট্রেনের সময়সূচী সম্পর্কে। যারা ‌e ticket railway gov bd registration ওয়েবসাইট থেকে টিকিট ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে একজন যাত্রী নিজে একজন যাত্রী অনলাইন থেকে টিকেট ক্রয় করতে পারবেন।

আসছে ঈদ উল আযহা এখন ঢাকা থেকে ভ্রমণ করবে মানুষ তার গন্তব্যস্থানে। তাই এখন থেকে অনেকে অগ্রিম টিকিট ক্রয় করে রাখছেন নির্দিষ্ট সময়ে যাত্রা করার জন্য। পূর্বের মতো বর্তমান সময়ে দীর্ঘ লাইন এবং দীর্ঘ অপেক্ষার পর ট্রেনের টিকেট ক্রয় করতে হয় না। বাসায় বসে খুব সহজেই যে কেউ ট্রেনের অগ্রিম টিকেট কিনতে পারবেন। তবে বর্তমানে ট্রেনের টিকেট অনলাইনে ছাড়ার এক ঘণ্টার মধ্যেই কয়েক লক্ষ মানুষ টিকিট কেনার জন্য আগ্রহ হয়েছে। এক সংবাদমাধ্যমে জানা গেছে ট্রেনের টিকেট ছাড়ার ঠিক এক ঘণ্টা পরেই সকল টিকেট শেষ হয়ে গেছে। যার কারণে অনেকে টিকেট ক্রয় করতে পারেন। তবে এখন আরো অন্যান্য টিকেট ক্রয় করা যাচ্ছে সেগুলো সম্পর্কে জানব। মানুষ এখন যে গন্তব্য স্থলের ট্রেন নিয়ে খুঁজছে সেগুলো হচ্ছে:

  • ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের টিকেট এবং সময়সূচী
  • ঢাকা টু রাজশাহী ট্রেনের টিকেট এবং সময়সূচী
  • ঢাকা টু খুলনা ট্রেনের টিকেট এবং সময়সূচী
  • ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের টিকেট এবং সময়সূচী
  • ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের টিকেট এবং সময়সূচী
  • ঢাকা টু জামালপুর ট্রেনের টিকেট এবং সময়সূচী

এরকম প্রতিনিয়ত মানুষ এখন ট্রেনের টিকেট এবং সময়সূচী সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করছে। কিভাবে একবারে সকল ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা সম্পর্কে জানবেন তা নিচে দেওয়া হল।

গুগল বার্ড কি? গুগল বার্ড ব্যবহার করার নিয়ম ২০২৩ | Google Bard Using Guide | Google AI LaMDA

অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম | e ticket railway gov bd registration

কিভাবে ঘরে বসেই আপনারা অনলাইন থেকে ট্রেনের টিকেট কিনবেন সেই বিষয় এখন ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরা হবে। তাহলে নিজেই ঘরে বসে বিকাশের মাধ্যমে ট্রেনের টিকেট ক্রয় করতে পারবেন।

Step 1

প্রথমে আপনার হাতে একটি স্মার্ট ফোন নেন তবে ভালো হয় যদি আপনার একটি কম্পিউটার ডিভাইস থাকে। এরপর একটি ব্রাউজার নির্বাচন করুন এবং সেখানে ইন্টারনেট সংযুক্ত করুন। ইন্টারনেট সংযুক্ত হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

Step 2

এরপর e ticket railway gov bd registration এই ওয়েবসাইটে প্রবেশ করুন এবং সেখানে গিয়ে ফোন নাম্বার এবং জাতীয় পরিচয় পত্র দিয়ে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করা মাত্রই বাংলাদেশ রেলওয়ে টিকেট কেনার জন্য আপনার রেজিস্ট্রেশনটি সফল হয়ে যাবে। তারপর আবার হোমপেজে ফিরে যেতে হবে।

অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম | e ticket railway gov bd registration
অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম | e ticket railway gov bd registration

Step 3

এরপর হোমপেজে ফিরে গিয়ে আপনি কোথায় থেকে ভ্রমণ করতে চাচ্ছেন এবং কোন গন্তব্যে যেতে চাচ্ছেন সেটা নির্বাচন করুন তারপর নিচের দিকে আপনাকে সে অনুযায়ী ট্রেনের তালিকা দেওয়া হবে। এরপর ট্রেনের তালিকা নির্বাচন করুন।

step 3

ট্রেন নির্বাচন করার পর এখন আপনাকে আসন বিন্যাসটি নির্বাচন করতে হবে। নির্বাচন করার পর সেখানে পার্সেস অপশন দেখতে পারবেন। বাংলাদেশের যে কোন মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আপনি এ পেমেন্ট করতে পারবেন। যেমন বিকাশ, নগদ, ডাচ বাংলা ইত্যাদি।

step 4

সঠিকভাবে পেমেন্ট সফল হলে এরপর অটোমেটিক ভাবে ট্রেনের টিকেটটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে আপনার ডিভাইসে। তারপর সেই ট্রেনের টিকেটটি নিয়ে ভ্রমণ করুন আপনার গন্তব্যে।

উপরের এটিই হচ্ছে অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম। তবে আপনি যেভাবেই ট্রেনের টিকেট ক্রয় করেন না কেন আপনাকে ভোটার আইডি কার্ড দিয়ে অবশ্যই অনলাইন থেকে টিকেট নিতে হবে তা না হলে এমন করতে পারবেন না।

ট্রেনের সময়সূচি

বাংলাদেশের যে কোন প্রান্তের ট্রেন যে কোন স্টেশন থেকে সব সময় নির্দিষ্ট সময় ছেড়ে যায় এবং তার গন্তব্যে নির্দিষ্ট সময় পৌঁছে থাকে। তাই নির্দিষ্ট সময় অবশ্যই ট্রেন ভ্রমণ করতে হবে এবং এর শিডিউল সম্পর্কেও জানতে হবে। আর ট্রেনের সিডিউল সম্পর্কে জানতে এখানে প্রবেশ করুন।

আজকের আর্টিকেলটির মাধ্যমে আপনারা জানলেন অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম সম্পর্কে। ট্রেন সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ তথ্য এবং ঈদ সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন। এখানে সকল নিত্য প্রয়োজনীয় দরকারি সকল টিপস এবং ট্রিকস পেয়ে যাবেন খুব সহজে।

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ কবে হবে

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button