গুগল বার্ড কি? গুগল বার্ড ব্যবহার করার নিয়ম ২০২৩ | Google Bard Using Guide | Google AI LaMDA

টেকনোলজির আজকের প্রসঙ্গে রয়েছে গুগল বার্ড কি এবং Google Bard গুগল বার্ড ব্যবহার করার নিয়ম সম্পর্কে। অর্থাৎ এই আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন গুগল বার্ড কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে এবং অন্যান্য বিষয়াবলী নিয়ে। ‌চলুন দেরি না করে এখনই এ বিষয় সম্পর্কে জেনে নেই।

তবে তার আগে জানবো আমরা চ্যাট-জিপিটি সম্পর্কে। ২০২২ সালের শেষের দিকে আগমন ঘটে নামক একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যার নাম চ্যাট জিপিটি। ২০২৩ সালের প্রথম দিকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। ‌ এর মাধ্যমে অনেক জটিল সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে। ‌ অর্থাৎ সাধারণত প্রশ্নের উত্তর থেকে শুরু করে একটি ওয়েবসাইট তৈরির কোডিং পর্যন্ত করে দিচ্ছে এটি। তাহলে হয়তো বা কিছুটা আন্দাজ করতে পারছেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কার্যকারিতা। ‌

অন্যদিকে গুগল সারা বিশ্বে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। এর বেশ কিছুটা এফেক্ট পড়েছে গুগলের উপর। চ্যাট জিপিটিকে টেক্কা দিতে google তাদের নতুন একটি ফিচার তৈরি করে। ‌যা হচ্ছে গুগল বার্ড। সম্প্রতি টেকনোলজির অন্যতম একটি যুদ্ধ ক্ষেত্র হয়ে গেছে গুগল বার্ড বনাম চ্যাট জিপিটি। এখন এই ফিচারটি সম্পর্কে সব তথ্যগুলো জানবো।

গুগল বার্ড কি? গুগল বার্ড ব্যবহারের নিয়ম?

এটি হচ্ছে এমন এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা একটি চ্যাট বট হিসাবে কাজ করে। ‌ অর্থাৎ এ আই এর মাধ্যমে ব্যবহারকারীদের সমস্যার সমাধান দেয়। ‌একজন ব্যক্তির সাধারণভাবে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ফিচারটি উপভোগ করতে পারবে। মনে করা হচ্ছে চ্যাট জিপিটিকে অতিক্রম করে যাবে গুগলের এই প্রডাক্ট। ‌

গুগল বার্ড কিভাবে কাজ করে?

গুগল বার্ড একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এপ্লিকেশন। ‌ এখন অনেকে মনে করতে পারেন এটি কিভাবে কাজ করে থাকে। ‌ বর্তমানে এটি টেস্টিং ভার্সন হিসেবে লঞ্চ করা হয়েছে। ‌এখনো পুরো ফিচারটিভ পাওয়া যায়নি। এটি মূলত মেসেজের মাধ্যমে একজন ব্যক্তি তার সমস্যার কথা লিখে তার সমাধান পেতে পারেন। ‌তবে এর জন্য অবশ্যই google একাউন্টের মাধ্যমে সাইন ইন করে নিতে হবে। এখনো এর বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে। সফলভাবে কার্যক্রম শেষ হলেই এটি সবার জন্য উন্মুক্ত করা দেয়া হবে। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ব্যবহারকারীদের জন্য এটি কল্যাণ বয়ে আনবে। ‌

গুগল বার্ড কি করণে নাম করা হয়েছে?

পূর্ব ইতিহাসের মাধ্যম থেকে এর নামের আইডিয়া তৈরি করা হয়েছে। যেমন বহু পূর্বে পাখির মাধ্যমে চিঠি লেনদেন করা হতো অথবা সমস্যার সমাধানের বিভিন্ন তথ্য পৌঁছে দিত।‌ ঠিক তেমনি সে আইডিয়াকে কাজে লাগিয়ে বর্তমানের ইন্টারনেটর গুগলের সেবার এই নামকরণ করা হয়েছে। ‌

Google Bard Login: গুগল বার্ড ব্যবহার করার নিয়ম

এখন আমরা জানবো গুগল বার্ড কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে। যদিও এখনো পরিপূর্ণভাবে এটি লঞ্চ করা হয়নি তবে ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন। ‌বর্তমানে টেস্টিং ভার্সন টি শুধুমাত্র লঞ্চ করা হয়েছে। চলুন নিচে থেকে দেখলেই কিভাবে google বার্ড ব্যবহার করতে হয় তার ধাপসমূহ।

  • প্রথমে যেকোনো ধরনের একটি ইন্টারনেট ডিভাইস নিতে হবে এবং একটি ব্রাউজার ওপেন করুন। ‌
  • ব্রাউজার ওপেন করার পর এই লিংকে প্রবেশ করুন। আপনার ব্রাউজারে একটি জিমেইল লগইন করা থাকতে হবে।
  • ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর Try now নামের একটি অপশন পাবেন। ‌উক্ত অপশনে ক্লিক করার পর More বাটনে ক্লিক করার পর পরবর্তী ধাপে যেতে হবে। ‌
গুগল বার্ড কি
গুগল বার্ড কি এবং গুগল বার্ড ব্যবহার করার নিয়ম
  • পরবর্তী ধাপে I agree বাটনে ক্লিক করলে সরাসরি গুগল বার্ড এর চ্যাটবট অপশনে নিয়ে যাবে।
  • এখান থেকে আপনি আপনার সমস্যার সমাধান গুলো মেসেজ আকারে সেন্ড করে পেয়ে যাবেন। ‌তবে এখানে মজার ব্যাপার হচ্ছে ভয়েস রেকর্ডিং সিস্টেম রয়েছে।

গুগল বার্ড এবং চ্যাট জিপিটির পার্থক্য (Google bard vs chatgpt)

আপনারা ইতিমধ্যে জেনেছেন গুগল বার্ড কি আর গুগল বার্ড ব্যবহার করার নিয়ম সম্পর্কে। এখন আপনাদের তুলে ধরা হচ্ছে google বার্ড এবং চ্যাট জিপিটির মধ্যে পার্থক্য।

গুগল বার্ড অবশ্যই চ্যাট জিপিটি তুলনায় অনেক ভালো হবে। কেননা চ্যাট জিপিতে একই তথ্য বারবার দেওয়া হয় কিন্তু google bard এ তা দেওয়া হবে না।

আপনি আপনার ক্রিয়েটিভিটি যতটা google বার্ড কে দেখাবেন তার থেকেও বেশি ক্রিয়েটিভিটি আপনাকে তা দিবে। ‌কিন্তু চ্যাটার্জিপিটি আপনাকে পর্যাপ্ত পরিমাণ ক্রিয়েটিভিটি দেবেনা।

চ্যাট জিপিটি এখন সাবস্ক্রিপশন পদ্ধতি চালু করেছে কিন্তু গুগল বার্ড সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে।

Google bard Future: গুগল বার্ডের ভবিষ্যৎ কি?

অনেকের মনে প্রশ্ন থাকে গুগল বার্ড আসার পর গুগল সার্চ এর উপরে কোন নেগেটিভ প্রভাব পড়বে কিনা। এরকম কোন আশঙ্কা নেই। ‌কেননা এটি সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটি ফিচার গুগল এর। যেমন ইউটিউব, জিমেইল ইত্যাদি। তবে আশা করা যাচ্ছে গুগল এর কারণে আরও বেশি জনপ্রিয়তা অর্জন করবে। অনেকে মনে করছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কারণে অনেকে চাকরি হারা হবে। এই আশঙ্কা রয়েছে তবে তেমনটা নয়। ‌কারণ এর মাধ্যমে অনেকে আবার কর্মক্ষেত্র খুঁজে পাবেন। আর উদ্যোক্তা এবং ডেভলপার হওয়ার পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাবে। সুতরাং এ বিষয়টি নিয়ে চিন্তার কোন কারণ নেই।

ChatGPT কি? কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করবেন? What is ChatGPT, how chatgpt work?

আজকের আর্টিকেলে আপনারা গুগল বার্ড কি এবং গুগল বার্ড ব্যবহার করার নিয়ম সম্পর্কে জানলেন। ‌ আবার অনেকের আরো প্রশ্ন উত্তর গুলো থেকে যায়। ‌ সকল প্রশ্নগুলো নিচে দেওয়া হল।

গুগল বার্ড কি?

এটি হচ্ছে এমন এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার চ্যাটবট হিসেবে কাজ করবে।

গুগল বার্ড কবে থেকে চালু হচ্ছে?

ফেব্রুয়ারি ২০২৩ থেকে google bard চালু হয়েছে।

কে গুগল বার্ড ওপেনিং ঘোষণা করেন?

সুন্দর পিচাই।

চ্যাট জিপিটি বনাম গুগল বার্ড কোনটি ভাল হবে?

বর্তমান সময় পর্যন্ত বোঝা যাচ্ছে গুগল বার্ড জিপিটি থেকে অনেকটা এগিয়ে আছে ‌


Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button