ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৩ | Indian visa Check

মাহফুজুর রহমান
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৩ | Indian visa Check

আমাদের আজকের আলোচনার প্রসঙ্গ হচ্ছে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৩ & Indian visa Check সম্পর্কে। ‌ একজন ব্যক্তি কিভাবে তার ইন্ডিয়ান ভিসাযাচাই-বাছাই করবে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের আর্টিকেলে। এজন্য আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিন। ‌

ইন্ডিয়া বা ভারত হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ। ‌এটি আমাদের বন্ধুত্বপূর্ণ একটি রাষ্ট্র। মুক্তিযুদ্ধের সময় এদেশ আমাদের সহযোগিতা করেছে। ব্রিটিশ শাসন আমলে আমরা সবাই একই রাষ্ট্রের ছিলাম। ‌এরপর দেশভাগ হয়ে আমরা ভিন্ন রাষ্ট্রে চলে এসেছি। ‌সেই দেশের প্রতি আমাদের একটি অন্যরকম ভালোবাসা এবং টান রয়েছে। কারণে আমাদের দেশ থেকে প্রতি বছর ভারতে চলে যাচ্ছে ঘুরতে বা বিভিন্ন কারণে। ‌

যাচ্ছে প্রতি বছর কয়েক লক্ষ মানুষ ভারত বাংলাদেশে যাতায়াত করে। যাতায়াতের জন্য প্রয়োজন হয় ভিসা। এক্ষেত্রে বাণিজ্য এবং চিকিৎসার জন্য বেশি যে থাকে নাগরিকরা। ‌ তবে যে কারণেই যাক না কেন তাদের অবশ্যই প্রয়োজন হয় একটি ভারতীয় ভিসা। কিন্তু অনেকেই ভুয়া ভিসার কবলে পড়ে বিভিন্ন ফাঁদে পড়ে যায়। ‌তাই আজকের আর্টিকেলটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৩ | Indian visa Check

প্রত্যেক নাগরিকের উচিত যে দেশে সে ভ্রমণ করুক না কেন প্রথমে তার ভিসাটি চেক করে নেওয়া। এর মাধ্যমে সে সতর্ক হতে পারবে সে কোন বিপদে বা ঝামেলা গ্রস্থ হবে কিনা। ‌কারণ ভিসার জন্য তো কোন সমস্যা থাকলে ঐ দেশে আইনি ঝামেলা পোহাতে হয়। তাই একবার হলেও এটি দেখে নেওয়া উচিত। ‌

  • প্রথমে একটি ইন্টারনেট যুক্ত ডিভাইস নিতে হবে। ‌
  • এরপর একটি ব্রাউজার ওপেন করুন।
  • এখন এই লিংকে ক্লিক করে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • এরপর ভিসা আবেদন ট্রেক বাটনে ক্লিক করুন। ‌ এরপর দেখতে পারবেন রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন অপশন। ‌
  • এই অপশনটি সিলেক্ট করুন। ‌ পরবর্তী পেয়েছে ক্যাপচা পূরণ করে পাসপোর্ট নাম্বার দিয়ে সাবমিট করলেই আপনি আপনার ভিসা সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন।
ইন্ডিয়ান-ভিসা-চেক-করার-নিয়ম-২০২৩-Indian-visa-Check
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৩ Indian visa Check

এটাই মূলত ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৩। ‌আপডেট এবং সময় অনুসারে চেক করার নিয়ম পার্থক্য হতে পারে। ‌ তবে মূলত এভাবেই ইন্ডিয়ান ভিসা চেক করা হয়ে থাকে বর্তমানে।

ভিসা চেক করার প্রয়োজনীয়তা ( Indian visa Check )?

ভিসা চেক করার বিভিন্ন প্রয়োজনীয়তা রয়েছে। ‌তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হলো:

  • ভিসার সত্যতা যাচাই
  • দালালের প্রতারণা এড়িয়ে যাওয়া
  • প্রবাসে আইনের ঝামেলায় না পড়া
  • অবৈধ পন্থা এড়িয়ে যাওয়া
  • বৈধ উপায়ে বিদেশ গমন
  • কর্মসংস্থান নিশ্চিতকরণ ইত্যাদি

পাসপোর্ট দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম কি?

উপরের এই পদ্ধতিতেই একজন ব্যক্তি পাসপোর্ট দিয়ে তার যেকোনো দেশের ভিসা চেক করতে পারবে। যে দেশের ভিসা চেক করতে চাচ্ছেন ওই দেশের এপ্রুভ ভিসা হতে হবে।

ভিসা বৈধ কিনা কিভাবে চেক করব?

বাইরের দেশে গমনের পূর্বে অবশ্যই ভিসাটি চেক করে দিতে হবে। ‌ ভিসা প্রদান এবং মেয়াদের শেষ তারিখ পর্যন্তকে ভাই বৈধ ভিসা। ‌ যদি এ সময়ের বাইরে চলে যায় তাহলে সেটি অবৈধ বিষয় বলে গণ্য হবে। ‌ভিসার উপরের দিকে এই তারিখ দেওয়া থাকে।

ইন্ডিয়ান ভিসা কত টাকা লাগে?
উপরে আপনারা ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৩ সম্পর্কে জেনেছেন। কিন্তু অনেকের জানার ইচ্ছে ভিসা করতে কত টাকা লাগে। ‌ইন্ডিয়ান ভিসা করতে মাত্র 3450 টাকা খরচ হয় ভ্যাটসহ।‌ একেকজনের একেক খরচ হয়ে থাকে ট্রাভেল এবং এজেন্সি ফি দিয়ে।

Indian visa Check ওয়েবসাইট কোনটি?
https://www.ivacbd.com এটি হচ্ছে ইন্ডিয়ান ভিসা চেক ওয়েবসাইট।

ভূমি সেবার সকল তথ্য ও ই নামজারি | E Namjari Check online

দারাজ লাইভ চ্যাট করার নিয়ম ২০২৩ | Daraz live chat bd Process 2023

ফেসবুক পাসওয়ার্ড দেখার নিয়ম? ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ ও ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করনীয় কি?

সেরা ১০টি ফেসবুক ভিডিও ডাউনলোডার | Best Facebook Video Downloader

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।