ইউসিবি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম: How to Open UCB Bank Account. UCB ব্যাংকে কিভাবে একাউন্ট খোলব? UCB ব্যাংকে একাউন্ট কিভাবে খোলা হয়, অনেকে জানতে চান। আজ আমরা দেখাব কিভাবে UCB ব্যাংকে একাউন্ট খোলতে হয়।
ইউসিবি ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম UCB Bank Account
UCB ব্যাংকে একাউন্ট খোলতে আপনার কীকী করতে হবে? আমরা তা ধারাবাহিকভাবে তুলে ধরছি।
- প্রথমে Google playথেকে Uclick অ্যাপ ডাউনলোড করেন।
- এবার ওপেন করেন।
- তারপর সিভিংস সেবা ক্রেডিট কর্ড সেবা থাকবে। আপনি নিচে no অপশন সিলেক্ট করেContinue ক্লিক করুন।
- তারপর সেভিংস একাউন্ট মার্ক করে Continue করুন।
- তারপর Nid নম্বর বাসান। তারপর জন্ম তারিখ।
- তারপর আপনার মোবাইল নম্বর ও ইমেইল বসান। Continue ট্যাব করলে, আপনার মোবাইলে otp codeআসবে, সেটা বসান।
- সাবমিট করার পর আপনার ইমেইলে opt code পাবেন, otp টি বসিয়ে সাবমিট করুন।
তারপর Set Up Login Pin পাবেন।
সেখানে আপনি চার সংখ্যার পিন বসাবেন। তারপর নিচে একই পিন আবার বসিয়ে ভেরিফাই করবেন।
- যে সব কাগজপত্র লাগবে।
- আপনার NID লাগবে। আপনি তা উপলোড করুন।
- আপনার ছবি তুলে পাঠিয়ে দিবেন।
- আর আপনার সিগনেচার লাগবে।
- এতথ্যগুলো দেওয়ার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করুন। তারপর আপনি আপনার জতীয় পরিচয় পত্রের তথ্যগুলো দেখতে পাবেন।
- আপনি আপনার জেন্ডার সিলিক করুন।
- তারপর স্পাউজ নেইম।
- মেরিড/আনমেরিড সিলেক্ট করুন।
- প্রোফেশন সিলেক্ট করুন।
কন্টিনিউ ক্লিক করে আপনার সাথে যোগাযোগ করার ডিটেইলস দেন।
অন্যান্য সুবিধা।
- ডেবিট কার্ড নেবার জন্য yes ক্লিক করুন।
- চেক বই এর অপশন Yes করা থাকবে।
- আপনার নিকটস্থ ব্রান্স সিলেক্ট করুন।
- ইউসিবি ব্যাংকে কোন একাউন্ট থাকলে, একাউন্ট নম্বর বসান।
- কন্টিনিউ ক্লিক করুন।
নমোনি পরিচয়।
- ইউসিবি ব্যাংকে আপনার একাউন্ট খুলতে নমোনি লাগবে।
- নমোনির নাম দিন।
- নমোনির সাথে আপনার সম্পর্ক দিন। ডকুমেন্ট টাইপ সিলেক্ট করুন।
- জাতীয় পরিচয় পত্রের নম্বর দিন।
- এড অপশনে ক্লিক করে কন্টিনিউ করুন। এনেশিয়াল ডেপোজিট করতে আপনার যে কমিউনিকেশন এড্রেস দেওয়া আছে তাতে পাঠিয়ে দেওয়া হবে।
- এবার নমোনির এনআইডি কার্ডের পিক দেন।
- নমোনির ছবি দিন।
- কন্টিনিউ ক্লিক করার পর yes/no থাকবে নো ক্লিক করুন। কন্টিনিউ করুন।
- এরপর টার্মস এন্ড কন্ডিশন পাবেন। সেটার সাথে Agree করুন। তারপর আপনার সকল তথ্য পাবেন। ঠিক থাকলে সাবমিট করুন।
- আপনার একাউন্ট হয়ে যাবে, আপনি Congratulations এসএমএস পাবেন।
- আপনাকে ১০০০ হাজার টাকা ডিপোজিট করতে হবে।
আশাকরি ইউসিবি ব্যাংকের একাউন্ট কিভাবে খোলতে তা বুঝতে পারছেন। কোন সমস্যা হলে কমেন্ট বক্সে জানান।
UCB BANK ইউসিবি ব্যাংকের পরিচয়।
ইউসিবি এর পূর্ণরুপ হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ইউসিবি একটি বেসরকারি ব্যাংক।
UCB bank ইউসিবি ব্যাংক কবে প্রতিষ্টা হয়।
প্রতিষ্ঠা লাভ করে ১৯৮৩ সালের ২৭ জুন।
UCB Bank ইউসিবি ব্যাংকের মালিক।
ইউসিবি ব্যাংকের প্রধান ব্যক্তি হলেন আবুল এহতেশাম আব্দুল মুহাইম।
UCB HELPLINE
UCB bank হেল্পলাইম হলো 16419. Official Website
BD অন্যান্য ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম
বাংলাদেশের অন্যান্য ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে নিচের পোস্ট গুলোতে ভিজিট করুন।