এনআইডি কার্ড সার্ভার কপি ডাউনলোড করার উপায়: আজ আমি শেয়ার করলাম এন আইডি কার্ড এর সার্ভার কপি কীভাবে আপনি ডাউনলোড করবেন। চিন্তার কোন কারন নেই কারন অতি সহজেই আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে অথবা কম্পিউটার এর সাহায্যে ডাউনলোড করতে পারবেন।নিচে আমি এই এন আইডি কার্ড এর সার্ভার কপি কীভাবে ডাউনলোড করবেন তা step by step শেয়ার করলাম ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন।
এনআইডি কার্ড সার্ভার কপি ডাউনলোড করার উপায়: NID Card Server Copy Download
- প্রথমে আপনারা মোবাইলের chorme browser এ যাবেন।
- তারপর search /address এ লিখবেন prottoyn.gov.bd লিখে enter press করবেন।
- Press করার পর একটা website আসবে সেখানে দেখবেন লিখা থাকবে ফ্রী একাউন্ট খুলুন।
- Free একাউন্ট খুলুন এই অপশন টিতে ক্লিক করবেন ।
- ক্লিক করার পর দেখবেন মোবাইল এর স্কিনে লিখা আসছে দুটি অপশন একটিতে থাকবে ।
- নাগরিক
- প্রশাসনিক
- আপনি বা আপনারা নাগরিক এ ক্লিক করবেন।
- নাগরিক এ ক্লিক করার পর মোবাইল এ দেখবেন একটা page আসছে। সেখানে লেখা থাকবে নাগরিক একাউন্ট তৈরি করুন
নাগরিক একাউন্ট তৈরি করুন।
এরকম বড় করে লিখা থাকবে এবং সেখানে নিচের কলাম গুলো থাকবে।
- জন্ম তারিখ……….আপনার বা আপনাদের জন্য তারিখ দেবেন।
- বছর ………আপনার কয় বছর।
- মাস……….. আপনার কয় মাস।
- দিন………আপনার কয় দিন।
- মোবাইল নং………. এগারো ডিজিট এর আপনার মোবাইল নম্বরটি।
সমস্ত information দেয়া হয়ে গেলে দেখবেন নিবন্ধন করুন একটি কলাম আসবে , সেখানে ক্লিক করতে হবে।
- সেখানে ক্লিক করার পর জমা দিন একটা কলাম দেখবেন।
- সেখানে লিখা থাকবে আপনার ইমেইল।
- এবং মোবাইল এ পাঠানো otp কোডটি প্রদান করুন otp কোডটির সময়সীমা থাকবে 15 মিনিট।এইসব মোবাইল এ লিখা দেখবেন।
- কোড নং
- জমা দিন এ ক্লিক করবেন।দেখবেন আসবে লিখা আপনার নিবন্ধন সম্পূর্ণ হয়েছে।
- এরপর লগিং করবেন। অর্থাৎ লগিং বাটন এ ক্লিক করবেন।
- ক্লিক করার পর নাগরিক সিলেক্ট করা থাকবে।
- তারপর ফোন নাম্বার টি দিবেন।মনে রাখতে হবে যে ফোন নাম্বার দিয়ে আপনি নিবন্ধন করেছেন সেটা দিবেন।
- তারপর একটা password দিতে হবে। কথা হলো password টি কোথায় পাবেন খেয়াল করবেন। ফোন এ যে কোড গেছে সেখানে একটি password তারা কিন্তু দিয়েছে সেটা বসাতে হবে।
- তারপর লগিং বাটন এ ক্লিক করতে হবে ।
- ক্লিক করার পর কয়েকটি কলাম লিখা আসবে,সেখান থেকে আপনি বা আপনারা’ জাতীয় পরিচয়পত্রের তথ্য ‘এ কলামটি ক্লিক করবেন।
- ক্লিক করার পর দেখবেন একটা page আসবে সেখানে আগে থেকেই জাতীয় পরিচয়পত্র এর নম্বর সহ থাকবে এবং জন্ম তারিখ কলাম থাকবে তা সিলেক্ট করবেন।
- তারপর দেখবেন (প্রিন্ট )একটি কলাম থাকবে তাতে ক্লিক করার পর টাকা পরিশোধ এর জন্য লিখা থাকবে সেখানে ক্লিক করার পর কত টাকা পরিশোধ করবেন তা লিখা থাকবে এবং সেখানে ক্লিক করবেন।
- চাইলে আপনি বিকাশে ও টাকা পরিশোধ করতে পারবেন তো আপনি বিকাশে টাকা পরিশোধ এর জন্য বিকাশে ক্লিক করবেন ।
- ক্লিক করার পর বিকাশ একাউন্ট চাইবে তাতে একাউন্ট নাম্বার দিয়ে দিবেন এবং তারপর confirm বাটনে ক্লিক করবেন তারপর ভেরিফিকেশন কোড টি বসাতে হবে । ভেরিফিকেশন কোড টি বসানোর পর আবার confirm এ ক্লিক করবেন।তখন একটা pin নম্বর চাইবে দিয়ে দেবেন কোন সমস্যা হবে না।।
- PIN নম্বর দেয়া হলে confirm বাটনে আবার ক্লিক করবেন।তখন দেখবেন আপনার টাকা পরিশোধ করা হয়ে গেছে।
- তারপর আপনার সামনে মোবাইল এ একটি পেইজ আসবে সেখানে অনেক গুলো কলাম লিখা থাকবে একটাতে আছে ( জাতীয় পরিচয়পত্র এর আবেদন সমূহ)
এনআইডি কার্ড সার্ভার কপি ডাউনলোড করার নিয়ম
আপনি জাতীয় পরিচয়পত্র এর আবেদন সমূহতে ক্লিক করবেন।
তারপর নিচে আবেদন এর ID নম্বর দেখাবে । এবং নিচে লেখা থাকবে প্রিন্ট করুন । প্রিন্ট করুন সেখানে ক্লিক করবেন, প্রিন্ট করুন ক্লিক করার পর আপনার ছবি সহ আইডি কার্ড এর সার্ভার কপি চলে আসবে । আপনি চাইলে তা ডাউনলোড করবেন আবার যেকোন কম্পিউটার এর দোকানে গিয়ে পারবেন এন আইডি কার্ড এর সার্ভার কপি বের করতে পারবেন
পরিশেষে বলা যায় উপরোক্ত বিষয়গুলো জানা থাকলে আপনি অতি সহজেই আপনার আইডি কার্ড এর সার্ভার কপি ডাউনলোড করতে পারবেন ।জানিনা আপনারা কতটুকু বুঝতে পারছেন তবে এটি অনেক সহজ পদ্ধতি একটু খেয়াল করলেই পারবেন । বেশি করে শেয়ার করবেন ।
ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম?
ভোটার আইডি কার্ড চেক করা অনেক সহজ, আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন, ভোটার আইডি কার্ড চেক করার জন্য ভিজিট করুন, ভোটার আইডি কার্ড চেক
ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম
ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য আপনাকে প্রথমে আবেদন করতে হবে কিভাবে এন আইডি কার্ড সংশোধন করার জন্য আবেদন করবেন বিস্তারিত জানতে ভিজিট করুন, ভোটার আইডি কার্ড সংশোধন