সুরক্ষা সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম

সুরক্ষা সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম সম্পর্কে আজকের আমাদের এই আলোচনা। অফিস আদালত এবং ব্যক্তিগত কাজে এখন সুরক্ষা সার্টিফিকেট ব্যবহার করা হয়। ধরতে গেলে অনেকটা জাতীয় পরিচয়পত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে বর্তমানে। ‌হবেই না বা কেন এর পেছনে রয়েছে অনেক কারণ। এই প্রসঙ্গ নিয়েই আজকে আর্টিকেলে আমরা বিস্তারিত তুলে ধরছি। ‌

আর্টিকেলের মাধ্যমে যা যা জানতে পারবো

  • সুরক্ষা সার্টিফিকেট কি
  • সুরক্ষা সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম
  • সুরক্ষা সার্টিফিকেটের সুবিধা এবং ব্যবহার

২০১৯ সালের শেষের দিকে চীনে সর্বপ্রথম করোনা ভাইরাস দেখা দেয়। ‌পরে ২০২০ সালের শুরু থেকেই সারা পৃথিবীতে এই করোনার ভাইরাসের প্রকোপ করে। প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে করোনার কারণে। এমন একটি ভাইরাস ছিল এটি যা আধুনিক বিশ্বকে কাঁপিয়ে তুলেছিল। এর এন্টিবায়োটিক পুরোপুরি এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। ‌তবে নিরাপদ থাকার জন্য এর বিভিন্ন ধরনের টিকা আবিষ্কৃত হয়েছে। ‌যার মাধ্যমে করোনা থেকে নিজেকে নিরাপদে রাখা যায়। ‌

যদিও বর্তমানে ২০২৩ সালে করোনা ভাইরাসের পরিমাণ অনেকটা কমে গেছে। তবুও এখন পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া খুব জরুরী। বেশ কয়েকটি দেশে এখনো করোনার প্রভাব ব্যাপক রয়েছে। পুনরায় যাতে আমাদের পূর্বের ভয়ংকর অবস্থায় ফিরতে না হয় সেজন্য সচেতন থাকতে হবে।‌ তাই নিজেকে সুস্থ সবল রাখার জন্য অবশ্যই করোনার টিকার দিব।

সুরক্ষা সার্টিফিকেট কি
অনেকেই জানতে চায় যে সুরক্ষা সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম জেনে কি করবেন? সুরক্ষা সার্টিফিকেট হচ্ছে বিশেষ কিছু রোগের নিরাময় ঔষধ গ্রহণ এর সার্টিফিকেট। যা থেকে প্রমাণিত হবে ওই রোগ‌ থেকে নিজেকে রক্ষার জন্য প্রয়োজনীয় চিকিৎসা বা ঔষধ গ্রহণ করেছেন। বর্তমানে সুরক্ষা সার্টিফিকেট বলতে করোনার টিকা গ্রহণ করাকে বুঝে থাকে। কারণ এখন পর্যন্ত শক্তিশালী ভাইরাস হচ্ছে করোনা। করোনার টিকা সর্বনিম্ন তিনটি যারা নিয়েছেন তারাই কেবল সার্টিফিকেটটি পেয়ে থাকেন। দেশের অভ্যন্তরীন কাজের ক্ষেত্রে তিনটি টিকাই যথেষ্ট। তবে দেশের বাইরে যাওয়ার জন্য অবশ্যই চারটি টিকা নেওয়ার সনদ থাকতে হবে।

সুরক্ষা সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম
সুরক্ষা সার্টিফিকেট অবশ্যই অনলাইনে মাধ্যমে ডাউনলোড করে নিতে হবে। যেকোনো কম্পিউটারের দোকান থেকে এ সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। নিজে নিজে সুরক্ষা সার্টিফিকেট ডাউনলোড করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ কর:

  • প্রথমে একটি ইন্টারনেট সংযুক্ত ডিভাইস দিতে হবে এবং একটি ব্রাউজার ওপেন করুন।
  • ব্রাউজার ওপেন করার পর এই লিংকটিতে প্রবেশ করতে হবে। ‌ লিংকটিতে প্রবেশ করার পর নিচের ছবির মত একটি ফরম আসবে। যারা জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিস্ট্রেশন করেছেন তাদের জাতীয় পরিচয় পত্রের তথ্য এবং যারা জন্ম নিবন্ধন দিয়ে করেছেন তারা জন্ম নিবন্ধনের তথ্য দিবেন। এরপর ক্যাপচা পূরণ করতে হবে।
  • তথ্য ইনপুট করার পর যাচাই করুন অপশনটিতে ক্লিক করলে মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে। এই ভেরিফিকেশনের কোডের মেয়াদ পাঁচ মিনিট। ‌তাই দ্রুত কোড বসাতে হবে। কোড বসানো হলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
  • সঠিকভাবে ভেরিফিকেশন কোড সাবমিট করার পর নিচের দিকে টিকা সনদপত্র ডাউনলোড নামের একটি অপশন দেখতে পারবেন। এই অপশনটিতে ক্লিক করলেই সাথে সাথেই সুরক্ষা সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। ‌

এরপর ডাউনলোড কপি প্রিন্ট আউট করে সংরক্ষণ করে রাখতে পারবেন। ঘরে বসে সুরক্ষা সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম হচ্ছে এভাবেই। ‌আপনার প্রিয়জনের সার্টিফিকেটর ডাউনলোড করে দিন খুব সহজেই এই ধাপগুলো অনুসরণ করে। ‌

সুরক্ষা সার্টিফিকেট এর ব্যবহার এবং সুবিধা
সুরক্ষা সার্টিফিকেট ডাউনলোড করার পর অবশ্যই সেটি খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন। বর্তমানে‌ ব্যক্তিগত কাজ থেকে শুরু করে বিদেশে ভ্রমণ পর্যন্ত সুরক্ষা সার্টিফিকেট এর প্রয়োজন হয়। প্রত্যেকটি দেশ চায় তাদের জনগণ সুস্থ থাকুক। ‌আপনার সুরক্ষা সার্টিফিকেট দেখে তারা বুঝবে আপনি যথেষ্ট সুস্থবান রয়েছেন। ‌এজন্য বিদেশে ভ্রমণের সময় পাসপোর্ট এবং ব্যক্তিগত সকল তথ্যের পাশাপাশি সুরক্ষা সার্টিফিকেট নিয়ে থাকে। এছাড়াও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চাকরি কিংবা অবস্থানের জন্য এই সার্টিফিকেট ব্যবহার করতে হয়।

এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এ সার্টিফিকেট প্রয়োজন হয়। ‌ মূলত মূল উদ্দেশ্য হচ্ছে যেন সবাই এই টিকা গ্রহণ করে সুস্থ সবল থাকতে পারে।

অনেকে করোনা টিকা না গ্রহণ করেও সুরক্ষা সার্টিফিকেট দেওয়ার প্রলোভন দেখে। ‌ এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কারণ সেগুলো দিয়ে হয়তো বা সাময়িকভাবে কাজ করে নিতে পারবেন। কিন্তু পরবর্তী এক সময় এর খারাপ ফলাফল পাওয়া যাবে। নিজেকে ব্যক্তিগতভাবে সুস্থ রাখার জন্য অবশ্যই করানোর টিকা গ্রহণ করতে হবে। তাহলে আপনি নিজে সুস্থ থাকতে পারবেন এবং সঙ্গে একটি সত্যিকারের সুরক্ষা সার্টিফিকেট পেয়ে যাবেন। যারা এখনো ডাউনলোড করেননি। তারা সুরক্ষা সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম অনুসরণ করে ডাউনলোড করে নিন।

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button