সিঙ্গাপুর স্কলারশিপ পাওয়ার নিয়ম | Singapore Student Visa Apply

সিঙ্গাপুর স্কলারশিপ পাওয়ার নিয়ম সম্পর্কে বিষয় নিয়ে আজকের আলোচনা করা হচ্ছে আমাদের এই আর্টিকেলে ( Singapore Student Visa Apply )। অর্থাৎ যেসব শিক্ষার্থীরা সিঙ্গাপুর স্টুডেন্ট ভিসা পেতে ইচ্ছুক তাদের জন্য আমাদের আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন সিঙ্গাপুর যেতে কত টাকা খরচ হয় সে বিষয়টিও।

সিঙ্গাপুর এ নামটি শুনলে আমাদের মনে আসে উন্নত একটি দেশ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর একটি ব্যবস্থাপনা। এমন একটি রাষ্ট্র যেটির সব দিক থেকে উন্নত। ঠিক তেমনভাবে পড়াশোনার দিক থেকে বেশ এগিয়ে রয়েছে এই দেশটি। প্রতি বছর সারা বিশ্ব থেকে এখানে বিভিন্ন শিক্ষার্থীরা পড়াশোনা করার জন্য ভ্রমন করে থাকে।

তবে আমাদের দেশ থেকে বেশিরভাগ মানুষ কর্মসংস্থান এবং শিক্ষার জন্য এদেশে ভ্রমণ করে। যার জন্য প্রায় সবার প্রয়োজন হয় ওয়ার্ক পারমিট ভিসা অথবা মেডিকেল ভিসা। এই দেশ আয়তনের দিক থেকে ছোট হওয়ায় কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো অন্য দেশে তুলনায় খুব কম। কিন্তু এই সকল স্কুল কলেজগুলোতে আন্তর্জাতিক মানের পড়াশোনা করানো হয়ে থাকে। আপনাদের জন্য আজকে নিয়ে হাজির হয়েছি সিঙ্গাপুর স্কলারশিপ পাওয়ার নিয়ম সম্পর্কে।

Also Check: ফ্রান্স স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম

সিঙ্গাপুর স্টুডেন্ট ভিসা আবেদনের নিয়ম | Singapore Student Visa Apply

আপনি যদি সিঙ্গাপুরে পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশ কিছু ডকুমেন্ট এর প্রয়োজন হবে। সকল ডকুমেন্ট সংগ্রহ করার পর আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ আবেদন ঠিক করা হবে মূলত বাংলাদেশের যে সিঙ্গাপুর এম্বাসি রয়েছে সে এম্বাসি বরাবর। আপনার আবেদন করার পর সেটি এক থেকে তিন সপ্তাহের মধ্যে রিভিউতে রাখবেন। তারপর আপনাকে জানিয়ে দেয়া হবে আপনি সিঙ্গাপুরের ভিসা পাচ্ছেন কিনা। তবে ওয়ার্ক পারমিট ভিসার তুলনায় স্টুডেন্ট ভিসা খুব সহজে পাওয়া যায় এখানে। আসুন দেখে নিন এখানে আবেদন করার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টের প্রয়োজন হবে।

  • ভিসা আবেদন ফরম
  • পাসপোর্ট
  • শিক্ষাগত যোগ্যতা সনদপত্র
  • জাতীয় পরিচয় পত্র
  • পুলিশ ক্লিয়ারেন্স
  • মেডিকেল সার্টিফিকেট
  • স্কলারশিপ অফার লেটার
  • IELTS Course সার্টিফিকেট

এই সকল ডকুমেন্ট ব্যতীত আরো অন্যান্য ডকুমেন্টের প্রয়োজন হতে পারে সিঙ্গাপুর ভিসা আবেদনের জন্য। যখন আপনি আবেদন ফরম নিবেন তখন আপনি জানতে পারবেন কি কি বিষয়ের প্রয়োজন।

সিঙ্গাপুর স্কলারশিপ পাওয়ার নিয়ম

আপনি যদি সিঙ্গাপুরে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চান তাহলে সর্বপ্রথম প্রয়োজন হবে আপনার সিঙ্গাপুর থেকে একটি এডুকেশন অফার লেটার। অনেকে স্কলারশিপ পেয়ে এখানে গিয়ে থাকে। এই ধরনের স্কলারশিপ পাওয়ার জন্য প্রথমে আপনাকে ঐ সকল কলেজগুলোতে আবেদন করতে হবে। কলেজ কর্তৃপক্ষ আপনাকে বিবেচনার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি স্কলারশিপ পেয়েছেন কিনা। যদি পেয়ে যান তাহলে আপনাকে তাদের কলেজ থেকে একটি স্কলারশিপ অফার লেটার দেওয়া হবে। সেটি দিয়ে আপনি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর এই স্কলারশিপ গুলো পাবেন বিভিন্ন কলেজে ওয়েবসাইটে থেকে। প্রতিবছর এই সকল কলেজে স্কলারশিপ দিয়ে থাকে। যদি আপনি আবেদন করেন তাহলে খুব সহজে পেয়ে যাবেন এডুকেশন পারমিট।

যদি আপনি সিঙ্গাপুর স্কলারশিপ পাওয়ার নিয়ম সম্পর্কে খুব সিরিয়াস থাকেন তাহলে আমরা নিচে কিছু কলেজের তালিকা দিয়ে দিচ্ছি। যেখানে প্রতিবছর তারা স্কলারশিপের মাধ্যমে দেশের বাইরে থেকে শিক্ষার্থীদেরকে ভর্তি করিয়ে থাকে। নিচে থেকে এমন কিছু কলেজের তালিকা দেখে নেই।

Also Read: ইউকে স্টুডেন্ট ভিসা আবেদন করার পদ্ধতি 

Singapore Scholarship List 2023

  • September Undergraduate Scholarships
  • SIA Youth Scholarship
  • Csi Singapore Phd Graduate Scholarship
  • Microsoft Corporation Scholarship Programs
  • Zonta International Scholarship Programs
  • Beart Scholarship Programs
  • Nus Chongqing Research Institute Scholarship
  • Commonwealth Scholarship for integrated science
  • Lee Kong Chian Graduate Scholarships
  • Singapore Management University Scholarship Programs
  • ETS TOEFL scholarships
  • Nanyang Undergraduate Scholarship
  • Singapore International Graduate Award
  • British Council Scholarship Programs
  • The Royal Society Scholarship Programs

সিঙ্গাপুর যেতে কত টাকা খরচ হয় ?

বেশিরভাগ মানুষ প্রশ্ন করতে থাকে সিঙ্গাপুর যাওয়ার জন্য মোট কত টাকা খরচ হয়ে থাকে? মূলত একটি ভিসা করার জন্য সাধারণত ৫০ ডলার থেকে ১০০ ডলার পর্যন্ত খরচ হয়ে থাকে। আর যাতায়াত বাড়ার সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর। সবমিলিয়ে প্রায় লাখখানেক টাকার প্রয়োজন হবে। আর যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসায় যান তাহলে আপনার অবশ্যই খরচ হবে প্রায় ৪ লক্ষ টাকার অধিকের মত।

Also Check: স্পেন স্টুডেন্ট ভিসা আবেদন করার নিয়ম 

সিঙ্গাপুরে পড়াশোনার খরচ কেমন?

সিঙ্গাপুর স্কলারশিপ পাওয়ার নিয়ম জানার পাশাপাশি আপনাকে অবশ্যই সিঙ্গাপুরের খরচ সম্পর্কে জানতে হবে। কারণ এখানে অন্য দেশে তুলনায় পড়ালেখা শোনার ক্ষেত্রে বেশ খরচ বহন করতে হয়। তবে আপনি যদি বিভিন্ন ধরনের স্কলারশিপ গুলো পেয়ে যান তাহলে এই খরচের পরিমাণ বেশ কমে যাবে। প্রত্যেক সেমিষ্টারে খরচ হয়ে থাকে ৫০০ থেকে ১০০০ ডলার পর্যন্ত। এছাড়া রয়েছে অন্যান্য খরচ।

পার্ট টাইম জব করার সুযোগ রয়েছে স্কলার্শিপে?

সিঙ্গাপুরে যদি আপনি শুধুমাত্র পড়াশোনার উদ্দেশ্যে চান তাহলে এখানে কাজ করার চিন্তা মাথা থেকে একদম ঝেড়ে ফেলুন। কারণ এখানে যারা পড়াশোনা করতে আসে তাদের বেশিরভাগ সময়ে পড়াশোনা নিয়ে থাকতে হয়। এছাড়াও সিঙ্গাপুরে পার্টটাইম চাকরি করার সুবিধা তুলনামূলকভাবে খুব কমই রয়েছে। যারা ওয়ার্ক পারমিট ভিসা এখানে যে গিয়ে থাকে তাদের কাজ করার দেশ জটিলতা থাকে সেখানে স্টুডেন্টদের চাকরি পাওয়াটা বেশ কঠিন। সুতরাং আপনাকে অবশ্যই টাকা পয়সার বিষয়টা প্রথমে দেখতে হবে যদি আপনি সিঙ্গাপুরে পড়াশোনা করতে চান।

সিঙ্গাপুর স্কলারশিপ পাওয়ার নিয়ম & Singapore Student Visa Apply সম্পর্কে জানলেন। কানাডা, চায়নাসহ বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য যে নিয়ম রয়েছে সেগুলো জানতে আমাদের ওয়েবসাইট নিয়মিত দেখুন।

Also Read: জার্মান স্কলারশিপ আবেদন করার নিয়ম

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button