জার্মান স্কলারশিপ আবেদন করার নিয়ম ২০২৩ | Germany Scholarships for international Students

উচ্চ শিক্ষা অর্জনের জন্য আপনি কি জার্মান স্কলারশিপ আবেদন সম্পর্কে জানতে চাচ্ছেন? জার্মান স্টুডেন্ট ভিসা পেতে কি কি প্রয়োজন হয় এবং কত টাকা খরচ লাগে সে বিষয়টি জানার জন্য সার্চ করে যাচ্ছেন? কিন্তু German Student Visa Processing সম্পর্কে কাঙ্খিত ফলাফল পাচ্ছেন না তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ।

আপনি যদি দেশের উন্নক্ত দেশগুলোর তালিকা খোজেন তাহলে শীর্ষ পাঁচটির তালিকায় একটি পাবেন হচ্ছে জার্মান। শুধুমাত্র প্রযুক্তি এবং উন্নয়নের দিক থেকে এগিয়ে নয়। পড়াশোনার দিক থেকে জার্মান অনেকটা এগিয়ে রয়েছে অন্য দেশে তুলনায়। প্রতিবছর অনেক শিক্ষার্থীরা জার্মানে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার জন্য চেষ্টা খুজে থাকে। অনেকে মনে করেন জার্মানে পড়াশোনার খরচ হয়তোবা অনেক বেশি। কিন্তু মোটেও তা নয়।

জার্মানে পড়াশোনার খরচ তুলনামূলকভাবে অনেক কম। খরচ কেন এত কম এ বিষয় নিয়ে আপনাদের সামনে এখন তুলে ধরব। যাতে করে আপনারা এ বিষয়ে পরিপূর্ণ একটি ধারনা পান জার্মান স্কলারশিপ আবেদন করার নিয়ম সম্পর্কে।

জার্মান স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম

আপনি পৃথিবীর যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন না কেন সে প্রতিষ্ঠানের নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন হতে হয় শিক্ষার্থীদের। আর একজন শিক্ষার্থী যদি দেশের বাইরে থেকে ভর্তি হতে ইচ্ছুক তার জন্য আরো বেশ কিছু যোগ্যতা সম্পন্ন হতে হয়।

আমাদের দেশের যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয়। এমনভাবে উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ইংরেজি বিষয়ের দক্ষতা অর্জন থাকতে হয়। এখন আমরা এ বিষয় সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করতেছি।

জার্মান স্কলারশিপ আবেদন করার নিয়ম

যদি জার্মান স্কলারশিপ পেতে চান তাহলে আপনাকে প্রথমে জার্মানির বিভিন্ন কলেজ থেকে স্কলারশিপ গুলো নিতে হবে। প্রথমে আপনাকে জার্মানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে তাদের ভর্তি বিজ্ঞপ্তি দেখতে হবে। আরো দেখতে হবে সেখানে তারা কি কি ফেসিলিটি দিচ্ছে একজন বাইরের দেশের শিক্ষার্থীদের জন্য। শুধু খেয়াল রাখতে হবে আপনি ওই কলেজে ভর্তি হওয়ার জন্য কিংবা আবেদন করার জন্য যোগ্যতা সম্পন্ন কিনা। যদি আপনি ওইখানে আবেদন করার জন্য যোগ্যতা সম্পন্ন হন তাহলে কেবল সেখানে আবেদন করে নিবেন।

কলেজ কর্তৃপক্ষ যদি আপনাকে ভর্তি হওয়ার সুযোগ দেয় তাহলে সেটি হবে এডুকেশন পারমিট। যখন এই এডুকেশন পারমিট বা ফর্ম আপনি পেয়ে যাবেন তখন আপনি জার্মান স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব স্টুডেন্ট ভিসা আবেদন করার জন্য কি কি যোগ্যতা সম্পন্ন হতে হবে।

Also read: কানাডা স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম

জার্মান স্টুডেন্ট ভিসা যোগ্যতা কি?

আপনি যদি জার্মানি উচ্চ শিক্ষার জন্য যেতে চান, জার্মান স্কলারশিপ আবেদন করার নিয়ম জানার পাশাপাশি আপনাকে এর যোগ্যতা সম্পর্কে জানতে হবে। এখানে আপনার সিজিপিএ ২.৫ পয়েন্ট হতে হবে অবশ্যই। ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। অবশ্যই ইংরেজির উপর IELTS ৬ স্কোর হতে হবে। তাহলে এখানে একজন প্রার্থী আবেদন করার সুযোগ পাবে।

জার্মান স্টুডেন্ট ভিসা প্রসেসিং খরচ কত এবং নিয়ম?

আপনি যদি শুধুমাত্র স্টুডেন্ট ভিসা নিয়ে জার্মান যেতে চান তাহলে আপনার খরচ হবে প্রায় ৮ লক্ষ টাকার মতো। আর যদি স্কলারশিপ পেয়ে যান তাহলে আপনার খরচ হতে পারে এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত। ভিসার জন্য আবেদন করলে তিন থেকে চার মাসের মধ্যে ভিসা সম্পন্ন হবে আপনার। আবার অনেকে জানতে চান যার মনে পড়াশোনা করতে কি রকম খরচ হয়ে থাকে। পড়াশোনার খরচ খুব কম কারণ এখানকার বেশিরভাগ কলেজগুলোতে ফ্রি পড়ানো হয়ে থাকে। শুধুমাত্র সেমিস্টার ফি প্রদান করতে হয় প্রত্যেক সেমিস্টারে। থাকা খাওয়া বাবদ আপনার প্রতি মাসে 400 থেকে 500 ইউরো খরচ হতে পারে। আপনি একটু নরমাল ভাষা নিয়ে থাকেন এবং খাওয়া-দাওয়ার হিসাব করেন তাহলে 300 ইউরো মত খরচ হবে প্রতি মাসে। তবে এখানে স্টুডেন্ট ভিসা নিয়ে গিয়ে পার্ট টাইম কাজ করতে পারে অনেক শিক্ষার্থীরা।

জার্মান স্কলারশিপ আবেদন করার প্রয়োজনীয় ডকুমেন্টস

আপনি যদি জার্মানি স্কলারশিপের জন্য আবেদন করতে চান অর্থাৎ ভিসার জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে। কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে তার নিচে দেওয়া হল।

  • জাতীয় পরিচয় পত্র
  • পাসপোর্ট
  • এডুকেশন পারমিট
  • IELTS সার্টিফিকেট
  • শিক্ষাগত যোগ্যতা সনদপত্র
  • ছবি
  • মেডিকেল সার্টিফিকেট

এই তথ্যগুলো ব্যতীত আরো অন্যান্য তথ্য দেওয়ার প্রয়োজন হতে পারে ভিসা আবেদনের জন্য। শিক্ষার্থীদের জন্য আমরা ফুল ফান্ডের কিছু স্কলারশিপ নিয়ে হাজির হয়েছে যেগুলোর মাধ্যমে একজন শিক্ষার্থীর সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ পাবে সকল কলেজগুলোতে। নিচে থেকে দেখে নেই এমন কিছু কলেজ গুলো।

Full Funded Scholarship list In German

  • The Deutschland stipendium at German Universities
  • DAAD Helmut-Schmidt Masters Scholarships for Public Policy and Good Governance
  • KAAD Scholarships in Germany for Developing Countries
  • Friedrich Ebert Stiftung Scholarships
  • Heinrich Boll Scholarships in Germany for International Students
  • Friedrich Naumann Foundation Scholarship for International Students
  • Rosa Luxemburg Stiftung Scholarships for International Students

আশা করি আপনারা এই আর্টিকেলের মাধ্যমে জার্মান স্কলারশিপ আবেদন করার নিয়ম ( German Student Visa Processing ) সম্পর্কে জানছেন এবং অন্যান্য আরও স্কলারশিপ সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন।

Read More: Apply for Student Visa

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button