কানাডা স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম ২০২৩ | Canada Student Visa 2023

আপনি কি কানাডা স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম, কানাডা স্টুডেন্ট ভিসা যোগ্যতা এবং খরচ সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে আজকের জন্য আপনার আর্টিকেলটি সবচেয়ে বেশি সহায়ক। কারণ আজকের আর্টিকেলে Canada Student Visa Processing বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

আমাদের দেশে অনেকে আছে যারা উচ্চ শিক্ষার্থীর জন্য দেশের বাইরে জমিয়ে থাকে। যেমন অনেকে এসএসসি বা এইচএসসি পরীক্ষার বিভিন্ন দেশগুলোতে পড়াশোনা করার জন্য আগ্রহী হয়ে থাকে। বিশেষ করে ইউরোপীয় দেশগুলোতে যাওয়ার চাহিদা প্রচুর পরিমাণে বেশি শিক্ষার্থীদের। এমন অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা,‌ লন্ডন ইত্যাদি। বিভিন্ন দেশে পড়াশোনা করার জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এবং খরচের পরিমাণ রয়েছে আলাদাভাবে।

সেই দেশে যেতে হলে অবশ্যই আপনাকে প্রয়োজন হবে স্টুডেন্ট ভিসা সহ পাসপোর্ট। প্রয়োজন হবে ঐ সকল দেশের কলেজের ভর্তি হওয়ার শিক্ষাগত যোগ্যতা। যেমন কানাডা স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম এক রকম আবার ইউএস স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম আর একরকম। আমরা এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব।

কানাডা স্টুডেন্ট ভিসা যোগ্যতা ও কানাডায় স্টুডেন্ট ভিসা পাওয়ার উপায়?

অন্যান্য দেশের মতো সবচেয়ে বেশি স্কলারশিপ নিয়ে অথবা পড়াশোনা করার জন্য বেশি গিয়ে থাকে কানাডা। আমাদের দেশসহ সারা বিশ্বের সবচেয়ে কানাডায় স্কলারশিপের জন্য প্রার্থীরা বেশি আগ্রহী হয়ে থাকে। এটি একটি উন্নত দেশ এবং শিক্ষা ব্যবস্থার দিক থেকে এগিয়ে থাকার কারণে নির্দিষ্ট কিছু ধাপ অতিক্রম করে কানাডা স্টুডেন্ট ভিসা পেতে হয়। আপনি চাইলে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য কি কি ধাপ অতিক্রম করতে হয় তা এই আর্টিকুলার মাধ্যমে দেখে নিতে পারেন। স্কলারশিপ পাওয়ার জন্য কি কি ধাপ অতিক্রম করতে হবে তা নিচে সম্পূর্ণভাবে তুলে ধরা হচ্ছে।

আরো পড়ুনঃ ইন্ডিয়ান ভিসা আবেদন করার নিয়ম

কানাডা স্টুডেন্ট ভিসা পেতে কি কি লাগে?

কানাডা স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য বেশ কিছু ডকুমেন্ট এবং প্রয়োজনীয় তথ্যগুলোর প্রয়োজন হয়। বিষয়গুলো হচ্ছে:

  • IELTS Course
  • অবশ্যই পাসপোর্ট থাকা লাগবে
  • জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র
  • এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট
  • শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসা পত্র
  • যে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করবেন সে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পত্র
  • সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা বহন করতে পারবেন কিনা তার প্রমাণ পত্র
  • কোন আইনি দন্ডে দন্ডিত কিনা তার প্রমাণ পত্র
  • শারীরিক ও মানসিকভাবে সুস্থতার মেডিকেল সার্টিফিকেট

Read More : দুবাই ভিসা চেক করার নিয়ম

কানাডা স্টুডেন্ট ভিসার যোগ্যতা:

যদি কানাডার স্টুডেন্ট ভিসা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন হতে হবে। পার্টিদেরকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কমপক্ষে ৩ পয়েন্ট থাকতে হবে। আর যদি স্নাতক বা মাস্টার্স প্রোগ্রামের জন্য হয় তাহলে কমপক্ষে ন্যূনতম সিজিপি একটি ২.৫০ হতে হবে। তবে এসএসসি এবং এইচএসসি এর জন্য IELTS স্কোর ৫.৫ এবং স্নাতকোত্তরের জন্য ‌৬ স্কোর হতে হবে।

কানাডা স্টুডেন্ট ভিসা আবেদন করার নিয়ম: How to apply Canada Students Visa?

আপনি যদি কানাডায় স্টুডেন্ট ভিসা আবেদন করতে চান তাহলে আপনাকে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। কারণ অন্যান্য দেশের মতো কানাডা স্টুডেন্ট ভিসা পাওয়া অনেকটা জটিল বিষয় শিক্ষার্থীদের জন্য। আর এ ভিসার জন্য আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনারা এই লিংকে প্রবেশ করুন। সেখানে প্রয়োজনীয় তথ্য দেওয়া রয়েছে কিভাবে আবেদন করবেন এবং কি কি ইনফরমেশন দিতে হবে।

কানাডা ভিসা কিভাবে পাওয়া যায়?

আমাদের দেশে বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে কানাডা ভিসা পাওয়ার জন্য। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে শিক্ষা অথবা স্টুডেন্ট ক্যাটাগরি। ভিসা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ওই দেশের কলেজের একটি অনুমতি পত্র পেতে হবে। তারপরেই আপনি ওই দেশে যাওয়ার জন্য সকল আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাংলাদেশে অবস্থিত কানাডা অফিস থেকে আপনাকে সাক্ষাৎ করতে বলা হবে। সেখানে প্রয়োজনীয় কিছু ব্যক্তিগত তথ্য জানতে চাইবে এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্র গুলো দেখতে চাইবে। তারা চাইলে আপনাকে বেশ কিছু প্রশ্ন করতে পারে সে বিষয়ে প্রস্তুতি নিবেন পূর্বে থেকেই। সকল তথ্য এবং কাগজপত্র ঠিক থাকলে কানাডা স্টুডেন্ট ভিসা পাওয়ার উপায়।

কানাডা স্টুডেন্ট ভিসা খরচ?

আপনি কানাডার ভিসা পেয়ে গেলেন অমনি ওই দেশে চলে গেলেন বিষয়টা এমন নয়। সেটি উন্নত দেশ এবং তাদের জীবনযাত্রার মান আরো উন্নত। আমাদের দেশের তুলনায় সেখানে মাসিক খরচ প্রত্যেক বছর তুলনামূলকভাবে অনেক বেশি। সুতরাং আপনাকে অবশ্যই খরচের দিক থেকে হিসাব করতে হবে। আসুন দেখে নেই স্টুডেন্টদের কানাডায় কত টাকা খরচ হতে পারে প্রত্যেক মাসে।

বার্ষিক খরচ প্রত্যেক শিক্ষার্থীর জন্য ( টিউশন খরচ বাদে ) ১০০০০ হাজার ডলার ।
প্রত্যেক মাসে টিউশন খরচ ১০০০ ডলার।
Canada Student Visa Processing ( কানাডা স্টুডেন্ট ভিসা পাওয়া খরচ )

Best Scholarship List in Canada

  • University of Alberta Scholarships
  • Vanier Canada Graduate Scholarship
  • University of Toronto Scholarships
  • University of British Columbia Scholarships
  • Pierre Eliott Trudeau Foundation Scholarship
  • University of Manitoba

অর্থাৎ আপনাকে অবশ্যই এ বিষয়গুলো বিবেচনা করে আবেদন করতে হবে এবং সে দেশে প্রবেশ করতে হবে। আবেদনের পূর্বে অবশ্যই এ বিষয়গুলো খেয়াল রাখবেন। তবে এ খরচগুলো যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

কানাডা স্টুডেন্ট ভিসা পাওয়ার উপায়, Canada Student Visa কানাডা ভিসা পাওয়ার যোগ্যতা সম্পর্কে জানলেন। এরকম আরো অন্যান্য দেশের স্টুডেন্ট ভিসার সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট নিয়মিত দেখুন।

Also Read: পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক 

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button