USA Student Visa আবেদনের নিয়ম ২০২৩ | How to apply for Student Visa?

USA Student Visa আবেদনের নিয়ম, American Student Visa Proccecing, আমেরিকান ভিসা চেক করার নিয়ম ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হচ্ছে আমাদের আজকের এই আর্টিকেলে। যারা আমেরিকাতে স্টুডেন্ট ভিসা নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক তাদের জন্য বেশ সহায়ক।

আমেরিকা নামটি শুনলে আমাদের মধ্যে কেমন যেন একটি অনুভূতির সৃষ্টি হয়। মনে হয় এটি অনেক উন্নত দেশ এবং উন্নত জীবন যাত্রা। হ্যাঁ আপনি ঠিক ধরেছেন এই বিষয়ে। সারা বিশ্বের মধ্যে উন্নত দেশগুলোর তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ইউএসএ যাকে বলা হয় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা।

এই দেশে ভ্রমণের জন্য প্রত্যেক বছর মানুষ অধীর আগ্রহে থাকে। উন্নত এবং আধুনিক রাষ্ট্র হওয়ার কারণে এখানকার ভিসা পাওয়া খুব সহজ নয়। বেশ কয়েকটি ক্যাটাগরিতে ইউএস ভিসা থাকলেও স্টুডেন্ট ভিসায় যাতায়াত তুলনামূলকভাবে সহজ হয়। আমাদের মধ্যে অনেকেই এখন দেশের বাইরে পড়াশোনার জন্য বাড়ি জমায়। তবে এর মধ্যে আমেরিকা রয়েছে তাদের পছন্দের তালিকায় শীর্ষে। আজকে আমরা ইউএস স্টুডেন্ট ভিসা আবেদনের নিয়ম সম্পর্কে জানব।

আমেরিকান স্টুডেন্ট ভিসা পাওয়ার যোগ্যতা | American Student Visa Processing

এখানে যাওয়ার জন্য সহজ নয়। আমেরিকার স্টুডেন্ট ভিসা পেতে হলে আপনাকে বেশ কয়েকটি ধাপ এবং পদ্ধতি অতিক্রম করতে হবে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আবেদনের যোগ্যতা। আপনাদের সামনে উপস্থাপন করব এই বিষয়টি নিয়ে।

F1 ভিসা: আমেরিকাতে পড়াশোনা করার জন্য বেশ কয়েকটি ক্যাটাগরির ভিসা থাকলেও সবচেয়ে বেশি জনপ্রিয় এই বিষয়টি। এই ভিসার মাধ্যমে যদি আমেরিকায় পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই আপনাকে এক সপ্তাহে ১৮ ঘণ্টার বেশি পড়াশোনা করতে হবে। এখানে যেমন রয়েছে আন্ডার গ্যাজুয়েট, এমবিএ, এমএস ইত্যাদি।

F2 ভিসা: যদি আপনি আপনার স্ত্রী অথবা সন্তানদের সঙ্গে নিয়ে আসেন তাহলে আপনাকে F2 ভিসা নিয়ে আসতে হবে। তবে এ ভিসা দিয়ে কোন ধরনের আপনি কাজ করতে পারবেন না এখানে। আপনি কাজ করতে চান এখানে তাহলে আপনাকে আলাদাভাবে আবেদন করার প্রয়োজন হবে। শিক্ষার্থীদের কাজের জন্য ইউএস স্টুডেন্ট ভিসা আবেদনের নিয়ম আলাদা।

M2 ভিসা: এই ভিসা হচ্ছে একাডেমিক এবং টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য। এই স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। যারা টেকনিক্যাল অথবা ভোকেশনাল ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছে এবং এই পড়াশোনার উপরেই তারা সেখানে যেতে ইচ্ছুক তাদের জন্যই মাত্র এই বিষয়টি করা হয়েছে।

Also Read : USA Scholarships for International Students

ইউএস স্টুডেন্ট ভিসা আবেদনের নিয়ম

আপনি যদি আমেরিকান স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনলাইনে এই আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে travel.state.gov/content/travel/en/us-visa এই লিংকে প্রবেশ করুন এবং প্রয়োজনীয় সকল তথ্যগুলো দিয়ে আপনার ভিসার জন্য সাবমিট করুন। তবে সেখানে আপনি যে কলেজে ভর্তি হবেন সে কলেজের অনুমতি পত্রের প্রয়োজন হবে। এক্ষেত্রে আপনি যদি পূর্ব থেকে সাত থেকে আটটি প্রতিষ্ঠানে আবেদন করেন তাহলে আপনার জন্য ভিসা পেতে বেশ সুবিধা হবে। অনলাইনে আবেদনের ৬ থেকে‌ ৮ সপ্তাহের মধ্যে আপনার ভিসা সংক্রান্ত লেটার চলে আসবে। এরপর আপনাকে এমবাসির কাছে যেতে হবে এবং সেখানে আপনার সম্পর্কে কিছু জানতে চাইবে। এক্ষেত্রে আপনার আপনাকে বেশ কয়েকটি প্রশ্ন করতে পারেন। যথা সম্ভব নিজেকে নম্র ভদ্রভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন এবং সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পূর্ব প্রস্তুতি নিবেন।

ইউএস স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়?

  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
  • IELTS স্কোর
  • স্কলারশিপের সনদপত্র
  • ব্যাংক স্টেটমেন্ট
  • ভিসা
  • টিউশন ফি ( যদি আপনি ফুল ফার্মগেট স্কলারশিপ পান তাহলে এটি প্রযোজ্য নয় )

উপরের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ব্যতীত আরো অন্যান্য ডকুমেন্টের প্রয়োজন হতে পারে। যখন আপনার ভিসা সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন তখন এর মধ্যে কাগজপত্র কোন কোন গুলো জমা দিতে হবে সেগুলো দেওয়া থাকবে।

আমেরিকান স্টুডেন্ট ভিসা খরচ কত

ইউএস স্টুডেন্ট ভিসা আবেদনের নিয়ম জানার পাশাপাশি অনেকে জানতে চায় ভিসা করতে কত টাকা খরচ হয় এবং পড়াশোনার খরচ কেমন। আপনি ঘরে বসে এখানে আবেদন করতে পারবেন যদি আপনি নির্বাচিত হন তাহলে ২৮ দিনের মধ্যে আপনাকে একটি কনফারমেশন চিঠি পাঠাবে। এরপর আপনাকে ৪০০ থেকে ৫০০ ডলার খরচ হবে। কনফার্মেশন লেটার সার্ভিস চার্জ হিসাবে আপনাকে দিতে হবে ২৫০ ডলার। আর এম্বাসি ফি হচ্ছে ১৮০ ডলার। অর্থাৎ আপনার সর্ব সাকুল্যের খরচ হতে পারে ১০০০ ডলারের মত।

Best Full Funded Scholarships in US 2024

  • Fulbright Scholarships USA
  • Yale University Scholarships USA
  • Stanford University Scholarships
  • University of New Haven Scholarship
  • University of Minnesota Fellowship
  • University of Memphis Scholarships
  • AAUW International Fellowship Program
  • ACI Foundation Scholarship
  • Rotary Peace Fellowship Program
  • Onsi Sawiris Scholarship

আমেরিকান ভিসা চেক করার নিয়ম

অনেক সময় আমরা বিভিন্ন দালালের মাধ্যমে অথবা বিভিন্ন এজেন্সির মাধ্যমে এ বিষয়গুলো করে থাকি। কিন্তু এর মধ্যে দেখা যায় অনেকগুলো ফেক ভিসার মাধ্যমে আমরা প্রতারিত হয়ে থাকি। পূর্বে ভিসা চেক করার জন্য বিভিন্ন এম্বাসির অথবা সরকারি প্রতিষ্ঠানগুলোতে দৌড়ঝাপ করার প্রয়োজন হতো। কিন্তু বর্তমানে আপনারা অনলাইনে নেই ঘরে বসে ভিসা চেক করতে পারবেন। এজন্য প্রথমে আপনারা এই লিঙ্কে প্রবেশ করুন এবং সেখানে ভিসা এবং প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সাবমিট করলে দেখতে পারবেন আপনার ভিসা আসল কিনা নকল।

আপনার আজকে চলেন ইউএস স্টুডেন্ট ভিসা আবেদনের নিয়ম সম্পর্কে। অন্যান্য দেশের স্টুডেন্ট ভিসা এবং অন্যান্য বিষয় সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন।

Read More: ওমান ভিসা চেক করার নিয়ম

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button