American association of University Women’s Master’s Award, 2021-2022
এই স্কলারশিপটি আন্তর্জাতিক সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এই স্কলারশিপটি University of California এর সকল সাবজেক্টে মাস্টার্স করতে পারবে আন্তর্জাতিক সকল শিক্ষার্থীরা। তাই বাংলাদেশী যে সব শিক্ষার্থীরা ক্যালিফর্নিয়ার এই ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবে।
Table of Contents
California Scholarships 2021
Degree Level: ( ডিগ্রি লেবেল)
USA American association of University Women Master’s Award আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি উইমেন্স মাস্টার অ্যাওয়ার্ডস, ২০২১-২২ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সকল সাবজেক্টে মাস্টার্স গ্রহণ করতে পারবে সকল শিক্ষার্থীরা।
Available Subjects: ( সাবজেক্ট)
এই স্কলারশিপটি কোন কোন সাবজেক্টে করতে পারবে আন্তর্জাতিক শিক্ষার্থীরা? যে সকল সাবজেক্ট ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে রয়েছে সে সকল বিষয়ের উপর শিক্ষার্থীরা মাস্টার্স করতে পারবে।
Scholarship Benefits: এই স্কলারশিপটির মধ্যে কি কি রয়েছে ?
যে সকল শিক্ষার্থীরা এই স্কলারশিপটি পাবেন তাদের প্রতি শিক্ষার্থীকে সম্পূর্ন মিয়াদী অধ্যায়নের জন্য AAUW এর পক্ষ থেকে ১৮,০০০ ডলার প্রধান করা হবে।
Eligible County :
কোন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন।
আন্তজার্তিক সকল শিক্ষার্থীরা এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন আর বাংলাদেশী সকল শিক্ষার্থীরা ও international Student তাই বাংলাদেশী সবাই এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন।
Eligibility Criteria:
স্কলারশীপটি পাওয়ার জন্য কি কি প্রয়োজন।
১. আপনি যদি এই স্কলারশিপটি পেতে চান তাহলে আপনাকে আমেরিকার বাসিন্দা হতে হবে না।
২. আর অবশ্যই আপনি অনার্স শেষ করতে হবে অনার্স বা ডিগ্রী শেষ হলে আপনি এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন।
California university Scholarship Deadline:
আবেদনের শেষ তারিখ হল ১৫ নভেম্বর ২০২১
Application Proces.
এপ্লিকেশন করবেন যেভাবে।
সকল শিক্ষার্থীরা এই স্কলারশিপটির আবেদনের জন্য অবশ্যই তাদের এই অনলাইন পোর্টালের মাধ্যমে আপনি এপ্লাই করতে হবে।
https://apply.grad.ucla.edu/apply/
আর তাদের এই অনুদানটি গ্রহণের জন্য সকল শিক্ষার্থীরা আলাদাভাবে নিচের সাইটে গিয়ে জয়েন করতে হবে।
Pingback: Express Entry Canada - বাংলাদেশী কানাডায় যাওয়ার জন্য Express Entry হল Golden Chance
Pingback: কলম্বিয়া সরকারি স্কলারশিপ ২০২০/২০২১ | Colombia Government Scholarship 2021-2022
Pingback: আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জীবনী ( Biography Of Joe Biden In Bangla )
Pingback: Jeff Bezos এর জীবনী - কিভাবে বিশ্বের শীর্ষ ধনী হলেন । SCHOLARSME
Pingback: চট্রগ্রাম বিশ্ববিদ্যলয়ে (চবি)২০২০-২১ সালে ভর্তির আবেদন | Chittagong University admission 2020-21
Pingback: জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন। অনার্স ভর্তি আবেদন ২০২১