ফ্রান্স স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম | France Student Visa 2024

ফ্রান্স স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম & France Scholarship List 2024 জানার জন্য ইদানিং শিক্ষার্থীরা বেশি আগ্রহ হয়ে আসছে। উন্নত দেশের এবং ক্ষমতাসীন দেশের মধ্যে একটি হচ্ছে ফ্রান্স। আর এ দেশের শিক্ষা ব্যবস্থা আরো উন্নত। তাই প্রতি বছর আমাদের দেশ থেকে অনেক শিক্ষার্থী ফ্রান্সে পড়াশোনা করার জন্য ভ্রমণ করে।

সারা বিশ্বজুড়ে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ফ্রান্সের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে এই তালিকায়। আপনি যদি সারা বিশ্বে রেংকিংয়ের দিক থেকে ১০০০ কলেজের তালিকা দেখেন তাহলে সেখানে দেখতে পারবেন ফ্রান্সের বেশ কয়েকটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়। আর এই সকল বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান উন্নত মানের এবং আন্তর্জাতিক মানসম্পন্ন। পৃথিবীর অনেক প্রান্ত থেকে ছুটে চলে মানুষের ফ্রান্সে উচ্চশিক্ষা লাভের জন্য। ঠিক তেমনভাবে আমাদের দেশ থেকে অনেক শিক্ষার্থীরা ফ্রান্সে স্কলারশিপ নিয়ে যেতে চায়।

অন্যান্য দেশে তুলনায় আমাদের দেশ থেকে প্রতিবছর শিক্ষার্থীরা এখানে বেশি স্কলারশিপের জন্য আবেদন করেন। কিন্তু সঠিক পদ্ধতি না জানার কারণে তারা স্কুলারশিপ পায় না। আজকে আপনাদের জন্য ফ্রান্স স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম সম্পর্কে তুলে ধরতেছি। যাতে করে আপনারা খুব সহজে ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য যেতে পারেন।

ফ্রান্স‌ স্কলারশিপ যেভাবে পাবেন | France Scholarship List 2024

ফ্রান্স থেকে স্কলারশিপ পেতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম ওই কলেজগুলোতে আবেদন করতে হবে। ‌প্রতিবছর ফ্রান্সের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করে থাকে। মে সকল ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে বাংলাদেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ওই কলেজগুলোতে আপনি আবেদন করুন। যখন আবেদন করবেন তখন একটি বিষয় খেয়াল রাখবেন যাতে সেখানে স্কলারশিপের সুবিধা থাকে। যেমন ফুল ফ্রী স্কলারশিপ, ‌ হাফ ফী স্কলারশিপ ইত্যাদি। কারণ এই ধরনের স্কলারশিপ পেলে আপনার পড়াশোনার খরচ অনেকটা কমে যাবে। এজন্য এ সকল কলেজগুলোতে আবেদন করার জন্য বেশি চেষ্টা করবেন। তাহলে আপনার সকল দিক থেকেই সুবিধা হবে। ফ্রান্স স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম জানার পাশাপাশি আপনাকে ফ্রান্সের জনপ্রিয় কিছু স্কলারশিপের তালিকা নিচে দেওয়া হল।

Also Read: অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম ২০২৩ 

France Scholarship List 2024

  • Joint Japan World Bank Graduate Scholarship Program
  • UNESCO GEM Report Fellowship
  • Sustainable Tropical Forestry Erasmus Scholarships
  • Chalhoub Scholarship
  • Emile Boutmy Scholarship
  • Université Paris-Saclay Scholarships

ফ্রান্স স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম

আপনি চাইলেই ফ্রান্স থেকে স্টুডেন্ট ভিসা পাবেন না। এখানে স্টুডেন্ট ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই এর জন্য আবেদন করতে হবে। আবেদনের সময় বেশ কিছু ডকুমেন্ট এর প্রয়োজন হয়। সেই সকল ডকুমেন্ট দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। সব সময় একটি বিষয় মাথায় রাখবেন কখনো দালাল বা এজেন্টের সাহায্য নিবেন না। দরকার হলে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিয়ে নিজে নিজেই ভিসার জন্য আবেদন করবেন। কারণ আপনি যদি দালালের মাধ্যমে ভিসা নিতে যান তাহলে আপনাকে ভুয়া বিষয়ে অথবা জাল ভিসা ধরিয়ে দেবে। এতে করে আপনার অর্থ এবং সময় উভয় নষ্ট হয়ে যাবে। তাই যতটা সম্ভব নিজে নিজেই চেষ্টা করবেন এখানে আবেদনের জন্য। অনলাইনে ফ্রান্সের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য এই লিংকে প্রবেশ করুন। ভিসা আবেদনের জন্য প্রয়োজনে কিছু ডকুমেন্ট এর তালিকা:

  • পাসপোর্ট
  • ছবি
  • শিক্ষাগত যোগ্যতা সনদপত্র
  • ভিসা আবেদন ফরম
  • অফার লেটার
  • টিকেট বুকিং
  • IELTS COURSE সার্টিফিকেট
  • জাতীয় পরিচয় পত্র ইত্যাদি

Also Read: ইউকে স্টুডেন্ট ভিসা আবেদন করার পদ্ধতি 

ফ্রান্সের স্কলারশিপ পাওয়ার যোগ্যতা?

ফ্রান্স স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম এর গুরুত্বপূর্ণ আরেকটি দেওয়া হচ্ছে এখানে আবেদন করার যোগ্যতা। এখানে আবেদন করার জন্য কমপক্ষে আপনাকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনি আন্ডার গ্রাজুয়েট কিংবা মাস্টার্স, পিএইচডি করার জন্য এই দেশে ভ্রমণ করতে পারেন। এছাড়াও আপনাকে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেটি হচ্ছে ILETS কোর্স। অবশ্যই ইংরেজি বিষয়ে এ কোর্স সম্পূর্ণ করতে হবে। যদি আপনি এই কোর্স না করেন তাহলে আপনার স্টুডেন্ট ভিসা আবেদন রিজেক্ট করে দেওয়া হবে। বেশিরভাগ শিক্ষার্থীদের ভিসা রিজেক্ট করে দেওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এটি।

ফ্রান্সে পড়াশোনা খরচ কত?
আপনি যদি ফ্রান্সে পড়াশোনা করতে যান তাহলে অবশ্যই আপনাকে খরচ সম্পর্ক জানতে হবে। কারণ অন্যান্য দেশের তুলনায় ফ্রান্সের পড়াশোনা খরচ বেশী হয়ে থাকে। প্রতি সেমিস্টার ফি ২৫০০ ডলার থেকে প্রায় ৪ হাজার ডলার পর্যন্ত। এছাড়াও বাসস্থান বাবদ বেশ খরচ হয়ে থাকে এই দেশে। সুতরাং আবেদনের পূর্বে অবশ্যই আপনারা যারা এ বিষয়ে অভিজ্ঞ অর্থাৎ ফ্রান্সে পড়াশোনা করেছে তাদের থেকে পরামর্শ গ্রহণ করবেন। তবে এখানে পার্ট টাইম জবের সুবিধা রয়েছে। সাপ্তাহিক নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে এ পার্ট টাইম জব করতে হবে। সুতরাং এ বিষয়টিও আপনারা খেয়াল করবেন।

ফ্রান্স স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম, স্কলারশিপ আবেদন করার পদ্ধতি ( France Scholarship List 2024 ) সম্পর্কে আজকের আর্টিকেলে আশা করি আপনারা পরিপূর্ণ ধারণা পাচ্ছেন। আরো অন্যান্য যেমন কানাডায় স্কলারশিপ, চায়না স্কলারশিপ সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন।

Also Read: সুইডেন স্টুডেন্ট ভিসা পাওয়ার উপায়

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button