সুইডেন স্টুডেন্ট ভিসা পাওয়ার উপায় | Sweden Student Visa 2023

শিক্ষার্থীদের জন্য আজকের আর্টিকেলে রয়েছে সুইডেন স্টুডেন্ট ভিসা পাওয়ার উপায়, সুইডেন পড়াশোনা খরচ, Sweden Student Visa এবং সুইডেন ভিসা প্রসেসিং সম্পর্কে। কেননা আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীরাই সুইডেনে পড়াশোনা করতে বেশি পছন্দ করে থাকেন। এর পিছনে রয়েছে নানা ধরনের কারণ এবং প্রয়োজনীয়তা। আজকে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে।

বাংলাদেশ থেকে প্রতি বছর শিক্ষার্থীরা বাইরের দেশে পড়াশোনা করার জন্য অর্থাৎ উচ্চশিক্ষা লাভের জন্য পাড়ি জমায়। বাইরের দেশগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিছু দেশ হচ্ছে ইউরোপীয় দেশগুলো। প্রতিবছর আমাদের দেশ থেকে ঐ সকল দেশের প্রায় কয়েক হাজার শিক্ষার্থী শুধুমাত্র উচ্চশিক্ষা লাভের জন্যই ছুটে যায়। তবে বিশেষ করে আন্ডারগ্রেজুয়েট এবং গ্রেজুয়েশন সম্পন্ন করার জন্য শিক্ষার্থীরা বেশি যায়। সেখানে উন্নত দেশগুলোতে উন্নত শিক্ষা ব্যবস্থা রয়েছে।

যেমন কানাডা, অস্ট্রেলিয়া, ‌আমেরিকা ইত্যাদি। আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে পাবলিশ করা হয়েছে আমেরিকা ভিসা পাওয়ার উপায় এবং অন্যান্য দেশের স্টুডেন্ট ভিসা প্রসেসিং সম্পর্কে। এ বিষয়ে জানতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য অংশ পড়ুন। আলোচনা করব সুইডেন স্টুডেন্ট ভিসা পাওয়ার উপায় সম্পর্কে।

সুইডেন স্টুডেন্ট ভিসা খরচ কত ? Sweden Student Visa Processing

আমাদের মধ্যে‌ সবার জানার আগ্রহের মধ্যে প্রথমে থাকে যে সুইডেনে পড়াশোনা করতে কত টাকা খরচ হয়। সুইডেনে যেতে মোট কত টাকা লাগে। তবে এখন আমরা জানবো স্টুডেন্ট ভিসা করতে কত টাকা খরচ হয়। এখানে স্টুডেন্ট ভিসা করার জন্য সাধারণত খরচ হয়ে থাকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত। কিন্তু সময়ের পরিবর্তন এর সাথে সাথে এই খরচের পরিমাণ কম বা বেশি হতে পারে।

Also Read: অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম

সুইডেন স্টুডেন্ট ভিসা‌ পাওয়ার উপায়

আপনি যদি সুইডেনে পড়াশোনা করতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে‌ অবশ্যই ঐ‌ দেশের কলেজগুলো থেকে অনুমতি পত্র নিতে হবে। তবে ওই কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন হতে হবে শিক্ষার্থীদের। সে বিষয় নিয়ে আমরা নিচে বিস্তারিত আলোচনা করব। সুইডেন স্টুডেন্ট ভিসা পেতে হলে প্রথমে আপনাকে ‌ওই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি গুলো দেখতে হবে। এজন্য নিয়মিত বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট ভিজিট করুন এবং তাদের ভর্তি বিজ্ঞপ্তি খুঁজে বের করুন। আপনার কাঙ্খিত বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের যোগ্যতা থাকে তাহলে সেখানে আবেদন করুন। পরে সেখান থেকে যদি আপনাকে এডুকেশন পারমিট দেয় অর্থাৎ আপনাকে পড়াশোনার সুযোগ দেয় তাহলে আপনি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

স্টুডেন্ট ভিসা পাওয়ার যোগ্যতা সুইডেন

এখানে যদি আপনি পড়াশোনা করতে চান তাহলে আপনাকে নির্দিষ্ট কিছু যোগ্যতা সম্পন্ন হতে হবে। সুইডেন স্টুডেন্ট ভিসা পাওয়ার উপায় এর মধ্যে অন্যতম একটি ধাপ হচ্ছে ভর্তি যোগ্যতা। বেশিরভাগ কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য সিজিপিএ মিনিমাম ৩ পয়েন্ট থাকতে হয়। আর আপনাকে অবশ্যই ইংরেজিতে IELTS এ মিনিমাম ৬ কোর্স পয়েন্ট থাকতে হবে। তাহলে সেখানে আবেদন করতে পারবেন।

Also Read: ইউকে স্টুডেন্ট ভিসা আবেদন করার পদ্ধতি

সুইডেন ভিসা প্রসেসিং এর জন্য প্রয়োজনীয়‌ কাগজপত্র

যদি আপনি ভিসা প্রসেসিং করতে চান তাহলে সে ক্ষেত্রে আপনার অবশ্যই কিছু ডকুমেন্ট এর প্রয়োজন। এই ডকুমেন্টগুলো ব্যতীত আপনার ভিসা সফলভাবে হবে না। যেকোনো সময় আপনার এই আবেদনটি রিজেক্ট হয়ে যেতে পারে। আসুন নিচে থেকে দেখে নেই কোন কোন ডকুমেন্টের প্রয়োজন।

  • ভিসা আবেদন ফরম
  • পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
  • পাসপোর্ট
  • কভার লেটার
  • ফ্লাইট সংক্রান্ত তথ্য
  • টিউশন ফি পেমেন্ট রিসিট
  • কলেজের অনুমতি পত্র
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
  • IELTS কোর্স সার্টিফিকেট

এছাড়াও বিভিন্ন ধরনের প্রয়োজনে ডকুমেন্টের প্রয়োজন হতে পারে। যখন আপনি আবেদন ফরম নিবেন তখন আপনাকে সকল বিষয়গুলো তুলে ধরা হবে। এগুলো দেখে এখানে কাগজপত্র সংযুক্ত ‌করে নিবেন।

সুইডেনে পড়াশোনার খরচ কত?

সুইডেন স্টুডেন্ট ভিসা পাওয়ার উপায় জানার আগে অবশ্যই আপনাকে পড়াশোনা করা সম্পর্ক জানা উচিত। কারণ এখানে আমাদের দেশের তুলনায় তুলনামূলকভাবে খরচ বেশি হয়ে থাকে। সাধারণত কলেজ অনুসারে এখানে প্রত্যেকটি কোর্স সম্পূর্ণ করতে খরচ হয়ে থাকে সাড়ে চার লক্ষ টাকা থেকে প্রায় ১০ লক্ষ টাকা পর্যন্ত। আর প্রত্যেক মাসে থাকা খাওয়া বাবদ খরচ হয় ৩০ থেকে ৫০ হাজার টাকা। আপনাকে এটুকু প্রথমে দেখে নিতে হবে এই খরচ বহন করার সুযোগ সুবিধা আপনার আছে কিনা।

স্টুডেন্ট ভিসা নিয়ে কি চাকরি করা যায়?

অন্যান্য দেশগুলোতে স্টুডেন্ট ভিসা নিয়ে গেলে চাকরির ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা রয়েছে। তবে সুইডেনে এ বিষয়ে তেমন কোন নীতিমালা নেই। একজন শিক্ষার্থী সাপ্তাহিক নিজের ইচ্ছা মত ডিউটি করতে পারবে। তবে সেটি কোনভাবেই সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি হওয়া যাবে না। অন্যান্য দেশগুলো তুলনায় এখানে শিক্ষার্থীরা পার্ট টাইম চাকরি করার সুযোগ পায় বেশি। তাই পড়াশোনার খরচ অনেকে নিজেই বহন করতে পারে।

সুইডেনে পড়াশোনা করার সুবিধা অসুবিধা

বর্তমান সময় অনুসারে আমাদের দেশ থেকে প্রায় ১০ থেকে ১৫ হাজারের মতো প্রবাসী এখানে বসবাস করে। যার কারণে নিজেদের মধ্যে বন্ডিং এর একটি সুযোগ রয়েছে। এখানে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ পেয়ে যায় যা অন্য দেশে সম্ভব নয়।

তবে এখানকার বড় অসুবিধা হচ্ছে গ্রীষ্মকালে সূর্য দুইটা থেকে তিনটার মধ্যে উঠে যায়। যার কারণে দ্রুত ভোর হয়ে যায়।

Also Read: চায়না স্কলারশিপ পাওয়ার নিয়ম

স্টুডেন্ট ভিসার আবেদন পদ্ধতি

আপনি যদি সুইডেনের স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। সুইডেন স্টুডেন্ট ভিসা পাওয়ার উপায় এর মধ্যে অবশ্যই এটি আপনাকে সম্পূর্ণ করতে হবে। আবেদন করার জন্য প্রথমে এই লিংকে প্রবেশ করুন এবং প্রয়োজনীয় সকল তথ্যগুলো দিয়ে সাবমিট করুন। সকল তথ্যগুলো দিয়ে সঠিকভাবে সাবমিট করার পর কয়েক সপ্তাহের মধ্যে আপনার ভিসা সংক্রান্ত স্ট্যাটাস চলে আসবে।

Sweden Scholarship 2023 List

  • BTH scholarships
  • Chalmers IPOET scholarships
  • Lund University
  • Linnaeus University Scholarships
  • Malmö University
  • Umeå University scholarship
  • The Karolinska Institutet Foundation Scholarship
  • Mid Sweden University tuition fee scholarships
  • Halmstad University
  • Linkoping International Scholarships
  • Mälardalen University
  • Blekinge Ict Scholarships Program

এই আর্টিকেলের মাধ্যমে সুইডেন স্টুডেন্ট ভিসা পাওয়ার উপায় এবং স্টুডেন্ট ভিসা প্রসেসিং ( Sweden Student Visa Processing ) সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছেন। কানাডা স্টুডেন্ট ভিসা প্রসেসিং সম্পর্কে জানতে এখানে প্রবেশ করুন।

Also Read : কানাডা স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button