স্পেন স্টুডেন্ট ভিসা আবেদন করার নিয়ম | Spain Scholarships 2024

প্রতিবারের মতো স্পেন স্টুডেন্ট ভিসা আবেদন, স্পেন স্কলারশিপ পাওয়ার নিয়ম সম্পর্কে আলোচনা হচ্ছে আজকে। যারা উচ্চশিক্ষা ব্যবস্থাপনার জন্য স্পেনে ভ্রমণ করতে ইচ্ছুক তাদের জন্য আমাদের আর্টিকেলটি বেশ সহায় হোক। কারন এই আর্টিকেলে আপনারা Spain Scholarships সম্পর্কে পরিপূর্ণ আইডিয়া পেয়ে যাচ্ছেন।

প্রতিবছর বাংলাদেশের বিভিন্ন শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে উচ্চ শিক্ষার জন্য প্রমাণ করে থাকে। কেউ ভ্রমণ করে কানাডা, কেউবা অস্ট্রেলিয়া, আবার কেউ ইন্ডিয়াতে। তবে যেটাই হোক না কেন আপনাকে প্রথমে স্কলারশিপ পেতে হবে তারপর ঐ সকল দেশে ভ্রমণ করতে হবে।

ইতিপূর্বে আমাদের ওয়েবসাইটে কানাডা স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম, আমেরিকান স্টুডেন্ট ভিসা সহ বেশ কয়েকটি আর্টিকেল প্রকাশিত করা হয়েছে। যারা এই সকল ভিসা সম্পর্কে জানতে ইচ্ছুক তারা আমাদের ওয়েবসাইট থেকে ভিসা ক্যাটাগরি দেখে নিতে পারেন। আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে স্পেন স্টুডেন্ট ভিসা আবেদন করার নিয়ম সম্ভব।

স্পেন স্কলারশিপ পাওয়ার নিয়ম ২০২৪ | Spanish Scholarship 2024 for BD

যদি আপনি উচ্চ শিক্ষার জন্য স্পেনে ভ্রমন করতে চান তাহলে আপনাকে যে কোন স্প্যানিশ কলেজ থেকে একটি স্কলারশিপ পেতে হবে। কথা হচ্ছে আপনি তো বাংলাদেশে অবস্থান করছেন কিন্তু এখানে বসে কিভাবে স্পেনের স্কলারশিপ পেয়ে যাবেন। এজন্য প্রথমে আপনাকে নির্বাচন করতে হবে স্প্যানিশ কিছু কলেজ। যেখানে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে পড়াশোনার সুযোগ দেওয়া হয়ে থাকে। আর এই ভর্তি বিজ্ঞপ্তি এবং সুযোগ গুলো দেখবেন স্প্যানিশ বিভিন্ন ধরনের কলেজের ওয়েবসাইট থেকে। যদি আপনি ওই কলেজে পড়ার জন্য কোয়ালিফাইড হন তাহলে সেখানে আবেদন করবেন। স্প্যানিশ জনপ্রিয় কিছু বিখ্যাত স্কলারশিপ গুলোর তালিকা নিচে দেওয়া হল। স্পেন স্টুডেন্ট ভিসা আবেদন করার পূর্বে অবশ্যই এ বিষয়টি দেখে নেওয়া উচিত।

Spanish Scholarship List

  • Erasmus Mundus scholarship
  • Spain Government Scholarship
  • Addiction Resource Scholarship
  • EADA scholarship
  • University of Granada scholarship
  • UIC Barcelona scholarship
  • Engineering Alumni Scholarship
  • Fl Mcewen Scholarship
  • Everyone Can Learn Python Scholarship
  • Hispanic Scholarship Fund
  • Maynooth University Sports Scholarship
  • September Undergraduate Scholarship

Also Read: অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা পাওয়ার নিয়ম ২০২৩ 

স্পেন স্টুডেন্ট ভিসা পাওয়ার যোগ্যতা

সকল দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য যে রকম কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় ঠিক তেমনভাবে এখানেও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে একজন শিক্ষার্থী। আপনাকে কমপক্ষে এইচএসসি পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করে তারপর ওই দেশে পড়াশোনা করার জন্য ভ্রমন করতে পারবেন। এছাড়া প্রয়োজন হবে IELTS Course Scrore 6 হতে হবে। আর আপনি যদি স্প্যানিশ ভাষায় দক্ষতা অর্জন করেন তাহলে সে ক্ষেত্রে আপনার ভিসাবে তার একটু সুবিধা হতে পারে।

Also Read: ইউকে স্টুডেন্ট ভিসা আবেদন করার পদ্ধতি 

স্পেন স্টুডেন্ট ভিসা আবেদন করার নিয়ম

এখানে আবেদন করার জন্য প্রথমে আপনাকে যেটি দরকার হবে সেটি হচ্ছে স্কলারশিপ অফার লেটার। আপনি স্টুডেন্ট ভিসার জন্য বাংলাদেশের স্পেন এম্বাসি বরাবর আবেদন করতে পারবেন। সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। যদি আপনি নিচে নিচে আবেদন করেন তাহলে সে ক্ষেত্রে আপনার অর্থ এবং সময় বেঁচে যাবে। আর যদি কোন এজেন্সি বা দালালের মাধ্যমে যান তাহলে সে ক্ষেত্রে আপনার খরচের পরিমাণ বৃদ্ধি পাবে। অনলাইনে আবেদন করার জন্য এই লিঙ্কে প্রবেশ করুন এবং নিজে নিজে আবেদন করে ফেলুন। আবেদন করার জন্য যে সকল ডকুমেন্ট এর প্রয়োজন হবে:

  • পাসপোর্ট
  • বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ অফার লেটার
  • শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট
  • জীবন বৃত্তান্ত
  • ব্যাংক স্টেটমেন্ট
  • হাউজিং সার্টিফিকেট
  • ফ্লাইট টিকেট
  • IELTS সার্টিফিকেট

স্পেনে উচ্চশিক্ষার পড়াশোনার খরচ কেমন?

যখন স্পেন স্টুডেন্ট ভিসা আবেদন করবেন তখন থেকেই প্রত্যেক এর মত আপনার মনে হবে এখানে পড়াশোনা খরচ কত হয়ে থাকে? কারণ আমাদের দেশের তুলনায় ঐ সকল দেশগুলোতে পড়াশোনা খরচ একটু তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। পড়াশোনার খরচ কোর্স অনুসারে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যদি আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হন তাহলে সেক্ষেত্রে বার্ষিক ফি হবে ৬০০ থেকে ১২০০ ডলার পর্যন্ত। আর যদি বিভিন্ন ধরনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভর্তি হন সে ক্ষেত্রে হবে ৬০০০ ডলার থেকে প্রায় ২০ হাজার ডলার পর্যন্ত। এ ছাড়াও রয়েছে থাকা খাওয়া বাদে অন্যান্য খরচ। থাকা খাওয়া বাবদ প্রায় ৪০০ ডলারের মত খরচ হয়ে থাকে।

পার্টটাইম চাকরির ব্যবস্থা:

স্পেনে গিয়ে অনেকে নিজের পড়াশোনা খরচ নিজে চালানোর চেষ্টা করে। যদি আপনার এই পরিকল্পনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একটু সমস্যার সম্মুখীন হবেন। কারণ আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে সেখানে সাপ্তাহে ২০ ঘন্টার বেশি সময় কাজ করতে পারবেন না। কারণ সেখানে নির্দিষ্ট নিয়ম-কানুন রয়েছে। তবে সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ রয়েছে। এমনকি বারো মাস থাকার পর সেখানে আপনি ব্যবসা করতে পারবেন।

আশা করি আমাদের আর্টিকেল এর মাধ্যমে আপনি স্পেন স্টুডেন্ট ভিসা আবেদন করার নিয়ম (Spanish Scholarship 2024 for BD) এবং স্কলারশিপ পাওয়ার উপায় সম্পর্কে জানলেন। এরকম আরো অন্যান্য স্কলারশিপ গুলো পেতে আমাদের সঙ্গে থাকুন।

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button