অনার্স ২য় বর্ষ বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাজেশন ২০২৩ | Political Economy of Bangladesh

আজকের আর্টিকেলের শিক্ষার্থীদের জন্য রয়েছে অনার্স ২য় বর্ষ বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাজেশন ২০২৩ ( Political Economy of Bangladesh )। অর্থাৎ একজন শিক্ষার্থী এই আর্টিকেল এর মাধ্যমে তার পরিপূর্ণ সাজেশন পেয়ে যাবে উক্ত বিষয়ে। যে সকল শিক্ষার্থীর আরো ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা দ্রুত আমাদের আর্টিকেলটি পড়ে নিন এবং সাজেশনটি দেখে নিন।

আমাদের আজকের আর্টিকেলে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাজনৈতিক অর্থনীতি সাজেশন নিয়ে। অনেকের কাছে এ বিষয়টি বেশ জটিল মনে হয়ে থাকে। তাই বিভিন্ন ধরনের সাজেশন এবং সহায়ক বই খুঁজে। যে সকল শিক্ষার্থীরা এ সহায়ক বই খুঁজে তাদের জন্য আমাদের এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সাজেশনই দেওয়া হয়নি বরং এখানে বিগত সালের সকল প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। পরীক্ষায় কমন করা সম্ভব না অনেক বেশি।

অনার্স ২য় বর্ষ গাণিতিক অর্থনীতি সাজেশন | Mathematical economics suggestion

অনার্স ২য় বর্ষ বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাজেশন ২০২৩ | Political Economy of Bangladesh suggestion

ক বিভাগ

  • Social security গ্রন্থ কে রচনা করেন?
  • GDP এর পূর্ণরূপ লিখুন।
  • IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  • WTO বলতে কি বুঝেন?
  • মুসক কাকে বলে?
  • VGF এর পূর্ণরূপে লিখুন।
  • NGO এর ইংরেজি রূপ কি?
  • ভ্যাট কোন ধরনের কর?
  • কর কাকে বলে?
  • বাংলাদেশের মাথাপিছু আয় কত বর্তমানে?
  • সরকারি আয়ের প্রধান উৎস কোনটি?
  • দারিদ্র কত প্রকার?
  • সামাজিক নিরাপত্তা বলতে কি বোঝেন?
  • কত সনে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
  • বাংলাদেশে কত বিঘা পর্যন্ত খাজনা মাফ করেছেন?
  • ভূমি সত্ব ব্যবস্থা বলতে কি বোঝেন?
  • কখন কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে?
  • বাংলাদেশের কৃষি ঋণের উৎস কয়টি?
  • অর্থনৈতিক উন্নয়নের তিনটি পূর্ব শর্ত লিখুন।
  • মধ্যবর্তী শাসন ব্যবস্থা ধারণাটির প্রবক্তা কে?
  • বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে ছিলেন?
  • রাষ্ট্র শোষণের হাতিয়ার। এই উক্তিটি কার?
  • পলিটিক্যাল ইকোনোমি কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?
  • রাজনৈতিক অর্থনীতির জনক কে?
  • EPZ এর পূর্ণরূপ লিখুন।
  • বাজেট কাকে বলে?
  • বেসরকারিকরণ বোর্ড কত সালে গঠিত হয়?

অনার্স ২য় বর্ষের বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩ | Bangladesh Sociology suggestion

খ বিভাগ বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাজেশন

  • আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা ও গঠন প্রণালী আলোচনা করুন।
  • বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা কিভাবে কমানো যায়?
  • বৈদেশিক সাহায্য বলতে কি বুঝেন?
  • একটি উত্তম কর কাঠামো বৈশিষ্ট্য বর্ণনা করুন?
  • করবিল কাকে বলে?
  • অর্থবিল বলতে কি বোঝেন?
  • সরকারি অর্থ ব্যবস্থাপনার সংজ্ঞা দিন?
  • দারিদ্র্য বলতে কি বুঝেন?
  • সামাজিক নিরাপত্তা কি?
  • বাংলাদেশের পল্লী উন্নয়ন ক্ষেত্রে বাজার সমূহ উল্লেখ করুন।
  • শিল্প শ্রমিক বলতে কি বুঝায়?
  • জনসংখ্যা কাকে বলে?
  • বেকারত্ব কি?
  • কাম্য জনসংখ্যা বলতে কী বোঝানো হয়?
  • কৃষির আধুনিকীকরণ কাকে বলা হয়?
  • উন্নয়নশীল দেশ কাকে বলে?
  • মুক্তবাজার অর্থনীতির সংজ্ঞা দিন।
  • পুঁজিবাদ কি?
  • রাজনৈতিক অর্থনীতির সংজ্ঞা দিন।
  • অর্থনৈতিক ক্ষমতা কি?

গ বিভাগ বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাজেশন

  • বাংলাদেশের কর কাঠামো বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন।
  • বেসরকারি এবং সরকারি অর্থ ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করুন।
  • বাংলাদেশের আয়ের প্রধান উৎস সমালোচনা করুন।
  • বাংলাদেশ দারিদ্র্য বিমোচনের সরকারি কর্মসূচি আলোচনা করুন।
  • বাংলাদেশের সামাজিক নিরাপত্তার জন্য গৃহীত সরকারি কর্মসূচি ব্যাখ্যা করুন।
  • বাংলাদেশের দারিদ্র দূরীকরণের এনজিও গুলোর ভূমিকা আলোচনা করুন।
  • বাংলাদেশের গ্রামীণ বিমোচনে কুটির শিল্পের ভূমিকা দেখান।
  • বাংলাদেশের শিল্প জাতীয়করণের অসুবিধা এবং সুবিধা আলোচনা করুন।
  • বাংলাদেশের শিল্পায়নের সমস্যা দেখান।
  • বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে সরকারি এবং বেসরকারি পদক্ষেপ সমালোচনা করুন।
  • বাংলাদেশের ভূমি সংস্কারের গুরুত্ব আলোচনা করুন।
  • বাংলাদেশের কৃষি আধুনিকীকরণের সম্ভাবনা এবং সমস্যা সম্পর্কে আলোচনা করুন।
  • অর্থনীতি এবং রাজনীতির মধ্যে সম্পর্ক আলোচনা করুন।
  • মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • রাজনৈতিক অর্থনীতি বলতে কি বুঝেন এবং রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব আলোচনা করুন।

অনার্স ২য় বর্ষ বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি সাজেশন ২০২৩ অন্যান্য ডিপার্টমেন্ট এবং বর্ষের সাজেশন গুলো পেতে আমাদের সঙ্গে থাকুন।

অনার্স ২য় বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন | History of South Asia Suggestion

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button