অনার্স ২য় বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন | History of South Asia Suggestion

অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আজকের আর্টিকেল রয়েছে অনার্স ২য় বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন ( History of South Asia )। যে সকল শিক্ষার্থীদের এ বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এতে রয়েছে উক্ত বিষয়ের পরিপূর্ণ একটি সাজেশন।

একটি সাজেশন শিক্ষার্থীদের জীবনের সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাঠ্যপুস্তক বই পড়লে একজন শিক্ষার্থীর যতটা ফলাফল করতে পারে। আর যদি সে সাজেশন বই পড়ে উঠতে বিষয়ে তাহলে তার থেকে আরো ভালো ফলাফল করতে পারবে। কেননা এই সাজেশন রয়েছে বিগত সালের সকল প্রশ্ন ব্যাংক এবং সকল অধ্যায়ের কমন কমন প্রশ্নগুলো।

অনার্স ২য় বর্ষ রাজনীতি ও উন্নয়নে নারী সাজেশন | Women in Politics & Development suggestion

চলুন তাহলে এখন দেখে নেই এ বিষয়ে সাজেশনগুলো যেগুলো করলে শিক্ষার্থীদের প্রিপারেশন আরো একধাপ এগিয়ে যাবে অন্যান্য শিক্ষার্থীদের তুলনায়। আর হ্যাঁ আমাদের এই সাজেশন পাচ্ছে শিক্ষার্থীরা সম্পূর্ণ ফ্রিতে।

অনার্স ২য় বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন | History of South Asia Suggestion

ক বিভাগ

  • ১৯৯৭ সালে কি সংঘটিত হয়েছিল?
  • সর্বশেষ মুঘল সম্রাট কে ছিল?
  • পলাশী প্রান্তর কোন নদীর তীরে অবস্থিত?
  • আকবরনামা গ্রন্থটি রচনা করেন কে?
  • টোডরমল ছিলেন কে?
  • কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন?
  • হুমায়ুন শব্দের অর্থ কি?
  • বাবরের পিতার নাম কি ছিল?
  • ১৫২৬ সাল কেন বিখ্যাত?
  • মীরজাফর কে ছিলেন?
  • কোন যুদ্ধের মাধ্যমে ভারত ফরাসির আধিপত্য নষ্ট হয়েছিল?
  • ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়?
  • সম্রাট জাহাঙ্গীরের বাল্য নাম কি?
  • আকবরনামা গ্রন্থ কে রচনা করেন?
  • মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
  • আলিনগর সন্ধি কত সালে স্বাক্ষর হয়?
  • নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি ছিল?
  • নুরজাহানের প্রকৃত নাম কি?
  • তাজমহলের স্থপতি বলা হয় কাকে?
  • মন সব শব্দের অর্থ কি?
  • দ্বীন ই ইলাহী কতজন গ্রহন করেছিল?
  • তাজমহলের প্রধান স্থপতি কাকে বলা হয়?
  • মানসিংহ কে?
  • কোন যুদ্ধে হুমায়ন পরাজিত হয়?
  • জান্নাতাবাদ নামকরণ করেন কে?
  • বাবর কোন দেশের অধিবাসী ছিলেন?
  • পানিপথের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
  • পলাশী কোন নদীর তীরে অবস্থিত?
  • সর্বশেষ মোগল সম্রাট কে?
  • ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সনে গঠিত হয়?

খ বিভাগ দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন

  • জিজিয়া কর কি?
  • মুঘল সাম্রাজ্যের পতনের চারটি কারণ লিখুন।
  • শাহজাহানের পুত্রের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের দুটি কারণ লিখুন।
  • আকবরের ধর্মনীতির উদ্দেশ্য লিখুন।
  • মুঘল ইতিহাসের উৎসসমূহ লিখুন।
  • ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের কারণ লিখুন।
  • নুরজাহান কে ছিলেন?
  • ঈশা খানের পরিচয় দিন।
  • মনসবদারী গাড়ির কথা বলতে কি বুঝেন?
  • হুমায়ুনের ব্যর্থতার কারণ লিখুন।
  • পানিপথের দ্বিতীয় যুদ্ধের কারণ এবং তাৎপর্য কি?
  • বারনামা সম্পর্কে একটি টীকা লিখুন।
  • পর্তুগিজ কারা?
  • মুঘল সাম্রাজ্য পতনের পাঁচটি কারণ লিখুন।
  • নুরজাহান চক্র বলতে কী বোঝায়?
  • আকবরের রাজপুত নীতি বলতে কী বোঝায়?
  • পানিপথের যুদ্ধের ফলাফল লিখুন।
  • পর্তুগিজ কারা?
  • ভারতের ইউরোপীয় বণিক সম্প্রদায়ের আগমনের সংক্ষিপ্ত বিবরণ দিন।
  • বারো ভূঁইয়া কার আছিল?
  • শেরশাহ এবং হুমায়ুনের বিরোধের কারণ সংক্ষেপে আলোচনা করুন।
  • জাহাঙ্গীরের রাজত্বকালে নুরজাহানের ভূমিকা সংক্ষেপে লিখুন।

অনার্স ২য় বর্ষের বাংলাদেশের সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩ | Bangladesh Sociology suggestion

গ বিভাগ দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন

  • পলাশীর যুদ্ধের ফলাফল এবং কারণ ব্যাখ্যা করুন।
  • মোগল কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • সম্রাট আওরঙ্গজেবের দক্ষিণা নীতি বিশ্লেষণ করুন।
  • সম্রাট জাহাঙ্গীরের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করুন।
  • সম্রাট আকবরের দক্ষিণা নীতি বিশ্লেষণ করুন।
  • আকবরের ধর্মনীতি আলোচনা করুন।
  • আকবরের বাংলা বিজয়ের একটি বিবরণ দিন।
  • শেরশাহ প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনা করুন।
  • সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন করুন ‌
  • সম্রাট জাহাঙ্গীর শাসন আমলে সাম্রাজ্য বিস্তারে বিবরণ দিন।
  • সম্রাট আকবরের রাজপুত নীতি ব্যাখ্যা করুন।
  • ইংরেজদের মধ্যে এবং নবাব সিরাজউদ্দৌলার মধ্যে সংঘর্ষের কারণ এবং ফলাফল আলোচনা করুন।
  • মোগল কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষক হিসেবে সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন করুন।
  • শেরশাহের প্রশাসনিক সংস্কার আলোচনা করুন।
  • মোগল ইতিহাসের উৎস সমূহের বিবরণ দিন।
  • নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের সংঘর্ষের কারণ ব্যাখ্যা করুন।
  • সম্রাট আওরঙ্গজেবের দক্ষিণা নীতি বিশ্লেষণ করুন।
  • সম্রাট শাহজাহানের পুত্রের মধ্যে উত্তরাধিকার যুদ্ধের একটি বিবরণ দিন।

অনার্স ২য় বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন আরো অন্যান্য বর্ষ যেমন প্রথম বর্ষ, তৃতীয় এবং চতুর্থ বর্ষের সকল বই এবং সাজেশন পেতে আমাদের ওয়েবসাইটের হোম পেইজে দেখুন।

রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থা সাজেশন | Political Organization & Political Systems of UK & USA

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button