অনার্স ২য় বর্ষ ধ্রুপদী সমাজচিন্তা সাজেশন | Classical Social Thought suggestion

প্রতিদিনের মতো আজকে আমরা নিয়ে এসেছি অনার্স ২য় বর্ষ ধ্রুপদী সমাজচিন্তা সাজেশন ২০২৩ (Classical Social Thought suggestion ) এসেছে শিক্ষার্থীদের জন্য। আমাদের ওয়েবসাইটে এর আগেও অনার্স দ্বিতীয় বর্ষের বিভিন্ন ধরনের সাজেশন এবং বইগুলো আপলোড করা হয়েছে। হোম পেজ থেকে দেখে দিতে পারেন।

সাজেশন এই শব্দটি শুনলে শিক্ষার্থীদের মনে চলে আসে কমন কমন সকল প্রশ্নগুলো। যেগুলো পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ অনেকটা তাই। পাঠ্যপুস্তক অনেক প্রশ্ন থাকে যেগুলো মধ্য থেকে সবগুলোই পরীক্ষায় আসে না। পাঠ্যপুস্তক বয়ে যদি ১০০০ প্রশ্ন থাকে সেগুলো থেকে মাত্র ৫০ থেকে ৬০ টি প্রশ্ন পরীক্ষায় আসে। পাঠ্য বইয়ের এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলো কোনদিন পরীক্ষায় আসেনি কিংবা আসার সম্ভাবনাও নেই।

অনার্স ২য় বর্ষ সামাজিক নীতি ও পরিকল্পনা সাজেশন | Social Policy & Planning suggestion 2023

মূলত সাজেশন তৈরি করা হয় সকল কমন প্রশ্নগুলো নিয়ে যেগুলো বিগত সালের এসেছে, বর্তমান সময়ে আসছে এবং ভবিষ্যতে আসার সম্ভাবনা রয়েছে। সাজেশন হচ্ছে শিক্ষার্থীদের জীবনে একটি সহায়ক বই যা পরীক্ষায় ভালো ফলাফল করতে সহযোগিতা করে এবং তাদের মেধা বিকাশে আরো জ্ঞানকে বৃদ্ধি করে।

আজকের এই আর্টিকেলে রয়েছে ধ্রুপদীর সমাজ চিন্তা সাজেশন। যার মাধ্যমে একজন শিক্ষার্থীর উক্ত বিষয়ের পরিপূর্ণ সাজেশন এবং শর্ট সিলেবাস পেয়ে যাচ্ছেন। যে সকল শিক্ষার্থীরা এ পাঠ্য প্রস্তাব বই পড়বে তারা অন্যদের তুলনায় অবশ্যই ভালো ফলাফল করে থাকবে। তাই দেরি না করে এখনি আমাদের এই সাজেশনটি পড়ে নিন।

অনার্স ২য় বর্ষ ধ্রুপদী সমাজচিন্তা সাজেশন | Classical Social Thought suggestion

ক বিভাগ

  • আল মুকাদ্দিমা কি?
  • একুইনাস কাম্য সরকার বলতে কি বুঝিয়েছিলেন?
  • একুইনাস মতে মানব আইন বলতে কি বুঝেন?
  • ন্যায় বিচার কাকে বলে?
  • এরিস্টটল বিপ্লব বলতে কি বুঝিয়েছেন?
  • পলিটি কি?
  • প্লেটোর মতে আদর্শ রাষ্ট্র কাকে বলে?
  • সিটি অফ গড এই প্রত্যয়টি কার?
  • ধ্রুপদী সমাজ চিন্তা কি?
  • The prince গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল?
  • রুশোর মতে প্রকৃতি রাজ্যে মানুষের জীবন কেমন ছিল?
  • জন লক কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
  • একুইনাস এর মতে আইন কত প্রকার এবং কি কি?
  • রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছে হচ্ছে সার্বভৌমত্ব। উক্তিটি কার?
  • নব্য এরিস্টট্ল কাকে বলা হয়?
  • কিতাবুল ইবর কি?
  • কৌটিল্য ছিলেন কে?
  • রুশোর মতে সাধারন ইচ্ছা কি?
  • প্লেটোর মত অনুসারে শিক্ষা ব্যবস্থার স্তর কয়টি?
  • প্লেটোর সমাজ চিন্তা এবং রাষ্ট্রচিন্তার পদ্ধতি লিখুন।
  • অর্থ শাস্ত্র কাকে বলে?
  • কৌটিল্য কি নামে পরিচিত ছিল?
  • সেন্ট অগাস্টিন প্রথম কোন ধর্মে বিশ্বাস করতেন?
  • সরকারের বিকৃত রূপ গুলো লিখুন।
  • Man is by nature a social Animal উক্তিটি কার?
  • Polity এর মানে কি?
  • এরিস্টটল কয়টি নীতির উপর ভিত্তি করে সরকারের শ্রেণীবিভাগ করেছেন?
  • কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়?
  • প্লেটো মানব আত্মাকে কয় ভাগে ভাগ করেছেন?
  • রুশোর মতে সার্বভৌমত্ব কি?
  • টমাস হবসের দৃষ্টিতে সকল জ্ঞানের উৎস কোনটি?
  • সামাজিক চুক্তি মতবাদের প্রবক্ত বলা হয় কাদের?
  • আসাবিয়া কারা?
  • কৌটিল্যের অন্য দুটি নাম লিখুন।
  • প্লেটোর মত অনুসারে প্রাথমিক শিক্ষার বয়স কত?
  • মতে আইনগত দাস কাদের বলা হয়?

খ বিভাগ ধ্রুপদী সমাজচিন্তা সাজেশন

  • প্রকৃতির সম্পর্ক মাকিয়াভেলির ধারণা দিন।
  • আল উমরান বলতে কি বুঝেন?
  • কৌটিল্যের মত অনুযায়ী রাজস্ব আদায়ের নীতিসমূহ লিখুন।
  • বিধাতার রাষ্ট্র এবং পার্থিব রাষ্ট্রের মধ্যে পার্থক্য লিখুন।
  • এরিস্টটলের মত অনুসারে বিপ্লব প্রতিহিতকরণের উপায় সমূহ লিখুন।
  • প্লেটোর মত অনুযায়ী আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য লিখুন।
  • অগাস্টিনের শান্তি তত্ত্বের বৈশিষ্ট্য লিখুন।
  • একুইনাসের মতে প্রকৃতি আইন কাকে বলে?
  • খ্রিস্টীয় পান্ডিত্য বাদ বলতে কি বুঝেন?
  • ইবনে খালদুনের ইতিহাস দর্শন সম্পর্কে লিখুন।
  • সকলের ইচ্ছা এবং সাধারণ ইচ্ছার মধ্যে পার্থক্য লিখুন।
  • কৌটিল্য অর্থশাস্ত্র কি?
  • রুশোর সাধারণ ইচ্ছা বলতে কি বুঝেন?
  • এরিস্টটল সরকারের শ্রেণীবিভাগ উল্লেখ করুন।
  • রুশোর সার্বভৌমত্ব ধারণা দিন।
  • এরিস্টটলের সরকারের শ্রেণী বিভাগ আলোচনা করুন।
  • প্লেটোর দার্শনিক রাজার বৈশিষ্ট্য লিখুন।
  • রুশোর সার্বভৌমত্ব তত্ত্বটি সীমাবদ্ধতা লিখুন।
  • হবসের সামাজিক চুক্তি প্রকৃতি ব্যাখ্যা করুন।
  • ম্যাকিয়াভেলিবাদ বলতে কি বোঝেন?
  • রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা বর্ণনা করুন।
  • প্লেটো শিক্ষা তত্ত্বটি সংক্ষেপে লিখুন।
  • একুইনাস দৃষ্টি প্রাকৃতিক আইন লিখুন।
  • সেন্ট অগাস্টিনের দৃষ্টিতে বিধাতার রাষ্ট্রের বর্ণনা দিন।
  • এরিস্টটলের মত অনুসারে বিপ্লবের কারণসমূহ লিখুন।

সাজেশন থেকে প্রতি পরীক্ষাতে প্রশ্ন কমেন্ট পড়ার সম্ভাবনা রয়েছে প্রায় ৮০ শতাংশ। সাজেশনটি তৈরি করা হয়েছে দেশের সুনামধন্য প্রফেসরদের দ্বারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে শিক্ষাদান করে থাকে। বিগত সালের সকল প্রশ্নগুলো যেগুলো‌ পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই একবার হলেও আমাদের এই সাজেশনটি আপনারা পড়ে নিবেন।

কেননা আমাদের এই সাজেশন শিক্ষার্থীদের জন্য দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। এই সাজেশন নেওয়ার জন্য শিক্ষার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন হবে না। শুধু তাই নয় এটি প্রয়োজনে আপনারা প্রিন্ট আউট করে দিতে পারবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারবেন। যাতে করে আপনি নিজে পড়তে পারেন এবং অন্যদেরকে পড়ার সুযোগ করে দিতে পারেন। তাই দেরি না করে এখন ধ্রুপদী সমাজচিন্তা সাজেশন পড়ে নিন।

গ বিভাগ ধ্রুপদী সমাজচিন্তা সাজেশন

  • সমাজ চিন্তায় কৌটিল্যের অবদান আলোচনা করুন।
  • এরিস্টটলের দাসপ্রথা সংক্রান্ত ধারণা মূল্যায়ন করুন।
  • প্লেটো সাম্যবাদ এবং আধুনিক সাম্যবাদের মধ্যে আলোচনা করুন।
  • সার্বভৌমত্ব সম্পর্কে রুশোর মতবাদ তুলে ধরুন।
  • প্রশাসন সম্পর্কে কৌটিল্যের মতবাদ আলোচনা করুন।
  • বিধাতার রাষ্ট্র এবং প্রার্থীরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আলোচনা করুন।
  • জন লকের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আলোচনা করুন।
  • সমাজ, সভ্যতা এবং রাষ্ট্রের উত্থান সম্পর্কে ইবনে খালদুনের অভিমত আলোচনা করুন।
  • শাসকের গুণাবলী, দায়িত্ব সম্পর্কে ম্যাকিয়াভেলি ধারণা বর্ণনা করুন।
  • প্লেটোর সাম্যবাদ এবং আধুনিক সাম্যবাদ মধ্যে তুলনা করুন।
  • রুশোর মত অনুযায়ী সাধারণ ইচ্ছা এবং সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য চিহ্নিত করুন।
  • হবসের সামাজিক চুক্তি মতবাদ কি আলোচনা করুন।
  • ইবনে খালদুনের আসাবিয়া তত্ত্বটি ব্যাখ্যা করুন।
  • প্লেটোর শিক্ষা ব্যবস্থা তত্ত্বটি আলোচনা করুন।
  • মধ্যযুগের সমাজ চিন্তায় ইবনে খালদুনের অবদান মূল্যায়ন করুন।
  • রুশোর প্রকৃতি রাজ্য সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিন।
  • শাসকের গুণাবলী সম্পর্কে মেকিয়াভেলের ধারণা ব্যাখ্যা করুন।
  • কৌটিল্যের কূটনীতির সংক্ষেপে লিখুন।
  • প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি সমালোচনা করুন।
  • সেন্ট একুইনাসের সমাজ এবং রাষ্ট্র দর্শন আলোচনা করুন।
  • সেন্ট অগাস্টিনের দুটি রাষ্ট্র তত্ত্ব বর্ণনা করুন।
  • এরিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ দেখান।

অনার্স ২য় বর্ষ ধ্রুপদী সমাজচিন্তা সাজেশনসহ সকল বর্ষের সাজেশন এবং সকল শ্রেণীর পিডিএফ ফাইল পেতে আমাদের হোম পেজ দেখুন। আমাদের ওয়েবসাইটে শিক্ষা বিষয়ক সকল তথ্যগুলো নিয়মিত আপডেট দেওয়া হয়ে থাকে। যেমন এসএসসি পরীক্ষার ফলাফল সবার আগে পেতে এবং এইচএসসির‌ পরীক্ষা সংক্রান্ত আপডেট জানতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।

অনার্স ২য় বর্ষ নৃ-বিজ্ঞান পরিচিতি সাজেশন | Introduce to Anthropology suggestion

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button