অনার্স ২য় বর্ষ সামাজিক নীতি ও পরিকল্পনা সাজেশন | Social Policy & Planning suggestion 2023

অনার্স ২য় বর্ষ সামাজিক নীতি ও পরিকল্পনা সাজেশন ( Social Policy & Planning suggestion 2023 ) হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। কারণ খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বিষয়ের পরীক্ষাটি। যাদের বিষয়টি রয়েছে তারা আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে অবশ্যই পড়ে নিবেন।

একজন শিক্ষার্থীর জন্য প্রয়োজন তার পাঠ্যপুস্তকের পাশাপাশি একটি সহায়ক বই। বাজারে আপনারা অনেক ধরনের সহায়ক বই পেয়ে যাবেন। সেইগুলোর মূল্য ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। কিন্তু আমরা শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণভাবে ফ্রিতে একটি পরিপূর্ণ সাজেশন দিচ্ছি। যা থেকে শিক্ষার্থীদের পরীক্ষায় বেশ প্রশ্ন কমন পড়ে থাকবে।

যে সকল শিক্ষার্থী তুলনামূলকভাবে অন্যদের চেয়ে ভালো ফলাফল করতে ইচ্ছুক। তারা একবার হলেও আমাদের এই আর্টিকেলটি পড়বেন এবং সাজেশন অনুসরণ করবেন। তাহলে আশা করা যায় অন্যদের তুলনায় আপনি অবশ্যই ভালো ফলাফল করতে পারবেন।

অনার্স ২য় বর্ষ সামাজিক নীতি ও পরিকল্পনা সাজেশন | Social Policy & Planning suggestion 2023

সামাজিক নীতি এবং পরিকল্পনা সাজেশনটি শুধুমাত্র যে অনার্স দ্বিতীয় বর্ষে শিক্ষার্থীদের পড়াশোনা করতে হবে তার কোন নির্দিষ্টতা নেই। আমাদের ওয়েবসাইটে যে সাজেশন গুলো করে থাকি তা শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার জন্য। এ সকল সাজেশন করলে যারা চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের বিভিন্ন প্রশ্ন কমন করার সম্ভাবনা রয়েছে। এই যে ধরেন আপনি সাজেশন কি পড়তেছেন এখানে বাংলাদেশের বিভিন্ন ধরনের তথ্যের প্রশ্ন সম্পর্কে জানতে পারছেন।

চাকরি পরীক্ষাতে না আসলেও আপনার বিভিন্ন ধরনের এনজিও এবং ব্যাংকের চাকরিগুলোতে এই ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। সুতরাং আপনি যদি অনার্স পড়া স্টুডেন্ট হন তাহলে এক ঢিলে দুই পাখি মারতে পারছেন। অর্থাৎ আপনি পরীক্ষার প্রিপারেশন নিতে পারছেন অন্যদিকে চাকরির প্রিপারেশন না হয়ে যাচ্ছে।

তাই আপনারা নিজেরা এই সাজেশনটি পড়ুন। অন্যদেরকে পড়ার জন্য সুযোগ করে দিন। একে অপরের সাহায্যের মাধ্যমে আমরা নিজে উন্নতি করতে পারি এবং অন্যকে উন্নতি করার সহযোগিতা করতে পারে। যারা বিশেষ করে বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এটি আরো বেশি গুরুত্বপূর্ণ।

ক বিভাগ

  • Social policy বইটির লেখক কে ?
  • ষষ্ঠ পঞ্চা বার্ষিকী পরিকল্পনার সময়সীমা লিখুন।
  • সমাজকল্যাণ কর্মসূচি বলতে কি বুঝেন?
  • সমাজকল্যাণ কর্মসূচি কাকে বলে?
  • বাংলাদেশের করের খাত কি কি?
  • বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার অর্থের প্রধান উৎস কি?
  • বাংলাদেশ উন্নয়ন পরিকল্পনায় অর্থসংস্থানের প্রধান উৎস কি?
  • সমাজকল্যাণ এবং অর্থনৈতিক পরিকল্পনার মধ্যে পার্থক্য লিখুন।
  • প্রকল্প পরিকল্পনা বলতে কি বুঝেন?
  • কার্যকর পরিকল্পনার দুটি পূর্ব শর্ত উল্লেখ করুন।
  • উত্তম পরিকল্পনা তিনটি শর্ত উল্লেখ করুন।
  • মেয়াদ অনুযায়ী পরিকল্পনা প্রকার লিখুন।
  • ঘূর্ণায়মান পরিকল্পনা কি?
  • বাংলাদেশের সর্বশেষ নারীনীতি কত সালে প্রণীত হয়?
  • জাতীয় জনসংখ্যা নীতি মূল লক্ষ্য কি?
  • জাতীয় স্বাস্থ্য মূল লক্ষ্য কি?
  • বর্তমানে জাতীয় শিক্ষানীতি অনুসারে প্রাথমিক শিক্ষার মেয়াদ কত বছর থাকে?
  • সামাজিক নীতি প্রণয়নের দুইটি ধাপ উল্লেখ করুন।
  • বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়?
  • বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত তারিখ থেকে?
  • বাংলাদেশের নীতি বাস্তবায়নের তিনটি হাতিয়ারের নাম লিখুন।
  • নীতি অনুশীলন বলতে কী বোঝেন?
  • ম্যাটা বিশ্লেষণ কাকে বলে?
  • এলিট মডেল কাকে বলে?
  • সামাজিক নীতির তিনটি মডেল লিখুন।
  • সামাজিক নীতির দুইটি নির্ধারক উল্লেখ করুন।
  • সিস্টেম মডেল কি?
  • সামাজিক নীতি বলতে কি বোঝেন?

অনার্স ২য় বর্ষ বাংলার ইতিহাস ১২০৪ – ১৭৬৫ সাজেশন | History of Bengal suggestion

খ বিভাগ সামাজিক নীতি ও পরিকল্পনা সাজেশন

  • উন্নয়ন পরিকল্পনা কাকে বলা হয়?
  • পরিকল্পনার প্রকারভেদ লিখুন।
  • জাতীয় শিক্ষানীতি ২০১০ এর শিক্ষার স্তর বর্ণনা করুন।
  • উন্নয়নশীল দেশে সামাজিক নীতি প্রণয়ন সমস্যা উল্লেখ করুন।
  • সামাজিক নীতি বাস্তবায়নের সামাজিক কর্মীর ভূমিকা উল্লেখ করুন।
  • সামাজিক নীতি বাস্তবায়নের হাতিয়ারগুলো লিখুন।
  • নীতি অনুশীলন বিদদের কার্যাবলী উল্লেখ করুন।
  • নীতি অনুশীলনের সমাজকর্মীদের দক্ষতা বর্ণনা করুন।
  • নীতি বিশ্লেষণ প্রক্রিয়ার ধাপগুলো লিখুন।
  • সিস্টেম মডেল বলতে কি বুঝেন?
  • প্রাতিষ্ঠানিক মডেল বলতে কী বোঝায়?
  • এলিট মডেল কাকে বলে?
  • উন্নয়নশীল দেশের সামাজিক নীতি প্রণয়নের সীমাবদ্ধতা কি?
  • সামাজিক নীতি প্রণয়নের নীতিমালা লিখুন।
  • কোন দেশের সামাজিক নীতি সম্পর্কে জানার উপায় উল্লেখ করুন।
  • সামাজিক নীতির উপাদান গুলো লিখুন।
  • সামাজিক নীতির বৈশিষ্ট্য দেখান।
  • সামাজিক নীতি কাকে বলে?

গ বিভাগ সামাজিক নীতি ও পরিকল্পনা সাজেশন

  • বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ বর্ণনা করুন।
  • বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনায় অর্থসংস্থানের সমস্যা আলোচনা করুন।
  • সমাজকর্ম অনুশীলনের পরিকল্পনা গুরুত্ব দেখান।
  • বাংলাদেশের পরিকল্পনা বাস্তবায়ন সমস্যার সমাধানের উপায় সমূহ চিহ্নিত করুন।
  • পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করুন।
  • উত্তম পরিকল্পনার পূর্ব শর্ত বর্ণনা করুন।
  • জাতীয় শিশু নীতি ২০১১ এর উল্লেখযোগ্য দিকগুলো আলোচনা করুন।
  • জনসংখ্যা নীতির বাস্তবায়ন কৌশল গুলো আলোচনা করুন।
  • শিক্ষানীতি ২০১০ এর শিক্ষার স্তর গুলো আলোচনা করুন।
  • বাংলাদেশের সামাজিক নীতি প্রণয়নের প্রক্রিয়া বর্ণনা করুন।
  • বাংলাদেশের সংবিধানের সাথে সামাজিক নীতির সংশ্লিষ্টতা আলোচনা করুন।
  • জাতীয় যুব নীতির বৈশিষ্ট্য গুলো আলোচনা করুন।
  • সমাজকল্যাণ ক্ষেত্রে সামাজিক নীতির গুরুত্ব দেখান।
  • সামাজিক নীতি বাস্তবায়নের সমাজকর্মের ভূমিকা আলোচনা করুন।
  • সামাজিক মডেল নীতি এবং সমাজকলনীতির মধ্যে পার্থক্য লিখুন।
  • উন্নয়নশীল দেশ সমূহে সামাজিক নীতির প্রণয়ন এবং বাস্তবায়নের সমস্যা আলোচনা করুন।
  • সামাজিক নীতি প্রণয়নের প্রক্রিয়া বর্ণনা করুন।
  • সামাজিক উন্নয়নের হাতিয়ার হিসেবে সামাজিক নীতির গুরুত্ব আলোচনা করুন।
  • সামাজিক নীতির লক্ষ্য সমালোচনা করুন।

অনার্স ২য় বর্ষ সামাজিক নীতি ও পরিকল্পনা সাজেশনসহ সকল শ্রেণীর সাজেশন গুলো পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। প্রয়োজনে আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন।

অনার্স ২য় বর্ষের মানবীয় জীববিজ্ঞান বুদ্ধি ও বিকাশ সাজেশন ২০২৩ | Human Biology Growth and Development

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button