অনার্স ২য় বর্ষ ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় সাজেশন ২০২৩। Indian Philosophy Atheistic suggestion

আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় হচ্ছে ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় সাজেশন ২০২৩ ( Indian Philosophy Atheistic suggestion )। এই বিষয়টির বিষয় কোড হচ্ছে ২২১৭০৫। যাদের এই বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এ বিষয়টি জানতে আর্টিকেলটি শেষ পর্যন্ত করুন।

সবসময় একজন শিক্ষার্থীর জীবনে সাজেশন সহায়ক বই হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ একজন শিক্ষার্থীর সাজেশন এর মাধ্যমে তার পাঠ্যপুস্তের মেধাকে আরো ভালোভাবে বৃদ্ধি করতে পারে।

অনার্স ২য় বর্ষ বাংলায় মুসলিম শাসনের ইতিহাস ১২০৪ – ১৭৫৭ সাজেশন | History of Muslim rule in Bengal suggestion

যারা পরীক্ষায় ভালো ফলাফল করে তারা অবশ্যই সাজেশন গুলো ফলো করে থাকে। শুধুমাত্র একটি নয় তারা বেশ কয়েকটি সাজেশন অনুসরণ করে থাকে। দেখা যায় তারা যদি একটি সাজেশন পুরোপুরি শেষ করে তাদের ৮০ শতাংশ নাম্বার কমন পড়ে। যার ফলে ফলাফলের দিক থেকে তারা অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে থাকে। তাই যে সকল শিক্ষার্থীরা এ পরীক্ষায় ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই সাজেশন টি পড়ে নিবেন।

অনার্স ২য় বর্ষ ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় সাজেশন ২০২৩। Indian Philosophy Atheistic suggestion

ক বিভাগ ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় সাজেশন

  • বোধিসত্ত্ব বলতে কি বুঝায়?
  • নির্বানের পথ কোনটিকে বলা হয়ে থাকে?
  • বৌদ্ধ মতে ভাব মানে কি?
  • অষ্টাঙ্গীয় মার্গের নাম লিখুন।
  • বৌদ্ধদের প্রধান দুটি সম্প্রদায়ের নাম লিখুন।
  • গৌতম বুদ্ধের প্রকৃত নাম কি ছিল?
  • বৌদ্ধ দর্শন মতে দুঃখের প্রধান কারণ বলা হয় কোনটিকে?
  • মন: পর্যায় কি?
  • সর্বশেষ তীর্থঙ্কের নাম লিখুন।
  • জৈনদের দুটি সম্পদের নাম লিখুন।
  • জৈন মত অনুসারে যথার্থ জ্ঞান কত প্রকার এবং কি কি?
  • জৈন ধর্মের প্রবর্তক বলা হয় কাকে?
  • চার্বারকদের একটি নীতি তত্ত্ব উল্লেখ করুন?
  • জয়েন দর্শনে জয়ের অপর নাম কি বলা হয়?
  • পার্শ্বা নাথ ছিলেন কে?
  • প্রত্যক্ষ একমাত্র প্রমাণ উক্তিটি কোন দার্শনিক সম্প্রদায়ের প্রত্যক্ষ একমাত্র প্রমাণ। উক্তিটি কার ছিল?
  • চার্বারকরা কয়টি মহা ভূতের কথা বলেছেন?
  • চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  • ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  • যোগ দর্শনের প্রবর্তক বলা হয় কাকে?
  • মায়াবাদ কাকে বলে?
  • পরম পুরো সার্থক কয়টি এবং কি কি?
  • কর্মবাদের সাথে আর কোন মতবাদ জড়িত?
  • ভারতীয় দর্শনের মৌলিক ধারণা গুলো লিখুন।
  • ভারতীয় দর্শনের বিরুদ্ধে আনিত যেকোনো দুটি অভিযোগের নাম লিখুন।
  • ভারতীয় দর্শন এর যুগ কয়টি এবং কি কি?
  • ভারতীয় দর্শন এর প্রধান দুটি সম্প্রদায়ের নাম লিখুন।

খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা। আর সেই সঙ্গে অনুষ্ঠিত হবে এই বিষয়ের পরীক্ষাটি। অনেকের কাছে এই পরীক্ষাটি বেশ জটিল মনে হয়ে থাকে। এজন্য তারা বিভিন্ন ধরনের টিউশন প্রাইভেটের পাশাপাশি সাজেশনগুলো খুঁজতে শুরু করে।

কোন না কোন সাজেশন থেকে অনেক প্রশ্ন কমন পড়ে থাকে এ পরীক্ষাতে। আর আমাদের এই সাজেশনটি তৈরি করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল স্বনামধন্য প্রফেসরদের দ্বারা। এ বিষয়ে দক্ষ এবং নিয়মিত শিক্ষার্থীদেরকে পড়িয়ে থাকে। শুধু তাই নয় এখানে রয়েছে বিগত সালের সকল প্রশ্ন এবং প্রত্যেক অধ্যায় থেকে কমন কোন প্রশ্ন হলো। একজন মেধাবী শিক্ষার্থী প্রশ্ন ব্যাংক হিসেবে পড়তে পারে আবার একজন কম মেধাবী শিক্ষার্থী শর্ট সিলেবাস হিসেবে করে নিতে পারে।

অনার্স ২য় বর্ষ সামাজিক নীতি ও পরিকল্পনা সাজেশন | Social Policy & Planning suggestion 2023

একজন কম মেধাবী শিক্ষার্থী শর্ট সিলেবাস হিসেবে বইটি পড়ে তাহলে তার পাশ নম্বর পাবে এবং আরো ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে। তাই শিক্ষার্থীদের অনুরোধ করবো অবশ্যই আমাদের এই সাজেশনটি পড়ে নেওয়ার এবং পরীক্ষার প্রিপারেশন আরো একধাপ এগিয়ে নিতে। প্রয়োজনে বন্ধুবান্ধবদেরকে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য এটি শেয়ার করে দিন।

খ বিভাগ ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় সাজেশন

  • বৌদ্ধ দর্শন ঈশ্বরের স্বরূপ কি?
  • বৌদ্ধ দর্শনে অনাত্মবাদ বলতে কি বুঝায়?
  • বৌদ্ধ দর্শনে কর্মবাদ বলতে কি বুঝায়?
  • নির্বাণের স্বরূপ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন।
  • জৈন নীতিশাস্ত্রের সংক্ষিপ্ত বিবরণ দিন।
  • জৈন মতে দ্রব্য কাকে বলে?
  • জৈন দর্শনে স্যাদবাদ কি তা সংক্ষেপে লিখুন।
  • জয় নীতি শাস্ত্রীয় সংক্ষিপ্ত পরিচয় দিন।
  • প্রত্যক্ষণের একমাত্র উৎস। দর্শন অনুযায়ী ব্যাখ্যা করুন।
  • চার্বাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কেন?
  • চার্বাক শব্দটির উৎপত্তি ব্যাখ্যা করুন।
  • ভারতীয় দর্শনের সাথে পাশ্চাত্য দর্শনের পার্থক্য লিখুন।
  • ভারতীয় দর্শন কি হিন্দু? এ সম্পর্কে আলোচনা করুন।
  • ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য সমূহ লিখুন।
  • চার্বাক দর্শনকে লোকায়িত দর্শন বলার কারণ ব্যাখ্যা করুন।

গ বিভাগ ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় সাজেশন

  • মহাযান এবং হিনযান সম্প্রদায়ের মতবাদ আলোচনা করুন।
  • বৌদ্ধ দর্শনে নির্বাণ বলতে কি বুঝানো হয়?
  • বৌদ্ধ অনাত্ববাদ সমালোচনা সমালোচনা করুন।
  • বুদ্ধের দার্শনিক তত্ত্বটি হিসাবে আলোচনা করুন।
  • বৌদ্ধ অনাত্ববাদ সমালোচনা করুন।
  • বৌদ্ধ দর্শন অনুসারে অনিত্যবাদ আলোচনা করুন।
  • জৈন নিরীশ্বরবাদ সম্পর্কে ব্যাখ্যা করুন।
  • জৈন দর্শনে দ্রব্য সম্পর্কে ধারণা ব্যাখ্যা করুন।
  • জৈন দর্শন হতে আত্মার সম্পর্কে তোমার কি ধারণা হয় ব্যাখ্যা করুন।
  • চার্বাক দর্শন কি? চার্বাক নীতিবিদ্যা সম্পর্কে আলোচনা করুন।
  • নির্বারণের স্বরূপ সম্পর্কিত মতবাদগুলো আলোচনা করুন।
  • নির্বাণ লাভের উপায় গুলো ব্যাখ্যা করুন।
  • চার্বাক দর্শন কি এবং চার্বাক অধিবিদ্যা সম্পর্কে আলোচনা করুন।
  • বৌদ্ধ দর্শনে বাস্তববাদী ধারার একটি বিবরণ দিন।
  • চার্বাক জড়বাদের এবং পাশ্চাত্য জড়বাদের তুলনামূলকভাবে আলোচনা করুন।
  • ভারতীয় দর্শনের মোক্ষ্য সাধনার পথ গুলো কি কি?
  • ভারতীয় দর্শনের কর্মবাদ সম্পর্কে আলোচনা করুন।
  • ভারতীয় দর্শনের সাথে পাশ্চাত্য দর্শনের সম্পর্কে আলোচনা করুন।
  • ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য গুলো আলোচনা করুন।
  • ভারতীয় দর্শনে ঈশ্বর সম্পর্কে বিভিন্ন মতবাদ গুলো লিখুন।

অনার্স ২য় বর্ষ ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় সাজেশন‌ ব্যতীত আরো অন্যান্য ডিপার্টমেন্টের এবং বর্ষের সকল সাজেশন পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে ‌থাকুন। সকল শ্রেণীর পিডিএফ ফাইল পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করুন।

অনার্স ২য় বর্ষ প্রারম্ভিক নৃবিজ্ঞান সাজেশন ২০২৩ | Introductory Anthropology suggestion

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button