অনার্স ২য় বর্ষ প্রারম্ভিক নৃবিজ্ঞান সাজেশন ২০২৩ | Introductory Anthropology suggestion

অনার্স ২য় বর্ষ প্রারম্ভিক নৃবিজ্ঞান সাজেশন ২০২৩ ( Introductory Anthropology suggestion ) নিয়ে হাজির হয়েছি আজকে আমরা। আজকের এই আর্টিফাইলের মাধ্যমে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা উক্ত বিষয়ের উপর পরিপূর্ণ সাজেশন শর্ট সিলেবাস ‌পেয়ে যাচ্ছেন। তাদের এই বিষয়টি রয়েছে তারা অবশ্যই আমাদের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিবেন।

সাজেশন একজন শিক্ষার্থীর সবসময় সহায়ক বই হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। যখন একজন শিক্ষার্থী তার পাঠ্যপুস্তক বই পড়ে তখন সে মূল জ্ঞান অর্জন করে থাকে। এর বাইরের জ্ঞান অর্জন করার প্রয়োজন রয়েছে। কারণ পরীক্ষাতে শুধুমাত্র উত্তর লিখলে হয় না বরং উত্তর গুলো সাজানো গোছানো হতে হয়। পরীক্ষায় বই থেকে হুবহু প্রশ্ন কম পড়ে থাকে না। এগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন করা হয়।

প্রশ্ন করার নমুনাগুলো পেয়ে যাবেন আমাদের এই সাজেশন। অর্থাৎ সাজেশন এর মাধ্যমে একজন শিক্ষার্থী জানতে পারে আগামী পরীক্ষায় কিভাবে শিক্ষার্থীদের জন্য প্রশ্ন করা হচ্ছে এবং কোন কমন‌ সকল প্রশ্ন গুলো। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত একবার হলেও এর সাজেশনটি পড়ে নেওয়া। দেখা যায় যারা সাজেশন পড়ে এবং যারা পড়ে না তাদের থেকে তুলনামূলকভাবে অনেক ভালো ফলাফল করে থাকে।

অনার্স ২য় বর্ষ নৃ-বিজ্ঞান পরিচিতি সাজেশন | Introduce to Anthropology suggestion

আপনি একটু খেয়াল করে দেখবেন যারা মেধাবী শিক্ষার্থী এবং পরীক্ষায় ভালো ফলাফল করে তারা বেশ কয়েকটি সাজেশন অনুসরণ করে থাকে। সাজেশন থেকে ২০০ টি প্রশ্ন করা হলে প্রায় ৬০ থেকে ৭০ নম্বর কমন থাকে। তাহলে বুঝতে পেরেছেন সাজেশন পড়া কতটা গুরুত্বপূর্ণ। আর যারা এ বিষয়ে আগামীতে পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য এই আর্টিকেলটি সবচেয়ে বেশি দরকারি।

অনার্স ২য় বর্ষ প্রারম্ভিক নৃবিজ্ঞান সাজেশন ২০২৩ | Introductory Anthropology suggestion

আর দেরি না করে এখনি আমাদের এই সাজেশন এবং আপনার প্রিপারেশন ধাপকে আরো একধাপ এগিয়ে নিয়ে যান। এর উপরে নির্ভর করবে আপনার পরবর্তী ভবিষ্যৎ। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি এই সাজেশন গুলো। প্রয়োজন রয়েছে তারা অবশ্যই ফ্রিতে সাজেশন করবেন এবং অন্যদেরকে পড়ার সুযোগ করে দিবেন।

ক বিভাগ

  • জুম চাষ কাকে বলে?
  • টোটেম বলতে কি বুঝেন?
  • আদিম সমাজে কয় ধরনের রাজনৈতিক সংগঠন ছিল?
  • অবাধ যৌনাচার ধারণাটি কার ছিল?
  • মর্গানের মত অনুসারে মানুষ সমাজের বিবর্তনের ধাপ কয়টি?
  • জীবন্মাশ কি?
  • ব্যান্ড কাকে বলে?
  • টোটেম এবং ট্যাবু কি?
  • সম্পত্তি হচ্ছে চৌবৃত্তির ফল। উক্তিটি কার?
  • প্রত্নতত্ত্ব বলতে কি বুঝেন?
  • শামান কাকে বলে?
  • নৃবিজ্ঞান হচ্ছে মানুষ এবং তার সংস্কৃতির বৈজ্ঞানিক অধ্যায়ন। উক্তিটি কার?
  • আধুনিক নৃবিজ্ঞানের জনক কে ছিল?
  • ব্যক্তিত্ব বলতে কি বুঝায়?
  • এমিক দৃষ্টিভঙ্গি লিখুন।
  • স্বজাতিক কেন্দ্রিকতা কি?
  • যাদু বিদ্যা কাকে বলে?
  • পরিবার গঠনের পূর্ব শর্ত লিখুন।
  • গোত্র কাকে বলে?
  • মনা কি?
  • মিথ বলতে কি বুঝেন?
  • জীবন ছিল হয় ভুরিভোজ নয় উপবাস। কথাটি কে বলেছেন?
  • The golden Bough গ্রন্থটি কে রচনা করেন?
  • নৃবিজ্ঞানের প্রধান শাখা গুলো লিখুন।
  • The primitive Culture কে রচনা করেন?
  • পোর্টল্যাচ কাকে বলে?
  • কুলারিং বলতে কি বুঝায়?
  • মাতৃ প্রধান পরিবারে বাংলাদেশের কোন সমাজে দেখা যায়?
  • সরোরেট কি?
  • নব্য বিবর্তনবাদ বলতে কি বুঝেন?
  • Ethnology শব্দের অর্থ কি?
  • নৃ‍বিজ্ঞান হল মানুষ এবং তার সংস্কৃতির পাঠ। উক্তিটি কার?

খ‌ বিভাগ প্রারম্ভিক নৃবিজ্ঞান সাজেশন ২০২৩

  • সাংস্কৃতিক আপেক্ষিকতাবাদ বলতে কি বুঝেন?
  • সাংস্কৃতিক নৃবিজ্ঞানের সংজ্ঞা দিন।
  • এটিক অ্যাপ্রচ এবং এমিক অ্যাপ্রচ বলতে কি বুঝায়?
  • স্বজাতি কেন্দ্রিকতা বলতে কি বুঝেন?
  • উপজাতীয় রাজনৈতিক সংগঠনের উপাদান গুলো লিখুন।
  • কুলারিং কাকে বলে?
  • জ্ঞাতি সম্পর্কে ধারণা দিন?
  • জুম চাষ কাকে বলে?
  • সংক্ষেপে নৃবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করুন।
  • শামান কি?
  • মাতৃতান্ত্রিক এবং পিতৃতান্ত্রিক পরিবারের সংজ্ঞা দিন।
  • বিনিময় এবং বন্টন ব্যবস্থা বলতে কি বুঝেন?
  • প্রত্যেক্ষ অংশগ্রহণ পদ্ধতি বলতে কি বুঝেন?
  • প্রত্নতত্ত্ব কি?
  • সাংস্কৃতিক নৃবিজ্ঞান বলতে কি বুঝেন?
  • ব্যক্তি এবং সংস্কৃতির মধ্যে সম্পর্ক লিখুন।
  • স্বজাতি কেন্দ্রিকতা বলতে কি বুঝায় ব্যাখ্যা করুন।
  • টোটেম এবং ট্যাবু কি?
  • ব্যাপ্তি বাদ কাকে বলে?
  • কাঠামোগত ক্রিয়াবাদ কি?
  • ক্রিয়া বাদ এবং বিবর্তনবাদ মধ্যে সম্পর্ক লিখুন।

গ বিভাগ প্রারম্ভিক নৃবিজ্ঞান সাজেশন ২০২৩

  • অর্থনীতির সংজ্ঞা দিন এবং আদিম সমাজে খাদ্য সংগ্রহের কৌশল বর্ণনা করুন।
  • আধুনিক বিশ্বের নৃতাত্ত্বিক গবেষণায় সমসাময়িক সমস্যা গুলো আলোচনা করুন।
  • সামাজিক নিয়ন্ত্রণে ধর্মের ভূমিকা ব্যাখ্যা করুন।
  • খাদ্য সংগ্রহ অর্থনীতি ও খাদ্য উৎপাদন অর্থনীতির মধ্যে পার্থক্য দেখান।
  • এল এইচ মর্গান এর পরিবারের বিবর্তনের তত্ত্বটি আলোচনা করুন।
  • একটি স্বতন্ত্র বিষয় হিসাবে নৃবিজ্ঞানের বিকাশ এবং উদ্ভব আলোচনা করুন।
  • জ্ঞাতি সম্পর্কে বাংলাদেশের সমাজ ব্যবস্থার আলোচনা করুন।
  • উপজাতীয় রাজনৈতিক সংগঠনের উপাদানসমূহ বর্ণনা করুন।
  • সাংস্কৃতিক পরিবর্তন বলতে কি বুঝেন এবং এর কারণগুলো লিখুন।
  • ব্যক্তিত্বের উপর সংস্কৃতি প্রভাব আলোচনা করুন।
  • ধর্ম এবং যাদুবিদ্যার মধ্যে পার্থক্য আলোচনা করুন।
  • আদিম সমাজের জীবন ছিল ভুরিভোজ না হয় উপবাস। কথাটি ব্যাখ্যা করুন।
  • জ্ঞাতি সম্পর্ক সম্বন্ধীয় মর্গানের তথ্যটি আলোচনা করুন।
  • রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে রবার্ট লোইয়ের তত্ত্বটি আলোচনা করুন।
  • উদাহরণসহ ক্রিয়া বাদ এবং বিবর্ত বাদের মধ্যে পার্থক্য নির্দেশনা করুন।
  • পরিবারের বিবর্তন সম্পর্কে মর্গানের তত্ত্বটি আলোচনা করুন।
  • একটি স্বতন্ত্রবিজ্ঞান হিসেবে নৃবিজ্ঞানের বিকাশ এবং উদ্ভব আলোচনা করুন।

অনার্স ২য় বর্ষ প্রারম্ভিক নৃবিজ্ঞান সাজেশন ২০২৩ ছাড়াও আমাদের ওয়েবসাইটে নিয়মিত বিভিন্ন ধরনের সাজেশন এবং পিডিএফ গুলো আপলোড করা হয়ে থাকে। সকল ধরনের পিডিএফ এবং সাজেশন পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন এবং টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

অনার্স ২য় বর্ষ সামাজিক নীতি ও পরিকল্পনা সাজেশন | Social Policy & Planning suggestion 2023

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button