অনার্স ২য় বর্ষ অর্থায়নের নীতিমালা সাজেশন | Principal of Finance suggestion

অনার্স ২য় বর্ষ অর্থায়নের নীতিমালা সাজেশন ২০২৩ ( Principal of Finance suggestion ) নিয়ে হাজির হয়েছে আজকে আমরা। আর্টিকেলের মাধ্যমে শিক্ষার্থীরা পেয়ে যাচ্ছে ব্যবস্থা বিভাগের এই বইটি। যার বিষয় কোড হচ্ছে ২২২৬০৭. যাদের সাজেশনটি প্রয়োজন তারা আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে নিন।

এ বিষয়টি শুধুমাত্র যে শিক্ষার্থীদের শিক্ষা জীবনে প্রভাব ফেলবে তা নয়। অনেকে মনে করে পড়াশোনা শুধুমাত্র পরীক্ষার ক্ষেত্রে সীমাবদ্ধ। এমনভাবে জ্ঞান অর্জন করতে হবে যাতে শিক্ষার্থীরা তা পরবর্তী ব্যক্তিগত জীবন থেকে জাতীয় পর্যায়ে প্রভাব ফেলতে পারে। এমন ভাবেই প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষা গ্রহণ করা উচিত। যাতে করে তাদের এই শিক্ষাজীবন সারা জীবনে যে কোন কাজে কাজে লাগাতে পারে।

অনার্স ৩য় বর্ষ কোম্পানি আইন সাজেশন ২০২৩ | Company Law Suggestion

আর অর্থায়নের নীতিমালা সাজেশন হচ্ছে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য নয়। বরং এটি হচ্ছে চাকরিজীবীদের ক্ষেত্রেও। বিশেষ করে যারা এই ডিপার্টমেন্টে পড়াশোনা করে তাদের এখান থেকে অনেক প্রশ্নগুলো তাদের ইন্টারভিউতে কমন পড়ে থাকে। ভাইভা পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন করে থাকে কর্মকর্তারা। তাই একাডেমিক শিক্ষা জীবন ব্যতীত চাকরির ক্ষেত্রে এর প্রভাব ফেলতে অবশ্যই আমাদের এই সাজেশন পড়ে নিবেন।

অনার্স ২য় বর্ষ অর্থায়নের নীতিমালা সাজেশন | Principal of Finance suggestion

ক বিভাগ

  • আর্থিক বিবরণী লিখুন।
  • কয়েকটি ভুয়া সম্পত্তির উদাহরণ দিন।
  • NET 20 বলতে কি বুঝেন?
  • স্বল্প মেয়াদী অর্থসংস্থান এর সর্বোচ্চ সময় কত বছর?
  • এজেন্সি তত্ত্বের মূল বিষয়টি লিখুন।
  • কোম্পানির শেষ দাবিদার বলা হয় কাকে?
  • স্থায়ী ব্যয় বলতে কি বুঝেন?
  • পরিবর্তনশীল ব্যয় কাকে বলা হয়?
  • ঝুকি মূলধন কি?
  • কোন ধরনের শেয়ার হোল্ডার ভোটাধিকার থাকেনা?
  • অন্তর্নিহিত মুল্য কাকে বলা হয়?
  • মূল্য আয় অনুপাত বলতে কি বুঝেন?
  • সরকারি বন্ড কাকে বলে?
  • অপরিশোধযোগ্য বলতে কি বুঝেন?
  • পরিশোধযোগ্য বন্ড কাকে বলা হয়ে থাকে?
  • জামানত বিহীন ঋণ কাকে বলা হয়?
  • ঋণপত্র বলতে কি বুঝেন?
  • কল প্রিমিয়াম কাকে বলে?
  • তারল্য অনুপাত লিখুন।
  • তারল্য পছন্দ তত্ত্বটি লিখুন?
  • Rule 72 কাকে বলা হয়?
  • নেট ক্যাশ কি?
  • কার্যকরী মূলধন বলতে কি বোঝেন?
  • তারল্য অনুপাত এর অন্যান্য নাম লিখুন।
  • ঋণপত্র বলতে কি বুঝেন?
  • চলতি সম্পত্তি কাকে বলে?

অনার্স ২য় বর্ষ অর্থায়নের নীতিমালা সাজেশন পরে একজন শিক্ষার্থী দেশের অর্থায়ন ব্যবস্থা সম্পর্কে জানতে পারবে। যা একজন নাগরিক হিসেবে জানা দায়িত্ব ও কর্তব্য। সে তার নিজের ব্যক্তিগত অর্থনীতি সম্পর্কে জানতে পারবে এবং দেশের অর্থনীতি ব্যবস্থাপনার ওপর প্রভাব ফেলতে পারবে। কেননা আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশ গড়ার কারিগর।

এই সাজেশন শিক্ষার্থীদের জন্য সব সময় ফ্রিতে দিয়ে থাকি। তাই একবার হল আমাদের এই সাজেশনটি পরীক্ষার পূর্বে পড়ে যাবেন তাহলে অবশ্যই আপনার পরীক্ষাটি ভালো হবে। আমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে উক্ত বিষয়ের অভিজ্ঞতা সম্পূর্ণ সকল শিক্ষকদের দ্বারা। ইতিমধ্যে বেশ কয়েকটি পরীক্ষা দেখা গেছে আমাদের তৈরি সাজেশন থেকে প্রায় অর্ধেকের বেশি নম্বর কমন পড়ে থাকে। সুতরাং নির্দ্বিধায় আমাদের এই সাজেশনটি পড়তে পারবেন।

খ‌ বিভাগ অর্থায়নের নীতিমালা সাজেশন

  • সাধারণ শেয়ার গুণাবলী সম্পর্কে লিখুন।
  • সাধারণ শেয়ার এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন।
  • সাধারণ শেয়ার কাকে বলা হয়?
  • মেয়াদ পূর্তিতে উপার্জন হার বলতে কি বুঝেন?
  • জিরো বন্ড সম্পর্কে ধারণা দিন।
  • মূল্যায়ন সম্পর্কে লিখুন।
  • সুদের হার এবং প্রত্যাশিত আয় বলতে কি বুঝায়?
  • সরল সুদ এবং চক্রবৃদ্ধির সুদের মধ্যে পার্থক্য লিখুন।
  • চক্রবৃদ্ধি ও বাট্টা করনের মধ্যে পার্থক্য দেখান।
  • অর্থের বর্তমান এবং ভবিষ্যতের মূল্যের মধ্যে পার্থক্য দেখান।
  • অর্থের সময় মূল্য কাকে বলা হয়?
  • নগদ প্রবাহ বিবরণী বলতে কি বুঝেন?
  • নগদান বাজার তৈরির ধাপগুলো লিখুন।
  • নগদ বাজেট প্রস্তুতের ভাবসমূহ সংক্ষেপে বর্ণনা করুন।
  • নগদ প্রবাহের বিবরণী তৈরীর উদ্দেশ্য গুলো লিখুন।
  • নগদ বাজেট কাকে বলা হয়?
  • অনুপাত বলতে কি বুঝেন?
  • আর্থিক বিবরণী বিশ্লেষণ কাকে বলে?
  • মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণের মধ্যে পার্থক্য দেখান।
  • একজন আর্থিক ব্যবস্থাপকের তার লক্ষ্য অর্জনের কি কি সিদ্ধান্ত গ্রহণ করতে হয়?
  • ফার্মের লক্ষ্য এবং আর্থিক ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক দেখান।
  • আর্থিক সিদ্ধান্তের উপর বিস্তারকারী উপাদানগুলো সম্পর্কে আলোচনা করুন।
  • মূলধন বাজার‌ এবং মুদ্রা পাথরের মধ্যে পার্থক্য দেখান।
  • কর্পোরেট সিদ্ধান্ত আলোচনা করুন।
  • একজন আর্থিক ব্যবস্থাপকের দুইটি কাজ লিখুন।
  • হিসাববিজ্ঞান এবং অর্থসংস্থানের মধ্যে পার্থক্য লিখুন।
  • অর্থায়ন কাকে বলে?
  • ব্যবসা ক্ষেত্রে অর্থায়নের ভূমিকা লিখুন।

গ বিভাগ অর্থায়নের নীতিমালা সাজেশন

  • মূলধন ব্যয়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আলোচনা করুন।
  • মূলধনের প্রান্তিক ব্যয় কাকে বলা হয়?
  • ভগ্ন বিন্দু নির্ণয়ের সূত্রটি লিখুন।
  • সাধারণ শেয়ারের মাধ্যমে অর্থসংস্থানের সুবিধা এবং অসুবিধা গুলো আলোচনা করুন।
  • নতুন সাধারণ শেয়ার এবং সংরক্ষিত আয়ের আলোচনা করুন।
  • অগ্রাধিকার শেয়ারের সুবিধা এবং অসুবিধা আলোচনা করুন।
  • গড় উপার্জন হার পদ্ধতির সুবিধা এবং অসুবিধা দেখান।
  • অগ্রাধিকার শেয়ারের সঙ্গে প্রদান করুন।
  • গড় উপার্জন হওয়ার পদ্ধতি সুবিধা এবং অসুবিধা আলোচনা করুন।
  • অবচয় ধার্যের চারটি পদ্ধতি আলোচনা করুন।
  • মূলধন বাজেটিং এর পদ্ধতি গুলোর মধ্যে কোনটি সর্ব শ্রেষ্ঠ ও কেন?
  • মূলধন বাজেটিং এবং মূলধনের মধ্যে পার্থক্য রেশনিং এর মধ্যে পার্থক্য দেখান।
  • গড় হার উপার্জন পদ্ধতি কাকে বলা হয়?
  • নিট বর্তমান মূল্য এবং অভ্যন্তরীণ উপার্জন হারের মধ্যে পার্থক্য দেখান।
  • গড় উপার্জন পদ্ধতি কাকে বলা হয়?
  • বন্ডের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করুন।
  • অর্থের সময় পছন্দনীয়তার কারণ গুলো লিখুন।
  • বিভিন্ন প্রকার বার্ষিক বৃত্তি ব্যাখ্যা করুন।
  • অর্থের সময় মূল্যের উদ্দেশ্য আলোচনা করুন।
  • আর্থিক পরিকল্পনা সম্পর্কে ব্যাখ্যা করুন।
  • অনুপাত বিশ্লেষণের ক্ষেত্রে সীমাবদ্ধতা কি কি?
  • আর্থিক প্রতিষ্ঠান বলতে কি বুঝেন এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রকার সম্পর্কে আলোচনা করুন।
  • অর্থসংস্থানের কার্যকরী সম্পর্কে লিখুন।
  • অর্থাৎ কি এবং অর্থায়নের শ্রেণীবিভাগ গুলো দেখান।

অনার্স ২য় বর্ষ অর্থায়নের নীতিমালা সাজেশনসহ ( Principal of Finance suggestion ) সকল ধরনের সাজেশন এবং সকল শ্রেণীর পিডিএফ ফাইলগুলো পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। আর পিডিএফ ফাইলগুলো সবার আগে পেতে এটা টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

অনার্স ৩য় বর্ষ বিজ্ঞান ও প্রসার সাজেশন ২০২৩ | Science and Extension Suggestion

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button