রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থা সাজেশন | Political Organization & Political Systems of UK & USA

আজকের আর্টিকেলের আলোচনা বিষয় হচ্ছে রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থা ( Political Organization & Political Systems of UK & USA )সম্পর্কে। এই বিষয়ের বিষয় কোড হচ্ছে ২২১৯০৯। যে সকল শিক্ষার্থীদের এই বই রয়েছে তারা দ্রুত আমাদের এই সাজেশনটি পড়ে নিতে পারেন।

অনার্স ২য় বর্ষ ‌রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থা সাজেশন | Political Organization & Political Systems of UK & USA

ক বিভাগ

  • মার্কিন সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যা কর্তা কে?
  • মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল কোনটি?
  • মার্কিন সিনেটের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হন?
  • কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কি?
  • ভেটো মানে কি?
  • মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
  • Sovereignty শব্দের উৎস কোনটি?
  • Demos শব্দের অর্থ কি?
  • ফ্যাসীদের জনক কাকে বলা হয়?
  • রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটিকে বলা হয়?
  • পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোনটি?
  • Modern constitution বইয়ের লেখক কে?
  • ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয় কত সনে?
  • সংবিধানের তিনটি উৎসের নাম লিখুন।
  • মার্কিন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়ে থাকে?
  • কত খ্রিস্টাব্দে মার্কিন সংবিধান গৃহীত হয় এবং তার রচিত হয়?
  • লর্ড সভায় সভাপতিত্ব কে করেন?
  • ব্রিটিশ আইনসভা কয় কক্ষ বিশিষ্ট?
  • বৃটেনের বর্তমান প্রধানমন্ত্রী কে?
  • ব্রিটেনের সর্বোচ্চ আদালতের নাম কি?
  • কখন ব্রিটিশ পার্লামেন্ট অধিকার বিল প্রণীত হয়েছিল?
  • বৃটেনের সর্বোচ্চ আদালত বলা হয় কোনটিকে?
  • জনমতের তিনটি বাহনের নাম লিখুন।
  • সরকারের অজ্ঞসমূহ কি কি?

অনার্স ২য় বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস ২ সাজেশন ২০২৩ | History of Bengali Literature suggestion

খ বিভাগ রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থা

  • নিয়ম তান্ত্রিক রাজতন্ত্র বলতে কী বোঝানো হয়?
  • এরিস্টটল কিভাবে সরকারের শ্রেণীবিভাগ করেছে?
  • সাংবাদিক সরকার কি?
  • সংবিধানের সংজ্ঞা দিন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রে Spoil system কি?
  • মার্কিন সিনেট পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয় কেন?
  • সিনেটের সৌজন্য বলতে কি বুঝানো হয়?
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণের গুরুত্ব লিখুন।
  • ব্রিটিশ প্রথা কয় প্রকার ও কি কি?
  • প্রথা কাকে বলা হয়?
  • ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ লিখুন।
  • জনমতের মাধ্যম গুলো আলোচনা করুন।
  • চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলা হয় কাকে?
  • রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো লিখুন।
  • আইন সভার ক্ষমতা হ্রাসের কারণ সমূহ আলোচনা করুন।
  • বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝেন?
  • নির্বাচক মন্ডলী কি?
  • গণতন্ত্র ও একনায়ক তন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করুন।
  • গণতন্ত্রের সফলতার শর্তাবলী কি কি সংক্ষেপে লিখুন।

অনার্স ৪র্থ বর্ষ ই-ব্যাংকিং ও ই-কমার্স সাজেশন | E-Banking and E-Commerce suggestion

গ রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থা |

  • মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রেক্ষাপট অনুসারে বিচার বিভাগের স্বাধীনতা ব্যাখ্যা করুন।
  • যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও বৃটেনের কমন্স সবার মধ্যে তুলনামূলক আলোচনা করুন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী তুলনামূলকভাবে আলোচনা করুন।
  • মার্কিন সংবিধান ও বৃটেনের সংবিধানের মধ্যে পার্থক্য আলোচনা করুন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ এবং ভারসাম্য নীতির প্রয়োগ কার্যকারিতা বর্ণনা করুন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণ সমালোচনা করুন।
  • কমন্স সবার ক্ষমতা, গঠন এবং কার্যাবলে আলোচনা করুন।
  • ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করুন।
  • প্রথা বলতে কি বোঝেন এবং বৃটেনের রাজনৈতিক ব্যবস্থার কথা কেন মান্য করা হয় তা দেখান।
  • ব্রিটিশ সংবিধানের উৎস সমালোচনা করুন।
  • বিরোধীদল কাকে বলা হয় এবং আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা করুন।
  • নির্বাচক মন্ডলী সরকারের চতুর্থ অঙ্গ বলার কারণ সমালোচনা করুন।
  • নির্বাচক মন্ডলীর সংজ্ঞা দিন। আধুনিক রাষ্ট্রে নির্বাচক মন্ডলীর ভূমিকা দেখান।
  • ক্ষমতা পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, বাঞ্ছনীয় নয়। কথাটি ব্যাখ্যা কর।
  • যুক্তরাষ্ট্রীয় সরকার গঠনের পূর্ব শর্ত আলোচনা করুন।
  • মন্ত্রিপরিষদ শাসিত সরকার কাকে বলা হয় এবং এর দোষ গুণ আলোচনা করুন।
  • সাংবিধানিক সরকারের সংজ্ঞা দিন এবং সাংবিধানিক সরকারের বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • উত্তম সংবিধানের বৈশিষ্ট্য দেখান।

রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থা সাজেশন ব্যতীত আরও অন্যান্য বর্ষের এবং ডিপার্টমেন্টের সাজেশন গুলো পেতে আমাদের সঙ্গে থাকুন

অনার্স ৪র্থ বর্ষ বিনিয়োগ ব্যবস্থাপনা সাজেশন ২০২৩ | Investment management suggestion

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button