অনার্স ১ম বর্ষ স্পেনে মুসলমানদের ইতিহাস সাজেশন | History of the Muslim in Spain suggestion

অনার্স ১ম বর্ষ স্পেনে মুসলমানদের ইতিহাস সাজেশন ( History of the Muslim in Spain suggestion ) নিয়ে আলোচনা করা হচ্ছে আজকের এই আর্টিকেলে। যারা ইসলামিক ইতিহাস নিয়ে পড়াশোনা করে তাদের জন্য আজকের এই সাজেশনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এই আর্টিকেলের মাধ্যমে তারা উক্ত বিষয়ের উপর পরিপূর্ণ একটি সাজেশন এবং গাইডলাইন পেয়ে যাচ্ছে।

অনেকেই মনে করে অনার্সের স্পেনে মুসলমানদের ইতিহাস বিষয়টি অত্যন্ত সহজ। কিন্তু এটি মোটেও সঠিক নয়। শিক্ষার্থীদের কাছে এ বিষয়টি অনেক জটিল মনে হয়। কারণ এর মাধ্যমে পড়তে হয় ইতিহাস যেখানে রয়েছে বিভিন্ন রাজা-বাদশাদের কাহিনী এবং তাদের শাসনামলের সাল। যা অনেকের পক্ষে মনে রাখা প্রায় অসম্ভব হয়ে যায়। পুরো বই শেষ করতে অনেকের সময় লেগে যায়।

অনার্স ১ম বর্ষ বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সংগঠন সাজেশন ২০২৩ | Political Institutions And Organizations of Bangladesh

তবে শিক্ষার্থীরা যদি আমাদের সাজেশনটি পড়ে তাহলে এখান থেকে অনেক প্রশ্ন তারা কমন করতে পারে। এছাড়া যে সকল শিক্ষার্থী কম মেধাবী তারা এটি শর্ট সিলেবাসের সাথে পড়ে নিতে পারেন। আমাদের এখানে দেওয়া ১০০ থেকে ১৫০ টি প্রশ্ন পড়লে আপনার পাশ নম্বর উঠবে এটা অনেকটা নিশ্চিত। যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারেননি কাজের চাপের কারণে সে সকল শিক্ষার্থী অবশ্য আমাদের এই সাজেশনটি একবার হলেও করে নিন।

স্পেনে মুসলমানদের ইতিহাস সাজেশন | History of the Muslim in Spain suggestion

ক বিভাগ

  • মরিসকো কাদের বলা হয়?
  • বনু জিরি বংশ কে প্রতিষ্ঠা করে?
  • গ্রানাডার শেষ মুসলিম শাসক বলা হয় কাকে?
  • স্পেনে উমাইয়া খেলাফত শাসন প্রতিষ্ঠা হয় কত সালে?
  • ওমর বিন হাফসুন স্পেনে কয়জন উমাইয়া খিলাফতের বিরুদ্ধে সংঘর্ষে যুক্ত হয়েছিলেন।
  • ধর্মান্ধ আন্দোলনে নেত্রী ফ্লোরা সাথে কার প্রেমের সম্পর্ক হয়ে গেছিল।
  • কাদেরকে মুয়াল্লাবাদ বলা হত?
  • খোজা নাসের কে?
  • সুলতানা তারুবের প্রধান সহযোগীর ষড়যন্ত্রকারীর নাম কি ছিল?
  • সুলতানা তারুব কার স্ত্রী ছিলেন?
  • ইয়াহিয়া বিন ইয়াহিয়া কার শিষ্য ছিল?
  • কর্ভোভা জামে মসজিদ নির্মাণ করেন কে?
  • কুরাইশদের বাজপাখি বলা হত কাকে?
  • মাসারাহা যুদ্ধে পরাজিত হয়েছিলেন কে?
  • কত সালে স্পেনের স্বাধীন আমিরাতের সূচনা ঘটে?
  • টুরস যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?
  • স্পেনের পরাধীন আমি রাতের সময়কাল কত বছর ছিল?
  • তারিক বিন জিহাদ ছিলেন কে?
  • জাবালুত তারিক বলতে কি বুঝেন?
  • মুসলমানরা সর্বপ্রথম কখন স্পেন জয় করেন?
  • সিউটা কোথায় অবস্থিত?
  • কাউন্ট জুলিয়ান ছিলেন কে?
  • মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের রাজধানীর নাম কি ছিলো?
  • স্পেন এবং ফ্রান্সকে পৃথক করেছে কোন পর্বত?
  • কাদের সার্ফ বলা হয়?

আর হ্যাঁ, অনার্স ১ম বর্ষ স্পেনে মুসলমানদের ইতিহাস সাজেশন শিক্ষার্থীদের দিচ্ছে একদম ফ্রিতে। যার মাধ্যমে একজন শিক্ষার্থী খুব সহজেই সহজভাবে ফ্রিতে সাজেশন করতে পারবে। প্রত্যেক ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য সাজেশন একটি গুরুত্বপূর্ণ সহায়ক বই। কারণ এই বইয়ের মাধ্যমে তাদের পাঠ্যপুস্তক জ্ঞানের পাশাপাশি আরো অন্যান্য জ্ঞান বৃদ্ধি পাবে এবং পরীক্ষার সম্পর্কে ধারণা পাবে।

অনেকে হয়তোবা ভুলে থাকবে সাজেশন হচ্ছে কম মেধাবী শিক্ষার্থীদের জন্য। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। সাজেশন হচ্ছে সকল ক্যাটাগরি শিক্ষার্থীদের জন্য। একজন কম মেধাবী শিক্ষার্থী এটি শর্ট সিলেবাস হিসেবে পড়ে ভালো ফলাফল করতে পারেন। আর একজন মেধাবী শিক্ষার্থী প্রশ্ন ব্যাংক আকারে পড়ে আরও বেশি নাম্বার পেতে পারেন। তাই আপনি যেখান থেকে পারেন অবশ্যই বিভিন্ন ধরনের সাজেশন গুলো ফলো করবেন।

খ বিভাগ স্পেনে মুসলমানদের ইতিহাস সাজেশন

  • মুর সভ্যতার সম্পর্কে একটি টীকা লিখুন।
  • মুর কাদেরকে বলা হয়?
  • বোয়াদিল সম্পর্কে একটি টীকা লিখুন।
  • গ্রানাডার বনু জিরি বংশের অবদান লিখুন।
  • আল জাহারা প্রাসাদের উপর একটি টীকা লিখুন।
  • হাজীব আল মনসুরকে কার্যত শাসক বলা হতো কেন?
  • ওমর বিন হাফসুন কে?
  • ওমর বিন হাফসুন একজন বিতর্কিত নেতা কেন ছিলেন?
  • ধর্মান্ধ আন্দোলনের প্রধান কারণ গুলো আলোচনা করুন।
  • ধর্মান্ধ আন্দোলনের উপর একটি টীকা লিখুন।
  • ধর্মান্ধ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দিন।
  • দি‌ডে অফ দি ডিচ মানে কি?
  • ফকিহদের সাথে প্রথম হাকামের সম্পর্ক আলোচনা করুন।
  • শার্লি ম্যান এর পরিচয় দিন।
  • আব্দুর রহমান আল গাফিকি সম্পর্কে লিখুন।
  • স্পেন মুসলমানদের সাফল্য এর কারণগুলো লিখুন।
  • মুসা বিন নুসাইর সম্পর্কে লিখুন।
  • মুসলিম বিজয়ের আগে স্পেনের সামাজিক অবস্থার বর্ণনা দিন।
  • আইবিয়ান উপদ্বীপের ভৌগোলিক অবস্থান উল্লেখ করুন।

গ বিভাগ স্পেনে মুসলমানদের ইতিহাস সাজেশন

  • মুরা বিতুন কাদের বলা হয়?
  • কর্ডোভার পরিচয় দিন।
  • স্পেনে স্থাপত্য এবং জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে মুসলমানদের অবদান মূল্যায়ন করুন।
  • স্পেনে মুসলিম সভ্যতা এবং সংস্কৃতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন।
  • গ্রানাডার বনু নাসুরি বংশের উত্থান পতন আলোচনা করুন।
  • মুরা বিতুন শাসনামলের বর্ণনা দিন।
  • মূলক আল তাওয়াফ বলতে কি বুঝেন?
  • স্পেন উমায়া শাসনের পতনের কারণসমূহ ব্যাখ্যা করুন।
  • প্রথম হাকিমের শাসনামলের ফকিহ এবং নও মুসলিম বিদ্রোয়ের কারণ ব্যাখ্যা করুন।
  • শাসক এবং শিক্ষা সংস্কৃতির পাঠ্যপুস্তক হিসাবে দ্বিতীয় আব্দুর রহমানের কৃতিত্ব মূল্যায়ন করুন।
  • শাসক হিসাবে আব্দুর রহমানের কৃতিত্ব বিচার করুন।
  • আমের দ্বিতীয় আব্দুর রহমান কিভাবে চার ব্যক্তির উপর প্রভাব ফেলেছেন তা পর্যালোচনা করুন।
  • স্পেনে উমাইয়া আমি রাতের সদৃঢ়ীকরণ এর কৃতিত্ব মূল্যায়ন করুন।
  • টুরস যুদ্ধের কারণ, ফলাফল ব্যাখ্যা করুন।
  • তারিক বিন জিহাদ এবং মুসা বিন নুসারের কর্তৃত্ব স্পেনের বিজয়ের ঘটনা লিখুন।
  • প্রাক্কালে স্পেনের রাজনৈতিক এবং ধর্মীয় অবস্থার বিবরণ দিন।
  • মুসলিম শাসনাধীন কালে স্পেনের ইতিহাস উৎস সম্পর্কে একটি বিবরণ লিখুন।

অনার্স ১ম বর্ষ স্পেনে মুসলমানদের ইতিহাস সাজেশনসহ সকল ডিপার্টমেন্টের সাজেশন পেতে আমাদের ফলো করুন এবং টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি কোন কোন বই পড়বেন

অনার্স ১ম বর্ষ মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন ২০২৩ | Basic Micro Economics suggestion

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button