১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি কোন কোন বই পড়বেন

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি কোন কোন বই পড়বেন: সুপ্রিয় চাকরিপ্রত্যাশি ভাই ও বোনেরা আজকের পোষ্ট টির মাধ্যমে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ আলোচনাটি বিশ্লেষণ করলাম। ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ করা হবে এবং যারা ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন উনাদের জন্য আমাদের ব্লগের পক্ষ থেকে অগ্ৰীম preparation হিসেবে আপনারা কোন কোন বই পড়বেন , কিভাবে প্রস্তুতি নিবেন তা জানতে পারবেন আমাদের এই পোস্ট টির মাধ্যমে।

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি কোন কোন বই পড়বেন:

সাধারনত শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয় তিনটি ধাপে । প্রথমে নেওয়া হয় শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা,তারপর নেওয়া হয় শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা তারপর নিয়োগ পরীক্ষা নেওয়া হয় । তবে লিখিত পরীক্ষার মধ্যে বিষয় অনুযায়ী পরীক্ষা নেওয়া হয়।

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি:

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আবেদন করবেন তারপর আপনি আপনারা নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এখন কথা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার জন্য কোন কোন বই পড়বেন প্রথমে জানতে হবে । শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রিলিমিনারি প্রথমে দেওয়া হবে ।

প্রিলিমিনারি পরীক্ষায় ১০০ টি MCQ থাকবে ।

১০০ টি MCQ এর মধ্যে …

  • বাংলা বিষয়ের উপর …..২৫ টি প্রশ্ন থাকবে , প্রতিটি প্রশ্নের উত্তরের মান ০১
  • ইংরেজী বিষয়ের উপর …..২৫ টি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের উত্তর এর মান ০১
  • গনিত বিষয়ের উপর …….২৫ টি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের উত্তর এর মান ০১
  • সাধারন জ্ঞান থাকবে ………২৫ টি এবং এই সাধারণ জ্ঞান এর মধ্যে থাকবে , খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান , সাম্প্রতিক বিষয়াদি , আন্তর্জাতিক বিষয়াবলী , বিভিন্ন দেশের মুদ্রার নাম , ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন থাকে ।

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কোন কোন বই পড়বেন কোন কোন বিষয় খেয়াল রাখবেন:

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রথমে সব বিষয়ের উপর আপনাদের basic থাকতে হবে যেমন, বাংলা বিষয়ের উপর বিভিন্ন সাহিত্যের নাম কোন কোন সাহিত্যের কোন জন সাহিত্যিক উপন্যাস এর নাম ,কবিদের নাম পরিচয় কবি সাহিত্যিক ,উপন্যাসিক এর পরিচিতি ,জন্মের তারিখ ইত্যাদি এছাড়াও আপনাকে ক্লাস ৬ষ্ট শ্রেনী থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল পাঠ্য বই সম্পর্কে জানতে হবে ।

ইংরেজি বিষয়ের উপর আপনাকে ইংরেজি গ্ৰামার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে কেননা ইংরেজি বিষয়ের উপর যেমন, Tens , Article, Preposition, Sentence , Voice , Idioms and Phrases, ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর ভালো ধারণা থাকতে হবে কেননা ইংরেজি ভাষার উপর ইংরেজি গ্ৰামার এর ভালো ধারণা না থাকলে কিন্তু চাকরি তথা কোন কিছুতে ভালো ফলাফল করার যায়না এছাড়াও ক্লাস ফাইভ থেকে শুরু করে ক্লাস দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের তথা ইংরেজি বিষয়ের উপর ভালো জানতে হবে ।

Also Read: ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার আগস্ট মাসে

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি পর্বে থাকবে গনিত ।গনিতের সকল শ্রেনীর বই সম্পর্কে ভালো ধারণা থাকলে অবশ্যই যেকোন চাকরি পরীক্ষায় আশা প্রশ্নের উত্তর দিতে পারেন।

এছাড়াও সাধারণ জ্ঞান সম্পর্কে প্রচুর জানতে হবে , কারেন্ট ওয়ার্ল্ড ,কারেন্ট অ্যাফেয়ার্স ,নিউজ পেপার , বিসিএস এর প্রকাশনী , লেকচার ইত্যাদি অনেক চাকরির জন্য গাইড বই ও আপনার সাথে রাখতে পারেন ।তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সকল শ্রেনীর বই এর উপর । আমাদের ব্লগে ও অনেক বিষয়ের উপর শেয়ার করা হয়েছে । বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি , সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াদি , বিভিন্ন দেশের মুদ্রার নাম , ইংরেজি বিষয়ের উপর Sentence ,Tense, Voice Idioms and Phrases ইত্যাদি বিষয়ের উপর সাজেশন দেওয়া হয়েছে । এছাড়াও আমাদের সাথেই থাকবেন ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে এবং শিক্ষা বিষয়ক নতুন নতুন আপডেট পেতে।

Also Read: ১৮ তম শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি পর্ব ২০২৩

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button