অনার্স ১ম বর্ষ বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সংগঠন সাজেশন ২০২৩ | Political Institutions And Organizations of Bangladesh

অনার্স ১ম বর্ষ বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সংগঠন সাজেশন ২০২৩ ( Political Institutions And Organizations of Bangladesh ) নিয়ে আলোচনা হচ্ছে আজকের এই আর্টিকেলে। যার বিষয় কোড হচ্ছে ২১১৯০১। যে সকল শিক্ষার্থী এ বর্ষে পড়াশোনা করছে তাদের জন্য আজকের এই আর্টিকেলটি বেশি গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের মতো আজকে আমরা এ বিষয়ের সাজেশনটি হাজির হয়েছে মূলত বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সংগঠনের বিষয়ের উপর। অর্থাৎ আজকের আর্টিকেলের পুরো আলোচ্য বিষয় হচ্ছে এ বিষয়টির উপর। যেখানে থাকছে বিগত সালের সকল প্রশ্ন এবং প্রত্যেক অধ্যায়ের থেকে কমন কমন প্রশ্নগুলো। আর আমাদের এই সাজেশন থেকে পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা রয়েছে প্রায় ৮০ শতাংশ নম্বর।

অনার্স ১ম বর্ষ বাংলা ভাষার ইতিহাস এবং ব্যবহারিক বাংলা সাজেশন ২০২৩ | History of Bengali Language and Practical Bengali

আপনারা একটু খেয়াল করে দেখবেন যারা মেধাবী শিক্ষার্থী তারা কয়েকটি গাইড এবং সাজেশন গুলো অনুসরণ করে। কারণ তারা যদি চার থেকে পাঁচটা সাজেশন অনুসরণ করে থাকে তাহলে এখান থেকে প্রায় ৮০ নম্বরের উপরে কমন পড়ে পরীক্ষার্থীদের। আর যারা কম মেধাবী শিক্ষার্থী তারা সাজেশন করলে পাশ নম্বরসহ আরো ভালো ফলাফল করার সুযোগ রয়েছে। তাই দেরি না করে আমাদের সাজেশন কে শেষ পর্যন্ত পড়ে নিন এবং আপনার প্রিপারেশন কারো একধাপ এগিয়ে নিয়ে যান।

অনার্স ১ম বর্ষ বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সংগঠন সাজেশন ২০২৩ | Political Institutions And Organizations of Bangladesh

ক বিভাগ

  • Voice of the people‌ is the voice of God. এই কথাটি কে বলেছেন?
  • এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা বলা হয় কাকে?
  • রাজনৈতিক দলের শ্রেণীবিভাগ নির্ণয় করুন।
  • মন্টেস্কুর একটি বইয়ের নাম লিখুন।
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণের মতবাদটি কে তৈরি করেন?
  • বিচারপতি নিয়োগের তিনটি পদ্ধতির নাম লিখুন।
  • সরকারের অঙ্গ কয়টি?
  • Foedus শব্দের অর্থ কি?
  • কোন ধরনের সরকার ব্যবস্থা শাসন বিভাগে আইন বিভাগের নিকট দায়ী থাকেন?
  • সরকার পদ্ধতির সরকার প্রধান কে?
  • সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কাকে?
  • Demos শব্দের অর্থ কি?
  • টেকনোক্র্যাট মন্ত্রী কাদের বলা হয়?
  • সংবিধান হচ্ছে এমন একটি জীবন পদ্ধতি যারা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। এ কথাটি কে বলেছেন?
  • Natio শব্দের অর্থ কি?
  • হস্তান্তরিত আইন কাকে বলা হয়?
  • A Grammar of politics গ্রন্থ কে রচনা করেন?
  • অধিকারের সর্বশ্রেষ্ঠ বচ কোনটি?
  • ইংরেজি লিবার্টি শব্দের বাংলা প্রতিশব্দ কি?
  • হল্যান্ডের মতে আইন এর উৎস কয়টি?
  • সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কাকে বলা হয়?
  • নিজের উপর নিজের দেহ ও মনের উপর সার্বভৌম। কথাটি কে বলেছেন?
  • জন অস্টিন কোন গ্রন্থের আইনগতের সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন?
  • রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত গ্রহণযোগ্য মতবাদ কোনটিকে বলা হয়?
  • রাষ্ট্র শব্দ কে প্রথম ব্যবহার করেন?
  • রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য গুলো কি কি?
  • Polis শব্দের অর্থ কি?

আমাদের মধ্যে অনেকের প্রশ্ন হতে পারে ‌অনার্স ১ম বর্ষ বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সংগঠন সাজেশন কেন পড়বেন? এই সাজেশনটি পড়ার অন্যতম একটি কারণ হচ্ছে যাতে আপনি এ বিষয়ের উপর ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। আর আপনার ভবিষ্যতের ফলাফল যেন অনেক ভালো হয়। আর প্রথম বর্ষের শিক্ষার্থীদের অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল করা দরকার। কারণ অনার্স মোট পরীক্ষার ফলাফলের সাথে এর অনেক নম্বর যোগ হয়ে থাকে।

মূলত অনার্স হচ্ছে চার বছরের কোর্স যেখানে আলাদা আলাদা প্রতি বছর পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। আর ৪ বছরের পরীক্ষার ফলাফল এক করে মোট অনার্স ফলাফল প্রকাশ করা হয়। যাকে বলা হয় সিজিপিএ ফলাফল। এ ফলাফলের উপর নির্ভর করে তাদের একটি সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে। আর এর মাধ্যমেই সে চাকরিতে অংশগ্রহণের জন্য এবং উচ্চতা শিক্ষার জন্য ব্যবহার করতে পারে। আর অবশ্যই শিক্ষার্থীদের জন্য বেশি প্রতিযোগিতা করেন।

খ বিভাগ বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সংগঠন সাজেশন

  • সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কি বুঝানো হয়?
  • বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝেন?
  • শাসন বিভাগের ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কেন?
  • এক কেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে পার্থক্য দেখান।
  • সংসদীয় সরকারের পূর্ব শর্ত কোনটি?
  • সাংবিধানিক সরকার বলা হয় কাকে?
  • সংবিধান বলতে কি বুঝেন?
  • জাতি এবং জাতীয়তার মধ্যে পার্থক্য লিখুন।
  • কর্তব্যের সঙ্গে প্রদান করুন।
  • রাজনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝানো হয়?
  • আইন মান্য করার কারণসমূহ লিখুন।
  • আইনগত এবং রাজনৈতিক সার্বভৌমত্বের পার্থক্য দেখান।
  • রাষ্ট্রের উপাদান গুলো আলোচনা করুন।
  • রাষ্ট্র বলতে কি বুঝেন?

গ বিভাগ বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সংগঠন সাজেশন

  • সুশীল সমাজ এবং গণতন্ত্রের সম্পর্ক বিশ্লেষণ করুন।
  • জনমত গঠনের বাহনগুলো আলোচনা করুন।
  • রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য আলোচনা করুন।
  • উন্নয়নশীল দেশের আমলাতন্ত্রের কার্যাবলী আলোচনা করুন।
  • আমলা তন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন।
  • আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র বিরোধী দলের ভূমিকা আলোচনা করুন।
  • আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের কার্যাবলী দেখান।
  • আর যদি ক্লাসটা নির্বাচন মন্ডল এর ভূমিকা মূল্যায়ন করুন।
  • ক্ষমতা পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভাব্য নয় এবং কাম্য নয়। কথাটি ব্যাখ্যা করুন।
  • বর্তমান গণতান্ত্রিক শাসনব্যবস্থার শাসন বিভাগের ভূমিকা আলোচনা করুন।
  • যুক্তরাষ্ট্রীয় সরকারের সাম্প্রতিক প্রবণতা সম্পর্কে আলোচনা করুন।
  • মন্ত্রী পরিষদ শেষে তো সরকার এবং রাষ্ট্র শাসিত সরকারের মধ্যে পার্থক্য নির্দেশনা করুন।
  • একটি গণতান্ত্রিক ব্যবস্থার সফলতা শর্তাবলী আলোচনা করুন।
  • সাংবিধানিক সরকার সমস্যা এবং সীমাবদ্ধতা বর্ণনা করুন।
  • জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ এর সম্পর্ক বিশ্লেষণ করুন।
  • রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তন মূলক মতবাদ আলোচনা করুন।
  • আধুনিক রাষ্ট্রের কার্যাবলী দেখান।

অনার্স ১ম বর্ষ বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সংগঠন সাজেশন ২০২৩ ব্যতীত আরো অন্যান্য বর্ষ এবং ডিপার্টমেন্টের সকল সাজেশন পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন। আর সকল বইয়ের পিডিএফ ফাইল পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

অনার্স ১ম বর্ষ লোকপ্রশাসন পরিচিতি সাজেশন ২০২৩ | Introduce to Public Administration suggestion

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button