অনার্স ১ম বর্ষ বাংলা ভাষার ইতিহাস এবং ব্যবহারিক বাংলা সাজেশন ২০২৩ | History of Bengali Language and Practical Bengali

প্রতিবারের মতো আজকে আমরা নিয়ে হাজির হয়েছে অনার্স ১ম বর্ষ বাংলা ভাষার ইতিহাস এবং ব্যবহারিক বাংলা সাজেশন ২০২৩ ( History of Bengali Language and Practical Bengali )। আর্টিকেলের মাধ্যমে একজন শিক্ষার্থী বিশেষ করে যারা বাংলা ডিপার্টমেন্টে প্রথম বর্ষে পড়াশোনা করছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাজেশন এর পাশাপাশি আপনারা এয়ারটেলে পেয়ে যাচ্ছেন শর্ট সিলেবাস।

খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে অনার্স ১ম বর্ষ পরীক্ষা ২০২৩। আর এ বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রায় প্রথম দিকে। যারা এবারের প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবে,‌ তাদের অনেকেই এখন থেকে প্রিপারেশন নিয়ে নিচ্ছে। যারা প্রিপারেশনের দিক থেকে পিছিয়ে রয়েছেন এ বিষয়ে তারা অবশ্যই আমাদের এই সাজেশন একবার হলেও পড়ে নিতে পারেন। তাই দেরি না করে আমাদের সাজেশন অবশ্যই এখনই পড়েন নিন।

আমাদের এই সাজেশনটি তৈরি করা হয়েছে দক্ষ এবং সুনামধন্য সকল উক্ত বিষয়ের প্রফেসরদের দ্বারা। সারা প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন থেকে নিয়ে তৈরি করেছে। যার কারণে আমাদের এই সাজেশন থেকে প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।

অনার্স ২য় বর্ষ ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় সাজেশন ২০২৩। Indian Philosophy Atheistic suggestion

অনার্স ১ম বর্ষ বাংলা ভাষার ইতিহাস এবং ব্যবহারিক বাংলা সাজেশন ২০২৩ | History of Bengali Language and Practical Bengali

ক বিভাগ

  • প্রতি বর্ণীকরণ বলতে কি বুঝায়?
  • বাংলা ভাষাতে গদ্যে চলিত রীতির প্রবর্তক কে?
  • IDOM পারিপার্শিক শব্দ লিখুন।
  • পরিভাষা কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে?
  • আবশ্যকীয় ব্যয় কার্পণ্য অনুচিত। বাক্যটির শুদ্ধ প্রয়োগ লিখুন।
  • উৎকর্ষতা শব্দটির ভুল ভুলের শুদ্ধ রূপ লিখুন।
  • বিরাম চিহ্নের প্রথম সার্থক প্রয়োগ ব্যবহার করেছিলেন কে?
  • দুই বা তার অধিক শব্দ যুক্ত ব্যবহারের ক্ষেত্রে কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়?
  • বাংলা ভাষার ব্যবহৃত বিরাম চিহ্ন সংখ্যা মোট কতটি?
  • ব্যাঞ্জন সন্ধি কয় প্রকার?
  • ক্ষুধার্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ লিখুন।
  • বাংলা বর্ণমালাতে মোট মৌলিক স্বরধ্বনিগুলো লিখুন।
  • বাংলা একাডেমিতে কত সালে প্রণীত বাংলা বানানের নিয়ম প্রবর্তন করা হয়?
  • হ্য এই বর্ণটির বিশ্লিষ্ট রূপ লিখুন।
  • বরেন্দ্র উপভাষা বাংলাদেশের কোন অঞ্চলে বেশি ব্যবহার করা হয়?
  • বাংলা ভাষার কয়টি উপভাষা রয়েছে এবং তা কি কি?
  • মাগধ অঞ্চলের ম্যাপটি নির্দেশ করুন।
  • দারোগা কোন ভাষা শব্দ?
  • মধ্যযুগে বাংলার কোন বিদেশি দ্বারা বেশি প্রবাহিত হয়েছিল?
  • মধ্য ভারতীয় আর্য ভাষা প্রথম উপস্তরের সময়সীমা লিখুন।
  • প্রাচীন ভারতের আর্য ভাষা আনুমানিক সময়সীমা উল্লেখ করুন।
  • অশোক লিপি কাকে বলে?
  • ভারতীয় আর্য ভাষার ক্ষেত্রে প্রাচ্য শাখার অন্তর্গত ভাষাকে মাঘধী ভাষা বলে অভিহিত করেছিলেন কে?
  • গৌর অপভ্রংশের পরবর্তী ভাষাকে কি বলে?
  • আদিতে অপভ্রংশ কোন সমাজের ব্যবহার হতো?
  • মুহাম্মদ শহিদুল্লাহর মত অনুসারে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রকৃত থেকে হয়েছিল?
  • “বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত” গ্রন্থের কে রচনা করেন?
  • বাংলা ভাষার ইন্দো-ইউরোপীয় কোন ভাষা থেকে জন্ম লাভ করে?
  • জ্যাকব ড্রিম কে ছিল?

বাংলা ভাষার ইতিহাস এবং ব্যবহারিক বাংলা সাজেশন ২০২৩ নির্দ্বিধায় পড়তে পারেন। অনেকেই বলে থাকে সাজেশন শুধুমাত্র ওই সকল শিক্ষার্থীদের জন্য যারা কম মেধাবী। এটি সম্পূর্ণ ভুল ধারণা। মেধাবী শিক্ষার্থীরাই আরো বেশি বেশি সাজেশন ফলো করে থাকে। তারা বিভিন্ন ধরনের সাজেশন ফলো করে এবং সেখান থেকে প্রশ্নগুলো কমন পেয়ে থাকে। যার তুলনায় থেকে ফলাফলের দিকে অনেকে গিয়ে।

অষ্টম শ্রেনীর বার্ষিক পরীক্ষা ও এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা ২০২৩

তারা বেশ কয়েকটি প্রকাশনী সাজেশন অনুসরণ করে। দেখা যায় এই সাজেশন থেকে প্রায় অধিকাংশ প্রশ্নগুলো তারা কমন পেয়ে থাকে।‌ আপনারা চাইলে আমাদের এই সাজেশনটি অনুসরণ করতে পারেন। আমাদের এই সাজেশনে রয়েছে সকল অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা এই সাজেশনটি দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। সুতরাং অর্থ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই।

খ বিভাগ বাংলা ভাষার ইতিহাস এবং ব্যবহারিক বাংলা সাজেশন

  • বিদেশি ভাষা হতে বাংলায় প্রতি বর্ণীকরণের চারটি নিয়মের বর্ণনা দিন।
  • গুরুচন্ডালী দোষ বলতে কি বোঝানো হয়? এই ধরনের রীতি দূষণীয় হয়ে থাকে কেন?
  • পারিভাষিক শব্দ এবং বিদেশি শব্দের মধ্যে পার্থক্য দেখান।
  • ভাষা প্রয়োগে কি ধরনের ভুল হয়ে থাকে?
  • কমা ব্যবহার করার নিয়ম গুলো লিখুন।
  • ভাষা ব্যবহারের সন্ধির প্রয়োজনীয়তা সংক্ষেপে উল্লেখ করুন।
  • প্রমিতা বাংলা উচ্চারণের প্রয়োজনীয়তা লিখুন।
  • যুক্তাক্ষর গঠনে নিয়মগুলো উদাহরণ সহ লিখুন।
  • প্রমিত বাংলা উচ্চারণের প্রয়োজনীয়তা লিখুন।
  • যুক্তাক্ষর গঠনের নিয়ম গুলো বর্ণনা করুন।
  • বাঙালি উপভাষায় চারটি বৈশিষ্ট্য লিখুন।
  • উপভাষা কাকে বলে এবং বরেন্দ্র উপভাষার চারটি ভাষা তাত্ত্বিক বৈশিষ্ট্য লিখুন।
  • বাংলা ভাষার আরবি ফাঁসির প্রভাব সংক্ষেপে আলোচনা করুন।
  • বাংলা ভাষাতে অনার্য প্রভাব সংক্ষিপ্ত বিবরণ দিন।
  • আদি মধ্য বাংলা ভাষায় এবং অন্ত মধ্য বাংলা ভাষা তাত্ত্বিক বৈশিষ্ট্য তুলনামূলকভাবে আলোচনা করুন।
  • প্রাচীন বাংলা হতে আধুনিক বাংলা পর্যন্ত সময়সীমা উল্লেখযোগ্য স্তর বিন্যাস করুন।
  • মধ্য ভারতীয় আর্য ভাষার সংক্ষিপ্ত পরিচয় দিন।
  • গৌর অপভ্রংশের ভাষা তা ঠিক বৈশিষ্ট্য লিখুন।
  • বেলকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
  • ভারতীয় আর্য ভাষার প্রতিটি স্তরের সময়কাল এবং সাহিত্যের নিদর্শন উল্লেখ করুন।
  • শতম ভাষা বলতে কি বুঝানো হয়? শতম ভাষার পরিচয় দিন।

গ বিভাগ বাংলা ভাষার ইতিহাস এবং ব্যবহারিক বাংলা সাজেশন

  • সরকারি কলেজ কর্তৃক সাহিত্য এবং সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সবার নোটিশ এবং কার্যবিবরণী উপস্থাপন করুন।
  • কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপনের ক্ষেত্রে প্রস্তুতিমূলক সভার কার্য বিবরণ করুন।
  • দৃষ্টান্ত সহ সারসংক্ষেপ এবং সারমর্মের রূপগত পরিচয় নির্দেশ করুন।
  • বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত বর্ষবরণ ১৪২৬ নামের একটি প্রতিবেদন তৈরি করুন।
  • একটি বেসরকারি প্রতিষ্ঠান সরকারি ব্যবস্থাপক পদে নিয়োগ লাভের জন্য একটি জীবন বৃত্তান্ত লিখুন।
  • কলেজে অনুষ্ঠিত সাহিত্য এবং সংস্কৃতি সপ্তাহের সম্পর্কে একটি প্রতিবেদন লিখুন।
  • “নৌ” দুর্ঘটনা প্রকল্প বৃদ্ধি” শিরোনামের ওপর সংবাদপত্র প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করুন।
  • দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পূর্ব শর্ত সামাজিক সচেতনতা। এই কথাটির উপর একটি প্রতিবেদন রচনা করুন।
  • বাংলা ভাষা প্রয়োগ এবং অপপ্রয়োগ সম্পর্কে একটি নীতি দীর্ঘ প্রবন্ধ রচনা করুন।
  • বিজ্ঞান বিষয়ক শব্দের বাংলা পরিভাষা রচনা পদ্ধতি আলোচনা করুন।
  • বাংলা ভাষার বিরাম চিহ্নের ব্যবহার এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করুন।
  • প্রমিত বাংলা বানান কাকে বলে?
  • বাংলা ভাষার আর্য ভাষার প্রভাব নিয়ে একটি নাতি দীর্ঘ নিবন্ধন লিখুন।
  • বাংলা ভাষার অনার্য ভাষার প্রভাব বিস্তারিত আলোচনা করুন।
  • প্রাচীনকাল হতে আধুনিক বাংলা পর্যন্ত বিভিন্ন স্তরের ভাষা আলোচনা কর।
  • ইন্দো ইউরোপীয় মূল ভাষা হতে আধুনিক বাংলা ভাষা পর্যন্ত ভাষা বিবর্তনের ক্রম ধারা আলোচনা করুন।

অনার্স ১ম বর্ষ বাংলা ভাষার ইতিহাস এবং ব্যবহারিক বাংলা সাজেশন ২০২৩ ব্যতীত অনার্স প্রথম বর্ষের আরো অন্যান্য ডিপার্টমেন্টের বইগুলো পেতে আমাদের পেজ দেখুন। সেখানে দেখতে পারবেন অনার্স প্রথম বর্ষ নামের একটি ক্যাটাগরি। ক্যাটাগরিটিতে প্রবেশ করলে সকল সাজেশনগুলো পেয়ে যাবেন।

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button