আপনাদের সামনে হাজির হয়েছি Bengali Novel 1 Suggestion & অনার্স ১ম বর্ষ বাংলা উপন্যাস ১ সাজেশন ২০২৩ নিয়ে। যে সকল শিক্ষার্থীরা অনার্স প্রথম বর্ষ বাংলা ডিপার্টমেন্টে পড়াশোনা করে তাদের জন্য আমাদের এই আর্টিকেলটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা তাদের আবশ্যিক এই বইটি নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থাপন করা হচ্ছে।
বাংলা ডিপার্টমেন্ট অনেকে সহজ মনে করলেও এ ডিপার্টমেন্টটি বেশ জটিল শিক্ষার্থীদের কাছে। কারণ এই ডিপার্টমেন্ট এ রয়েছে উপন্যাসহ নানা ধরনের ব্যাকরণ এবং উপন্যাস থাকে। যেগুলো তুলনামূলকভাবে অন্যান্য ডিপার্টমেন্টের বইয়ের চাইতে বেশ জটিল শিক্ষার্থীদের কাছে। সারা বাংলাদেশের প্রায় সকল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজগুলোতে বাংলা ডিপার্টমেন্ট রয়েছে। অর্থাৎ এই ডিপার্টমেন্টের শিক্ষার্থী আমাদের দেশে সবচেয়ে বেশি।
আর কয়েকদিন পর অনুষ্ঠিত হবে ১ম বর্ষ বাংলা উপন্যাস ১ সাজেশন পরীক্ষাটি। যে সকল শিক্ষার্থীরা এই ডিপার্টমেন্টে অর্থাৎ এ বিষয়ে পড়াশোনা করে তাদের অবশ্যই একটি সাজেশন প্রয়োজন। কারণ প্রতিবছর বিভিন্ন সাজেশন থেকে অনেকাংশ নম্বর কমন পড়ে থাকে। তাই আমাদের আর্টিকেলটি পুরাণ এবং জেনে নি ন সকল কমন প্রশ্নগুলো।
বাংলা উপন্যাস ১ সাজেশন অনার্স ১ম বর্ষ
ক বিভাগ
- জাহাকুল শব্দের অর্থ কি?
- আবে হায়াত অর্থ কি?
- ক্রীতদাসের হাসি উপন্যাসটিতে ক্রীতদাস কে ছিল?
- ক্রীতদাসের হাসি কোন ধরনের উপন্যাস ছিল?
- ছাত্রাবাস থাকাকালীন সময়ে মহেন্দ্র আসার পক্ষ থেকে কয়টি চিঠি পেয়েছিল?
- বিনোদিনী কত বছর বয়সে বিধবা হয়ে গিয়েছিল?
- আমি বিনোদিনীকে বিবাহের প্রস্তাব করেছি। কথাটি কে বলেছিলেন?
- মহেন্দ্র কেন বিয়ে করতে চেয়েছিলেন না?
- রাজলক্ষ্মী কে ছিল?
- বিহারীর পূর্ণ নাম লিখুন।
- মোঃ হানিফার কনিষ্ঠ ভ্রাতার নাম কি ছিল?
- হাসান কিভাবে মৃত্যুবরণ করেন?
- উদ্ধার পূর্বে উদ্ধারের কাহিনী উল্লেখ করুন।
- জয়নাবের পানি প্রার্থীর নাম লিখুন।
- জয়নব কে ছিল?
- কে ছিলেন হযরত উম্মে কুলসুম?
- মাবিয়া অশীতিবর্ষীয়াকে বিয়ে করতে চাইছিলেন কেন?
- বিষাদ সিন্ধু শব্দের অর্থ লিখুন।
- সীমার কে ছিল?
- কপাল কুন্ডলা কোনটা উপন্যাসের শেষ পরিচ্ছদের নাম লিখুন।
- কপালকুণ্ডলার পরিনিতি লিখুন।
- নব কুমারের বাড়িতে কারা ছিল?
- মতি বিবির আসল নাম কি ছিল?
- নবগ্রামের নাম লিখুন।
- কাপালিকের গৃহটি কিসের দ্বারা নির্মিত হয়েছিল?
- কপালকুণ্ডলা উপন্যাসটির বর্ণিত ঘটনা কোন সময়ের ছিল?
- মেরা শৌহর শব্দের অর্থটি লিখুন।
- কপালকুণ্ডলা কোন জাতীয় উপন্যাস বলা হয়?
বাংলা উপন্যাস ১ সাজেশন ২০২৩ কেন পড়বেন এসে নিয়ে শিক্ষার্থীরা প্রশ্ন করে থাকে। এই সাজেশনটি আপনারা পড়বেন কারণ এখান থেকে প্রতিবছর প্রায় ৭০ শতাংশ নম্বর কমন করে থাকে। যদি আপনি এ বিষয়ের উপর ভালো ফলাফল করতে চান পরীক্ষাটিতে তাহলে অবশ্যই আমাদের সাজেশনটি পড়ে যেতে পারেন। যে সকল শিক্ষার্থীর মনে হয় তারা সিলেবাস পর্যন্ত শেষ করতে পারেননি কিন্তু তাদের পরীক্ষায় ভালো ফলাফল করা দরকার।
আমাদের সাজেশন একবার হলেও পড়ে নেবেন তারা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে এ সাজেশন গুলো। আপনি প্রতি বিষয়ের একটি করে সাজেশন বই কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে খরচ হয়ে থাকবে। কিন্তু আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই সাজেশন গুলো দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। এখানে কোন প্রকার আর্থিক লেনদেন করা হয় না।
আরো পড়ুনঃ অনার্স ১ম বর্ষ হিসাববিজ্ঞান নীতিমালা সাজেশন
খ বিভাগ Bengali Novel 1 Suggestion
- ক্রীতদাসের হাসি উপন্যাস অনুসারে তাতারির চরিত্র বিশ্লেষণ করুন।
- খলিফা হারুন রশিদ রাতে মশরুরকে নিয়ে ঘুরতে গিয়ে কার হাসি শুনে ছিলেন তার স্বরূপ তুলে ধরুন।
- নর্তকী বুসায়ানা ভুল ঠিকানায় পৌঁছে ছিলেন কিভাবে?
- বুসায়ানা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ লিখুন।
- খলিফা হারুনুর রশিদের সংক্ষিপ্ত পরিচয় প্রদান করুন।
- বিহারের বিনোদিনী বিবাহের প্রস্তাব হতে কেন ফিরে এসেছিলেন?
- আশালতা এবং মহেন্দ্রের বিয়ের বর্ণনা দিন। ( বাংলা উপন্যাস ১ সাজেশন 95%)
- যার পালাবার রাস্তা নাই, তাহাকে আবার বাদীবার চেষ্টা করেন কেন। উক্তিটি ব্যাখ্যা করুন।
- অন্নপূর্ণা কে ছিলেন এবং তার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দিন।
- মহেন্দ্র চরিত্রের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরুন।
- হয় আমার প্রাণ তাহাকে দিব, নয় তাহার প্রাণ আমি লইবো। কে কাকে কথাটি বলেছিল?
- সীমার কে ছিল ,তার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি লিখুন।
- বিষাদ সিন্ধু উপন্যাসে বর্ণিত লাল নীল বাড়ির তাৎপর্য লিখুন।
- জায়েদা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দিন।
- হোসেনের পরিচয় প্রদান করুন।
- সংক্ষিপ্তে মারওয়ানের পরিচয় দিন।
- বিষাদ সিন্ধুর সবচেয়ে মর্ম স্পর্শী ঘটনাটি সংক্ষিপ্ত লিখুন।
- ভিক্ষুক দৌড়ালো কেন ব্যাখ্যা করুন।
- পত্রটি পড়িয়া গেল – তাৎপর্য বিশ্লেষণ করুন।
- মতি বিবির সঙ্গে কপালকুণ্ডলার বর্ণনা করুন।
গ বিভাগ ১ম বর্ষ বাংলা উপন্যাস ১ সাজেশন
- ক্রীতদাসের হাসি উপন্যাস অবলম্বনে তাতারি চিত্রের চরিত্র বিশ্লেষণ করুন।
- কাপালিকের প্রতিবেশীগত বিবরণ দিন।
- ক্রীতদাসের হাসি উপন্যাস অবলম্বনে নামকরণের সার্থকতা বিচার করুন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস অনুসারে বিনোদনীর চরিত্র বিশ্লেষণ করুন ।
- চোখের বালি উপন্যাসে বাংলা উপন্যাসের পালাবদল ঘটেছে কথাটি আলোচনা করুন।
- চোখের বালি উপন্যাসে বর্ণনা করা চরিত্রসমূহ দিক ব্যাখ্যা করুন।
- বিষাদ সিন্ধু উপন্যাস অবলম্বনে ইমাম হাসানের চরিত্র তুলে ধরুন।
- জায়েদার চরিত্র বিশ্লেষণ এবং ব্যাখ্যা করুন।
- বিষাদ সিন্ধু উপন্যাসের প্রধান প্রধান চরিত্রগুলো ব্যাখ্যা করুন।
- বিষাদ সিন্ধু উপন্যাসের চরিত্র ট্রাজিক পরিচয় দিন।
- বিষাদ সিন্ধু গদ্য লেখা হলেও এর যোগ কবিতার সঙ্গে নিবেদিত। কথাটি বর্ণনা করুন।
- উপন্যাস হিসেবে বিষাদ সিন্ধু সার্থকতা বিচার করুন।
- বিষাদ সিন্ধু কোন শ্রেণীর রচনা?
- কপালকুণ্ডলা উপন্যাসের কাহিনী বিশ্লেষণ করে দেখান।
- নবকুমার চরিত্র বিশ্লেষণ করুন।
- প্রকৃতির সাথে মানব জীবনের এক দুর্বুদ্ধ সম্পর্কের চিত্ররূপায়িত হয়েছে কপালকুণ্ডলা উপন্যাসটিতে। কথাটি আলোচনা করুন।
অনার্স ১ম বর্ষ বাংলা উপন্যাস ১ সাজেশন ছাড়াও ( Bengali Novel 1 Suggestion ) আরো অন্যান্য ডিপার্টমেন্ট এবং বর্ষের বইগুলো পেতে আমাদের নিচের আর্টিকেলগুলো করুন। সকল শ্রেণীর বইয়ের পিডিএফ ফাইল গুলো পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
Also Read: অনার্স ১ম বর্ষ ব্যবস্থাপনা নীতিমালা সাজেশন