অনার্স ১ম বর্ষ মৌলিক পরিসংখ্যান সাজেশন ২০২৩ | Basic Statistics Suggestions

প্রতিবারের মতো আজকে আমরা হাজির হয়েছি অনার্স ১ম বর্ষ মৌলিক পরিসংখ্যান সাজেশন ২০২৩ / Basic Statistics Suggestions নিয়ে। যে সকল শিক্ষার্থীরা অনার্স প্রথম বর্ষে এবারের অংশগ্রহণ করবে তাদের জন্য আজকের আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই আর্টিকেলে আলোচনা করা হবে উক্ত বিষয়ের সকল কমন প্রশ্নগুলো নিয়ে।

আর কিছুদিন বাকি রয়েছে এর মধ্যেই শুরু হয়ে যাবে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা। খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে এই বিষয়ের উপর পরীক্ষাটি। শিক্ষার্থীরা অর্থনীতি বিভাগে পড়াশোনা করছে তাদের জন্য এই বইটি আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ এ বইয়ের উপর তাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। বিষয়ের তুলনায় মৌলিক পরিসংখ্যান বিষয়টি বেশ জটিল লাগে শিক্ষার্থীদের কাছে।

এই বইটিতে রয়েছে পরিসংখ্যান বিষয়ক যাবতীয় সকল বিষয়গুলো। এজন্য শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রাইভেট টিউটর অথবা কোচিং করে থাকে। যাই হোক না কেন পরীক্ষার সময় সব শিক্ষার্থীরা অনার্স প্রথম বর্ষ মৌলিক পরিসংখ্যান সাজেশন ২০২৩ বেশি খুঁজে। আপনাদের সামনে এই সাজেশনটি নিয়ে হাজির হয়েছি আজকে। যাতে করে সাজেশন পড়ে শিক্ষার্থীরা নিজের পরীক্ষার প্রিপারেশন কে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে পারে।

অনার্স প্রথম বর্ষ মৌলিক পরিসংখ্যান সাজেশন

ক বিভাগ

  • সূচক সংখ্যা দুটি ব্যবহার লিখুন।
  • হলে সূচলতার ধরন কেমন হয়ে থাকে?
  • কেন্দ্রীয় পরিখাত বলতে কি বুঝেন?
  • কাঁচা পরীঘাত কাকে বলা হয়?
  • চতুর্থ ব্যবধান এর সূত্রটি লিখুন।
  • ভেদাংক কাকে বলে?
  • পরিমিত ব্যবধান বলা হয় কাকে?
  • পরিসর বলতে কি বুঝায়?
  • আনুপাতিক আকারে প্রকাশিত হলে কোন গড় ব্যবহার সবচেয়ে বেশি উপযোগী হয়?
  • দ্বি মোড সমস্যা বলতে কি বুঝেন?
  • তরঙ্গ গড় নির্ণয়ের সূত্রটি লিখুন।
  • প্রথম দশটি সংখ্যার গড় কত হয়ে থাকে?
  • আদর্শ গড়ের দুইটি বৈশিষ্ট্য লিখুন।
  • অধিঅজিভ কাকে বলা হয়?
  • বৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত থাকে?
  • অন্তর্ভুক্ত পদ্ধতি বলতে কি বুঝেন?
  • শ্রেণী বদ্ধ করন কাকে বলা হয়?
  • চলক কাকে বলা হয়ে থাকে?
  • পরিসংখ্যান বলতে কি বুঝেন?

প্রত্যেক শিক্ষার্থীর মৌলিক পরিসংখ্যান সাজেশন পড়া দরকার। কারণ আমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। যে সকল শিক্ষার্থীরা ২০২৩ সালে অনার্স প্রথম বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করবে মূলত তাদের জন্য এই আপডেট সাজেশনটি। যাতে করে অনার্স পড়া প্রত্যেকটি শিক্ষার্থী ভালো ফলাফল করতে পারে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হয়।

Read More: অনার্স ১ম বর্ষ হিসাববিজ্ঞান নীতিমালা সাজেশন 

সাজেশনটি তৈরি করা হয়েছে দেশের সুনামধন্য উক্ত বিষয়ের অভিজ্ঞ প্রফেসরদের দ্বারা। যারা দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদেরকে পাঠদান করে আসছে এ বিষয়ে। একজন মেধাবী শিক্ষার্থী এই বইটি সাজেশন আকারে এবং একজন কম মেধাবী শিক্ষার্থী অর্থাৎ যারা এখন পর্যন্ত সিলেবাস শেষ করতে পারেনি তারা শর্ট সিলেবাস আকারে পড়ে নিতে পারে। পরীক্ষায় অনেকগুলো প্রশ্নের উত্তর খুব সহজভাবে দিতে পারবে শিক্ষার্থীরা তাহলে। পরীক্ষায় ভালো ফলাফলের ক্ষেত্রে অবশ্যই আমাদের সাজেশন পড়ে নিবেন।

খ বিভাগ Basic Statistics Suggestions

  • বম্কিমতা কাকে বলে?
  • পরিঘাত কাকে বলে?
  • আপেক্ষিক পরিমাপ ও বিস্তারের গরমের মধ্যে পার্থক্য লিখুন।
  • গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধানের মধ্যে পার্থক্য দেখান।
  • বিস্তারের আদর্শ পরিমাপ বলা হয় কোনটিকে এবং কেন?
  • চতুর্থক এবং শত হারিক বলতে কি বুঝেন?
  • কোন কোন ক্ষেত্রে গাণিতিক গড়ার চেয়ে মধ্যমা ব্যবহার করা বেশি উপযোগী হয়?
  • তরঙ্গ কাকে বলা হয়? ( মৌলিক পরিসংখ্যান সাজেশন 90 % )
  • প্রচুরক এবং মধ্যমার মধ্যে পার্থক্য লিখুন।
  • যোজিত গড় কত প্রকার এবং কি কি?
  • গাণিতিক গড় কেন্দ্রীয় প্রবণতা আদর্শ বলা হয়ে থাকে কেন?
  • আয়ত বলতে কি বুঝেন?
  • গণসংখ্যা নিবেশন কাকে বলা হয়?
  • শ্রেণী ব্যবধান নির্ণয় করার পদ্ধতি লিখুন।
  • শ্রেণী নিবদ্ধ এবং শ্রেণি বদ্ধ করণ এর মধ্যে পার্থক্য লিখুন।
  • অর্থনীতিতে পরিসংখানের গুরুত্ব আলোচনা করুন।
  • সমগ্র এবং নমুনার মধ্যে পার্থক্য দেখান।
  • পরিসংখ্যানের ধারণা লিখুন।

গ বিভাগ মৌলিক পরিসংখ্যান সাজেশন

প্রমাণ করুন যে কোন তথ্যনিবেশনের ক্ষেত্রে প্রতিটি তথ্য ও পরিবেশন এর যোজিত করেন বিচ্যুতির সমষ্টি।
আদর্শ সূচক কাকে বলা হয় এবং কোন সূচক সংখ্যাকে আদর্শ বলা হয়ে থাকে?
মূল সূচক সংখ্যা এবং জীবন যাত্রার ব্যয় সূচকের মধ্যে পার্থক্য দেখান।
নির্ভরাঙ্কের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন।
সংশ্লেষন কি তা ব্যাখ্যা করুন।
সংশ্লেষণ বৈশিষ্ট্য দেখান।
নির্ভরণ কি এবং নির্ভরণের সমীকরণ লিখুন।
বিস্তার এবং সুচলতার মধ্যে পার্থক্য দেখান।
সূচলতার বিভিন্ন প্রকার ভেদচিত্রের মাধ্যমে প্রকাশ করুন।

আজকের আমাদের এই আর্টিকেলে আপনারা অনার্স ১ম বর্ষ মৌলিক পরিসংখ্যান সাজেশন ২০২৩ ( Basic Statistics Suggestions ) পেলেন। এরকম অনার্স প্রথম বর্ষ সহ সকল বর্ষের সাজেশন এবং বইগুলো পেতে নিচের লিঙ্কে প্রবেশ করুন।

আরো পড়ুনঃ অনার্স ১ম বর্ষ ব্যবস্থাপনা নীতিমালা সাজেশন

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button