অনার্স ১ম বর্ষ মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন ২০২৩ | Basic Micro Economics suggestion

আজকের আর্টিকেলে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে অনার্স ১ম বর্ষ মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন ২০২৩ ( Basic Micro Economics suggestion )। যার বিষয় কোড হচ্ছে ২১২২০১। যে সকল শিক্ষার্থী অর্থনীতি ডিপার্টমেন্টের বর্তমানে পড়াশুনা করছে তাদের জন্য এই আর্টিকেলটি বেশ সহায়ক।

অনেকে প্রশ্ন করে থাকেন সাজেশন কেন করব? এটি শুধুমাত্র যারা কম মেধাবী শিক্ষার্থী তাদের জন্য। এই কথাটি সম্পূর্ণ ভুল। সাজেশন হচ্ছে মূলত সকল ক্যাটাগরি শিক্ষার্থীদের জন্য। একজন মেধাবী শিক্ষার্থী আমাদের এই সাজেশনটি প্রশ্ন ব্যাংক হিসেবে পড়তে পারবে আর একজন কম মেধাবী শিক্ষার্থী এটি শর্ট সিলেবাস হিসেবে পরিণত করে। কারণ এই সাজেশনে রয়েছে বিগত সালের সকল প্রশ্ন এবং প্রত্যেক অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সকল প্রশ্নগুলো।

অনার্স ২য় বর্ষ ধ্রুপদী সমাজচিন্তা সাজেশন | Classical Social Thought suggestion

যা থেকে পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। প্রতিবছর আমাদের এই সাজেশন থেকে প্রায় ৮০ শতাংশ নম্বরের প্রশ্নগুলো কমন পড়ে থাকে। তাই যে সকল শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই সাজেশনটি পড়ে নিবেন। তাহলে অন্যদের থেকে ফলাফলের দিকে এগিয়ে যাবেন। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা এই সাজেশনটি দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। সাজেশন এর জন্য কোন অর্থ লেনদেন করা হয় না।

অনার্স ১ম বর্ষ মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন ২০২৩ | Basic Micro Economics suggestion

ক বিভাগ মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন ২০২৩

  • বাজার ব্যর্থতা কাকে বলে?
  • ডাম্পিং কি?
  • একচেটিয়া ক্ষমতা বলতে কি বুঝানো হয়?
  • শিল্প এবং ফার্মের মধ্যে পার্থক্য লিখুন।
  • উৎপাদন বন্ধের বিন্দু বলা হয় কোনটিকে?
  • পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দীর্ঘকালের ফার্ম কোন ধরনের মুনাফা অর্জন করে?
  • LAC বলতে কি বুঝেন?
  • প্রান্তিক খরচ কাকে বলা হয়?
  • গড় স্থির ব্যয় রেখার বৈশিষ্ট্য লিখুন।
  • অর্থনৈতিক ব্যয় কাকে বলে?
  • স্বল্পকালীন গড় ব্যয় রেখার আকৃতি কেমন হয়ে থাকে?
  • সম উৎপাদন রেখা বলতে কি বুঝানো হয়?
  • উৎপাদকের উদ্ধৃতি বলতে কি বোঝানো হয়?
  • নিকৃষ্ট দ্রব্য কাকে বলে?
  • ICC এর পূর্ণরূপ লিখুন।
  • মূল্যের আপাত বিরোধ কাকে বলা হয়?
  • সংখ্যা গত উপযোগ কাকে বলা হয়?
  • কোন ধরনের চাহিদা রেখার বিন্দু স্থিতিস্থাপকতা একের সমান ?
  • ভোক্তার উদ্ধৃতি বলতে কি বোঝেন?
  • জোগান এবং দামের মধ্যে সম্পর্ক লিখুন।
  • অর্থনীতি সিদ্ধান্তকারী এজেন্ট কাদের বলা হয়?
  • যোগান কি?
  • অর্থনীতির মৌলিক সমস্যাগুলো লিখুন।
  • অর্থনীতিতে অদৃশ্য হাত বলতে কি বুঝানো হয়?
  • ব্যষ্টিক মডেল কাকে বলে?

মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশনটি তৈরি করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসরদের দ্বারা। যাদের প্রায় ১০ বছরের অধিক অর্থনীতিতে পাঠ দানের অভিজ্ঞতা রয়েছে। আর আমাদের সাজেশনে রয়েছে ‌৯৯% নির্ভূলতা। তাই আপনারা এই সাজেশনটি পড়তে পারেন নির্দ্বিধায়।

এটি প্রয়োজনে আপনি আপনার বন্ধু-বান্ধব এবং অন্যদের সাথেও শেয়ার করে দিতে পারবেন। আর দরকার হলে যে কোন দোকান থেকে প্রিন্ট আউট করা সম্ভব হবে। আর হ্যাঁ আমাদের ওয়েবসাইটে প্রাথমিক থেকে মাস্টার্স পর্যন্ত সকল ধরনের সাজেশন এবং পাঠ্যপুস্তক বই পিডিএফ আকারে প্রকাশ করা হয়েছে। সকল প্রকার পিডিএফ ফাইল গুলো পেতে আমাদের ওয়েবসাইটে পিডিএফ ক্যাটাগরিটি দেখুন।

খ বিভাগ মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন ২০২৩

  • একচেটিয়া ফার্মকে সৃষ্টিকারী বলা হয়ে থাকে কেন?
  • স্বাভাবিক মুনাফার সংজ্ঞা দিন?
  • স্বল্পকালীন গড় ব্যয় রেখা এবং দীর্ঘকালীন গড় ব্যয় রেখার মধ্যে পার্থক্য নির্ণয়।
  • সম উৎপাদন রেখা এবং সমো খরচ স্পর্শক হলে উৎপাদনকারী ভারসাম্য লাভ করে না। প্রমাণ করুন।
  • উৎপাদকের ভারসাম্য বলতে কি বুঝেন?
  • উৎপাদকের অপেক্ষক বলতে কি বোঝানো হয়?
  • দাম ভোগ রেখা বলতে কী বোঝায়?
  • ভোক্তার বাজেট সমীকরণ কাকে বলে?
  • নিরপেক্ষ মানচিত্র কি?
  • চাহিদা রেখা ঢাল এবং দাম স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য নির্ণয় করুন।
  • চাহিদা সমীকরণ থেকে চাহিদা সুচি এবং চাহিদা রেখা অঙ্কন করুন।
  • বাজার ভারসাম্য উপরে একটি প্রভাব ব্যাখ্যা করুন।
  • বাজার ভারসাম্যের ওপর ভর্তুকির প্রভাব ব্যাখ্যা করুন।
  • বাজার ভারসাম্য বলতে কি বুঝায়?
  • চাহিদা রাখা ডান দিক থেকে নিম্নগামী হয়ে থাকে কেন?
  • নির্বাচন সমস্যা বলতে কি বুঝানো হয়?
  • সম্পদ স্বল্পতা এবং দুষ্প্রাপ্রতা বলতে কি বুঝেন?
  • ইতিবাচক এবং নেতিবাচক এর অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশনা করুন।
  • ইতিবাচক এবং নেতিবাচক অর্থনীতি বলতে কি বুঝায়?

গ বিভাগ মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন ২০২৩

  • একচেটিয়া বাজারের একই দাম এবং যোগানের বিভিন্ন দাম ব্যাখ্যা করুন।
  • পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য দেখান।
  • একচেটিয়া ক্ষমতা কিভাবে পরিমাপ করা সম্ভব হয়?
  • একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • দেখাও যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের P = AR = MR .
  • প্রতিযোগিতামূলক বাজারের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য লিখুন।
  • স্থির ব্যয় ও পরিবর্তনের ব্যয়ের মধ্যে পার্থক্য করুন।
  • মোটি স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে রেখা করুন।
  • মাত্রাগত উৎপাদনের প্রকারভেদ দেখান।
  • বাজেট রেখার ঢাল দুটি দ্রব্যের দামের অনুপাত সমান ব্যাখ্যা করুন।
  • নিরপেক্ষ রেখা থেকে কিভাবে প্রান্তিক বিকল্পনের হার বের করা যায়?
  • মার্শালের সম প্রান্তিক উপযোগ বিধি এর ভিত্তিতে চাহিদা দেখার প্রাপ্তি পদ্ধতি নির্দেশনা করুন।
  • ক্রমহ্রাসমান উপযোগ বিধি হতে চাহিদার একাউন্ট করুন।
  • যোগান হ্রাস বৃদ্ধির চিত্রের সাহায্যে তুলে ধরুন।
  • বাজার অর্থনীতিতে দাম ব্যবস্থাপনার ভূমিকা ব্যাখ্যা করুন ‌

অনার্স ১ম বর্ষ মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন ২০২৩ ছাড়া আরো অন্যান্য ডিপার্টমেন্ট এবং বর্ষের সাজেশন গুলো পেতে আমাদের ওয়েবসাইটে অনার্স ক্যাটাগরি দেখুন। আর সকল প্রকার পিডিএফ ফাইল পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।.

অনার্স ২য় বর্ষ ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় সাজেশন ২০২৩। Indian Philosophy Atheistic suggestion

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button