অবসর ভাতা পেতে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের কত বছর বয়স লাগে?

মাহফুজুর রহমান

শ্রদ্ধেয় শিক্ষক ও কর্মচারীবৃন্দ আপনারা নিশ্চয়ই জানেন একজন শিক্ষক ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারেন । কিন্তু অবসর ভাতা এর টাকা পেতে কত বছর সময় লাগে এই বিষয়টি আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে।

একটি নোটিশ প্রকাশিত হয়েছিল অবসর সুবিধা বোর্ড থেকে,এতে বলা হয়েছিল ২০১৮ সালের মে মাস পর্যন্ত জমাকৃত আবেদন সমূহ নিস্পত্তি করা হয়েছে। ২০১৮ সালের জুন থেকে ডিসেম্ভর পর্যন্ত জমাকৃত আবেদন সমূহের নিস্পত্তির কাজ চলছে। ২০১৯ ও ২০২০ সালে যারা আবেদন করেছেন তাঁদের অগ্ৰীম নিস্পত্তির কোন সুযোগ নেই, এই বিষয়টি অবসর বোর্ড এর নোটিশ এ দেয়া হয়েছিল।

সুতরাং বলা যায় ২০১৮ সালের জুন থেকে ডিসেম্ভর পর্যন্ত যারা আবেদন করেছিলেন তাঁদের আবেদন এর নিস্পত্তির কাজ চলছে।

অবসর ভাতা পেতে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের কত বছর বয়স লাগে?

আপনাকে আরেকটি বিষয় অবগত হওয়া দরকার যে আপনার আবেদন করার প্রায় তিন বছর লেগে যাবে আবেদন টি নিস্পত্তি হওয়ার জন্য। তারমানে আপনি যদি ৬০ বছর চাকরি করেন। কিন্তু চাকরিতে থাকতে হবে আপনাকে ৬৩,৬৪, বছর পর্যন্ত। এমনকি সেই অবসর ভাতা পাওয়ার জন্য আপনাকে ৬৫ বছর পর্যন্ত চাকরিরত অবস্থায় থাকতে হবে। অবসর এ যাওয়ার পর দেখা যায় বেশিরভাগ শিক্ষক রাই অবসর ভাতা পেয়ে যান উনার জীবনদশায়। এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানিনা কারন কেমন অনুভব হবে।

আরেকটি বিষয় হচ্ছে অবসর কল্যানের জন্য যে খুঁটিনাটি বিষয় বা কাগজ গুলো তা অনেক সময় এ সামান্য কারণে তা রিজেক্ট করা হয় তা আসলেই খুবই দুঃখজনক। সুতরাং বলা যায় ৬০ বছর হোক বা ৬৫ বছর হোক একজন শিক্ষক যেন উনার অবসর ভাতা বা কল্যানগুলো তিনি যেন তাঁর যে একাউন্টে বেতন পেতেন সেই একাউন্টে পেয়ে যান এটা আমাদের সকলের আশা এবং কামনা। টাকা ৩ বছর পর ই দেয়া হোক তা বিষয় না, কোন ধরনের ঝামেলা ছাড়াই যেন আমাদের সম্মানিত শিক্ষকরাই ডিজিটাল যুগে অবসর ভাতা গুলো পেয়ে যান। এটা আমরা সর্বক্ষন আশা করছি।

বেসরকারি শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট পেনশন আবেদন করার নিয়ম

বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার নিয়ম

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।