সমন্বিত ইনক্রিমেন্ট এর সাথে চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা ও টিফিন ভাতা বৃদ্ধি ২০২৪

সাহেদা জান্নাত

সমন্বিত ইনক্রিমেন্ট এর সাথে যুক্ত হতে চিকিৎসা ভাতা , শিক্ষা ভাতা ও টিফিন ভাতা বাজেট ২০২৪:

সমন্বিত ইনক্রিমেন্ট এর সাথে যুক্ত হয়েছে চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা ও টিফিন ভাতা ২০২৪ বাজেটে । শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি হোক এই কামনা সর্বপ্রথম আমাদের সবার কেননা শিক্ষাই জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে অবস্থান করতে পারেনা আর এই শিক্ষা দানে সবসময় একজন শিক্ষক ই সহায়তা দান করে থাকেন। আজ আমি সেই শ্রদ্ধেয় শিক্ষকগন ও কর্মকর্তা ও কর্মচারীদের ইনক্রিমেন্ট এর সাথে টিফিন ভাতা , চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা সম্পর্কে এই পোস্টটিতে বিস্তারিত জানতে পারবেন।

সমন্বিত ইনক্রিমেন্টের সাথে যুক্ত হচ্ছে বদ্ধিত চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা ও টিফিন ভাতা।

তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ জানতে সব গ্ৰেডের ইনক্রিমেন্ট কিন্তু সমান হবে না কিভাবে হবে নিচে আমি দিয়ে দিব ইনক্রিমেন্টের হিসাবটি।

প্রতি বছর বার্ষিক বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট হবে ।

  • গ্ৰেড ১ পদে ….. ইনক্রিমেন্ট হয় না।
  • গ্ৰেড ২ পদে …….. ৩.৭৫ শতাংশ
  • গ্ৰেড ৩ ও ৪ পদে ……..,৪ শতাংশ
  • গ্ৰেড ৫ পদে ……..৪.৫ শতাংশ
  • গ্ৰেড ৬ থেকে ২০ পর্যন্ত পদে ……. ৫ শতাংশ করে ।

যদি সবার ইনক্রিমেন্ট সমান হয় তবে ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হতে পারে । তবে সবার ইনক্রিমেন্ট যুক্ত হলে 11থেকে 20 গ্ৰেডের কর্মচারীরা বেশি বৈষম্যের শিকার হবে যা অনেক প্রায় সময় হন । সুতরাং 11 থেকে 20 গ্ৰেডের কর্মচারীদের বেশি করে ইনক্রিমেন্ট দেয়া উচিত।

বর্তমানে মুদ্রাস্ফীতির কারনে ইনক্রিমেন্ট দেয়ার পরিকল্পনা করেছেন সরকার তাই যদি ইনক্রিমেন্ট 10% দেয়া হয় তবে 13 গ্ৰেডের একজন কর্মচারী শিক্ষক নরমাল ও বিশেষ ইনক্রিমেন্ট দেয়ার পর মোট বেতন কত হতে পারে ।

মোট বেতন বা ইনক্রিমেন্ট বের করার জন্য আপনাকে আপনার বেতন সম্পর্কে প্রথমে জানতে হবে । বর্তমানে যে ভুল বেতন গ্ৰহন করেছেন তার পরের ধাপটি 1 জুলাই 2023 খ্রিষ্টাব্দ তারিখের মুল বেতন ইনক্রিমেন্ট এর ধাপ । এভাবে আপনারা আপনাদের ইনক্রিমেন্ট এর ধাপ জানতে পারবেন।

প্রিয় শিক্ষক ও কর্মচারী বৃন্দ এই ছিল সমন্বিত ইনক্রিমেন্ট এর সাথে চিকিৎসা ভাতা , শিক্ষা ভাতা ও টিফিন ভাতা বৃদ্ধি বাজেট -2024। আমরাও চাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগন সুখী জীবন যাপন করুন সুখে থাকুন বেতন ভাতা বৃদ্ধি হোক এই কামনা । যদি পোষ্ট টিতে কোন ভূল থাকে তাহলে কমেন্টে জানাবেন।

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।