অনার্স ৪র্থ বর্ষের সমাজকর্ম ও বিশ্বায়ন সাজেশন ২০২৩ | Social Work & Globalization suggestion 2023

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম ও বিশ্বায়ন সাজেশন ২০২৩ ( Social Work & Globalization ) নিয়ে।‌ এই সাজেশন এর মাধ্যমে একজন শিক্ষার্থী উক্ত বিষয়ের পরিপূর্ণ একটি গাইডলাইন পেয়ে যাবে। ‌

অনার্স লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে তিনটি ক্যাটাগরিতে। ‌ ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ।‌ এই তিনটি বিভাগের সাজেশন নিয়ে আজকে আমাদের আলোচনা। ‌এই সাজেশন কি তৈরি করা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা। প্রতিটি অধ্যায় এর গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নগুলো রয়েছে এ সাজেশনটিতে। ‌ যারা পরীক্ষায় উক্ত বিষয়ে ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা সাজেশন টি দেখে নিন। ‌আর হ্যাঁ আমাদের ওয়েবসাইটে বিভিন্ন বর্ষের এবং বিষয়ের সাজেশন আপলোড করা হয়েছে। ‌ এ সাজেশনগুলো দেখতে আর্টিকেলের নিচের অংশ দেখুন।

সমাজকর্ম ও বিশ্বায়ন সাজেশন ২০২৩ | Social Work & Globalization

ক বিভাগ

  • প্রথম ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  • বিভারিজ রিপোর্টের পত্রা দৈত্য উল্লেখ করুন।
  • ICDFRB কি?
  • UNCHR এর পূর্ণরূপ লিখুন।
  • কেয়ার বলতে কি বুঝেন?
  • বোরস্টাল ইস্কুল কত সনে প্রতিষ্ঠা করা হয়?
  • Anna L Daws কে প্রতিষ্ঠা করেন?
  • Charity review কি?
  • কত সনে সমাজ কর্মের কোড অফ ইথিক্স উদ্ভাবন করা হয়?
  • COS এর পূর্ণরূপ লিখুন।
  • কোন বিশ্ববিদ্যালয় সমাজকর্ম শিক্ষা দ্বারা শুরু হয়?
  • আন্তর্জাতিক সমাজকর্ম বিষয়ক সম্মেলনের প্রথম প্রস্তাব কে দিয়েছিলেন?
  • NASW এর পূর্ণরূপ লিখুন।
  • অর্থনৈতিক বিশ্বায়ন ভিত্তি কখন গড়ে তোলা হয়?
  • কোন সংস্থা অর্থনৈতিক বিষয়ের মূল বলা হয়?
  • আমেরিকাতে প্রথম অর্থনৈতিক মন্দা কখন দেখা দিয়েছিল?
  • বিশ্বায়নের বিভিন্ন দিক কি কি?
  • GATT এর পূর্ণরূপ লিখুন।
  • উদারতা বাদের জনক কে ছিলেন
  • গ্লোবাল শব্দের অর্থ কি?
  • গ্লোবাল ভিলেজ কে উদ্ভাবন করেন?
  • বিশ্বায়ন শব্দের প্রবক্তা কে?
  • স্নায়ুযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
  • সামরিক বিশ্বায়ন বলতে কি বুঝায়?
  • ITU এর পূর্ণরূপ লিখুন?
  • প্রযুক্তিগত বিশ্বায়ন কি?

খ বিভাগ সমাজকর্ম ও বিশ্বায়ন সাজেশন ২০২৩

  • বর্তমান বিশ্বের শরণার্থীদের চিত্র উল্লেখ করুন।
  • মানবাধিকার উন্নয়ন ক্ষেত্রে বৈশ্বিক উপাদান গুলো কি কি?
  • পরিবেশ দূষণ রোধের ক্ষেত্রে বৈশ্বিক উদ্যোগ গুলো কি কি?
  • দান সংগঠনের সমিতি বৈশিষ্ট্য লিখুন।
  • বিশ্ববাজারে এনজিওর গুরুত্ব তুলে ধরুন।
  • ঝুঁকিপূর্ণ জনগণ কারা?
  • বেসরকারি সংস্থা কি এবং এর প্রকারভেদ আলোচনা করুন।
  • মানবাধিকার উন্নয়নে বৈশ্বিক উদ্যোগগুলো কি কি?
  • উন্নয়নশীল দেশের মানবীয় আচরণ গুলো লিখুন।
  • উন্নয়নশীল দেশ বলতে কি বুঝায়?
  • সমাজকর্মের মূল্যবোধ গুলো লিখুন।
  • বিভারিজ রিপোর্ট কি?
  • প্রযুক্তিগত বলতে কি বুঝায়?
  • অর্থনৈতিক বিশ্বায়ন কাকে বলা হয়?
  • রাজনৈতিক বিশ্বায়নের বিভিন্ন দিকগুলো লিখুন।
  • বিশ্বায়ন সম্পর্কিত তথ্য কি কি?
  • বাংলাদেশ বিশ্বায়নের ইতিবাচক দিকগুলো লিখুন।
  • বিশ্বায়নের পর্যায় সমূহ লিখুন।
  • বিশ্বায়নের সংজ্ঞা দিন।
  • বিশ্বায়নের কারণগুলো লিখুন।

গ বিভাগ সমাজকর্ম ও বিশ্বায়ন সাজেশন ২০২৩

  • বৈশ্বিক সমাজে সমাজকল্যাণ সেবা সময়ের পরিবর্তন আলোচনা করুন।
  • সমাজকল্যাণ নীতিতে বৈশ্বিক যে বিষয়গুলো রয়েছে তা আলোচনা করুন।
  • ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষেত্রে এনজিওর কর্ম কৌশল আলোচনা করুন।
  • নৃতাত্ত্বিক ঝুঁকিপূর্ণ এবং বৈচিত্র জনগণের মডেল গুলো বিবরণ দিন।
  • ঝুঁকিপূর্ণ জনগণ কাদের বলা হয় এবং ঝুঁকিপূর্ণ জনগণের বিবরণ দিন।
  • বৈশ্বিক পেরি প্রেক্ষিতে আমাদের দেশের মানবীয় অবস্থা আলোচনা করুন।
  • বৈশ্বিক সমাজকর্ম অনুশীলনের প্রকৃতি আলোচনা করুন।
  • পেশা হিসাবে সমাজকর্মের বিবর্তনের ইতিহাস আলোচনা করুন।
  • সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্র আলোচনা করুন। ‌
  • বাংলাদেশের পরিবেশগত বিশ্বায়নের প্রভাব দেখান।
  • তথ্যগত বিশ্বায়নের সমালোচনা মূল্যায়ন করুন।
  • রাজনৈতিক বিশ্বায়ন কাকে বলা হয় এবং মানব জীবনে রাজনৈতিক বিশ্বায়নের প্রভাব দেখান।
  • কাল মার্কস এর বিশ্বায়নের দুটি তত্ত্ব আলোচনা করুন।
  • সমালোচনা সহ উদারতাবাদ তত্ত্বটি ব্যাখ্যা করুন
  • সমালোচনাসহ বিশ্বায়নের বাস্তবতার তত্ত্বটি লিখুন।
  • বর্তমান বিশ্বের শরণার্থীদের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক উদ্যোগ সমূহ আলোচনা করুন।
  • মানব আচরণে এবং মানব আস্থার ক্ষেত্রে বিশ্বায়নের ইতিবাচক প্রভাব লিখুন। সমাজকর্ম ও বিশ্বায়ন সাজেশন ২০২৩ ৯০% কমন
  • বৈশ্বিক প্রেক্ষিতে সমাজকর্ম মূল্যবোধের তাৎপর্য বর্ণনা করুন।

Also read

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button