অনার্স ৪র্থ বর্ষ অনুবাদের চিরাগত সাহিত্য সাজেশন ২০২৩। The classics of translation suggestion

আজকের আর্টিকেলের আলোচনার বিষয় হচ্ছে অনার্স ৪র্থ বর্ষ অনুবাদের চিরাগত সাহিত্য সাজেশন ২০২৩ ( The classics of translation suggestion ) । এর বিষয় কোড হচ্ছে ২৪১০০৯। এটি শুধুমাত্র সাজেশন নয় একজন শিক্ষার্থীর জন্য প্রশ্ন ব্যাংক এবং শর্ট সিলেবাসও বটে। আর শিক্ষার্থীদের জন্য এই সাজেশন টি দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে।

এই সাজেশনটিতে রয়েছে বাংলা ভাষা সাহিত্যের সকল তথ্য ভান্ডার। শুধুমাত্র যে অনার্স পড়া শিক্ষার্থীদের জন্য এই বইটি তা নয়। যে কোন শিক্ষার্থী এই বইটি পড়তে পারবেন বিশেষ করে যারা চাকরি প্রকাশিত তাদের জন্য বেশ ভালো। কারণ বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে বাংলা সাহিত্যের উপর নানা ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। যদি প্রার্থীরা এ বইটি পড়ে তাহলে এখান থেকে প্রায় অনেক নম্বর কমেন্ট পেতে পারে। তাই তারাও আমাদের এই আর্টিকেলটি পড়ে নিজের বাংলা সাহিত্যের জ্ঞানকে আরো বৃদ্ধি করে ফেলুন।

আর যে সকল শিক্ষার্থী ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে তারা এ বইটি আলো ভালো করে পড়বেন। ফাইনাল ইয়ার পর তাদের যে এই বই কাজে দেবে না সেটা মোটেও নয়। বিশেষ করে যারা এই ডিপার্টমেন্টে পড়াশোনা করে তাদের এই বইটি শেষ পর্যন্ত প্রয়োজন হবে। প্রতিটি কর্মের ক্ষেত্রে দরকার হবে এর প্রশ্ন থেকে উত্তর দেওয়া। তাই অবশ্যই আমাদের এ আর্টিকেলটি পড়ে নিবেন।

অনার্স ৪র্থ বর্ষ অনুবাদের চিরাগত সাহিত্য সাজেশন ২০২৩। The classics of translation suggestion

ক বিভাগ অনুবাদের চিরাগত সাহিত্য সাজেশন

  • ও যেন পথেরই মানুষ ঘরের নয়। এখানে কার কথা বলা হয়েছে?
  • ম্যাক্সিম গোর্কির প্রকৃত নাম কি ছিল?
  • পাভেলের ডাক নাম কি?
  • ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসটি প্রস্তুত আকারে কত সালে প্রকাশ হয়?
  • মা উপন্যাসের প্রথম খন্ড অনুচ্ছেদ সংখ্যা কতটি?
  • এমন একটি লোক এনে দিন আমাকে যেন নয় আবেগের ক্রীতদাস। এই কথাটি কে বলেছেন?
  • কে প্রেতাত্মা সম্পর্কে বিশ্বাস করে না?
  • হ্যামলেট নাটকের হোরেশিও কে ছিলেন?
  • হ্যামলেট কত অংক বিশিষ্ট নাটক বলা হয়?
  • হ্যামলেট শব্দ অর্থ কি?
  • শেক্সপিয়ারের জীবনকাল লিখুন।
  • মেঘদুত কাব্যগ্রন্থের খন্ডগুলোর নাম লিখুন।
  • বর্ষা কার ঋতু বলা হয়?
  • কালিদাস কেন বিরহের সাথে কোন ঋতুকে সংশ্লিষ্ট করেছিলেন?
  • কে বলেছিলেন মেঘদূত বর্ষার কাব্য?
  • মেঘের জন্য কোন নদী বিরহের কৃশ হয়েছিল?
  • অলকা পুরী এবং রামগিরি কিসের প্রতীক?
  • কোন রাজসভার কবি ছিলেন মহাকবি কালিদাস?
  • মেঘদুত কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদক কে ছিলেন?
  • ইডি পাস নাটকের কাল ব্যাপ্তি কত সময়?
  • ইডি পাশের শেষ পরিণতি কি হয়?
  • সে এসেছিল দৃষ্টি নিয়ে অন্ধ হয়ে প্রত্যাগমন করবে। উক্তিটি কার ছিল?
  • ধাঁধার সঠিক জবাব না পেলে স্ফিংস কি করত?
  • ইডি পাস অর্থ কি?
  • ইডি পাস কোন বংশের ছিলেন?

অনার্স ৪র্থ বর্ষ অনুবাদের চিরাগত সাহিত্য সাজেশন ২০২৩ দিচ্ছি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রিতে। একজন শিক্ষার্থী বিনা অর্থে সকল সাজেশন গুলো পেয়ে যায়। যেন পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। দেশ গড়ার কারিগর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর এই সাজেশনটি নিজে পড়ুন এবং অন্যজনকে পড়ার সুযোগ করে দিন।

Honours 4th year American Literature Fiction and Drama suggestion 2023

আমাদের এই সাজেশন থেকে প্রতিবছর প্রতি পরীক্ষাতে প্রায় ৮০ শতাংশ নম্বর কমন পড়ে থাকে। যে সকল শিক্ষার্থী এ সাজেশনটি পড়বে তাদের অন্যদের তুলনায় ফলাফলের দিক থেকে একে থাকবে। কেউ যদি পরীক্ষাতে ভালো ফলাফল করতে চান তাহলে অবশ্যই আমাদের সাজেশন পড়ে নেবেন। তাহলে খুব দ্রুত ভালো ফলাফলের প্রস্তুতি নিতে পারবেন এবং পরীক্ষায় ভালো ফলাফল করবেন।

খ বিভাগ অনুবাদের চিরাগত সাহিত্য সাজেশন

  • মা উপন্যাসের অবলম্বনে পাভেলের বাবার পরিচয় দিন।
  • মা উপন্যাস অনুসারে দুইজন নারী বিপ্লবী পরিচয় দিন।
  • মা উপন্যাসের মা কিভাবে সবার মায়ের রূপান্তরিত হয়েছিল?
  • পাভেলের পার্থ চক্র গড়ে তোলা হয় কেন?
  • যে আত্মার নতুন করে জন্ম হয়েছে তাকে মারতে পারবে না ওরা। এই সংলাপটির তাৎপর্য ব্যাখ্যা করুন।
  • আমার সন্তান হয় বড় হয়ে আমার শত্রুই হবে। কথাটি আলোচনা করুন।
  • এই মুহূর্তে হতে হবে রক্তমাখা আমার সকল চিন্তা। কথাটি ব্যাখ্যা করুন।
  • হ্যামলেট নাটকের প্রেতাত্মা কে ছিল?
  • ক্লডিয়াস চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় দিন।
  • হ্যামলেট মারা যান কিভাবে?
  • ওফেলিয়া কে ছিল এবং তার পরিচয় দিন।
  • ওফেলিয়া সম্পর্কে বিশদ পরিচয় প্রদান করুন।
  • হ্যামলেট এর কাছে সংসার এর সকল রীতিনীতি নিষ্ফল লেগেছিল কেন?
  • আত্মীয়র চেয়ে কিছু বেশি এবং আন্তজের চেয়ে কম। উক্তিটি ব্যাখ্যা করুন।
  • মেঘদূত কাব্য অবলম্বনে অলকাপুরির সংক্ষিপ্ত পরিচয় দিন।
  • মেঘদূত কাব্যের বর্ণিত নদীগুলোর নাম লিখুন।
  • ইডি পাসের শেষ পরিণতি কি ঘটেছিল?
  • ঘৃণা আত্মনির্যাতনের নামান্তর মাত্র। কে কখন কোন প্রসঙ্গে কথাটি বলেছিলেন।
  • দৃষ্টি থাকা সত্ত্বেও তুমি তোমার সর্বনাশ দেখতে পারছ না। কথাটি ব্যাখ্যা করুন।
  • ইডি পাস নাটকের কোরাসের ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন।

গ বিভাগ অনুবাদের চিরাগত সাহিত্য সাজেশন

  • ম্যাক্সিম গোর্কির মা বিশ্ব সাহিত্যে শিল্প সফল এক অনন্য উপন্যাস। কথাটি ব্যাখ্যা করুন।
  • গোর্কির মা এক অবিস্মরিনীয় চরিত্র‌ মন্তব্যটি বিশ্লেষণ করুন।
  • কাব্য নাট্য হিসেবে হ্যামলেট নাটকের সার্থকতা বিচার করুন।
  • সংলাপ হ্যামলেট নাটকের প্রাণ। মন্তব্যটির যথার্থতা প্রমাণ করুন।
  • হ্যামলেট নাটক অনুসারে হ্যামলেট চরিত্র আলোচনা করুন।
  • ট্রাজেডি হিসেবে হ্যামলেট নাটকে সার্থকতা বিচার করুন।
  • শেক্সপিয়ারের হ্যামলেট এর নিষ্ক্রিয়তা বিশ্লেষণ করুন ‌
  • আকাঙ্ক্ষার দ্বন্দ্ব এবং মৃত্যু হ্যামলেট নাটকের ট্রাজেডিকে কিভাবে গভীরতা প্রদান করেছে?
  • ট্রাজেডি হিসাবে হ্যামলেটের সার্থকতা বিচার করুন।
  • মেঘদুত কাব্যের নিঃসর্গ বর্ণনা এবং মানবিক আবেগ অনুভূতির বর্ণনায় যেন এ কাব্যের প্রধান বিষয়। কথাটি বিশ্লেষণ করুন।
  • মেঘদুত কাহিনী নির্ভর কাব্যগ্রন্থ নয়। এ কথাটি ব্যাখ্যা করুন।
  • মেঘদুত কাব্যগ্রন্থের উপমা এবং চিত্রকল্প সম্পর্কে একটি নিবন্ধন রচনা করুন।
  • ইডি পাস নাটকের কোরাসের ভূমিকা আলোচনা করুন।
  • কোরাস কি? ইডি পাস নাটকের আলোকে কোরাসের ভূমিকা তুলে ধরুন।
  • ইডি পাস নাটক অবলম্বনে জোকাস্টা চরিত্র আলোচনা করুন।
  • রাজা ইডি পাস চরিত্রটি বিশ্লেষণ করুন।
  • ইডি পাস নাটকের গঠন কৌশল ব্যাখ্যা করুন।
  • ট্রাজেডি হিসাবে ইডি পাস নাটকের সার্থকতা বিচরণ করুন।

অনার্স ৪র্থ বর্ষ অনুবাদের চিরাগত সাহিত্য সাজেশন ২০২৩ ( The classics of translation suggestion ) আরো অন্যান্য ডিপার্টমেন্টের এবং বর্ষের সাজেশন পেতে আমাদের সঙ্গে ‌ থাকুন। আর সকল শ্রেণীর পিডিএফ ফাইল পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

Honours 4th year Approaches and Methods of Language Teaching suggestion 2023

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button