অনার্স ৪র্থ বর্ষ বাংলা ছোটগল্প সাজেশন ২০২৩ | Bengali Short Stories suggestion 2023
বাংলা ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের জন্য অনার্স ৪র্থ বর্ষ বাংলা ছোটগল্প সাজেশন ২০২৩ ( Bengali Short Stories suggestion ) সাজেশন আজকের আর্টিকেলের মূল আলোচ্য বিষয়। এই সাজেশনটির মাধ্যমে বাংলা ছোট গল্প বিষয়ের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাজেশন গুলো সম্পর্কে জানতে পারবে শিক্ষার্থীরা।
বাংলা মোটেই একটি সহজ বিষয় নয়। এ ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করে তারাই কেবল বুঝতে পারে কতটা জটিল। এগুলো পড়তে সাধারণত বেশ সময় লেগে যায়। যতদিন যাচ্ছে ততই পরীক্ষার সময় এগিয়ে আসছে। শিক্ষার্থীরা যদি এ সাজেশনটি অনুসরণ করে তাহলে খুব সহজেই তারা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে।
অনেকে মনে করেন এ সাজেশন তাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? কেননা এই সাজেশন রয়েছে বিগত সালের সকল প্রশ্ন এবং অধ্যায় ভিত্তিক সকল প্রশ্ন। যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
অনার্স ৪র্থ বর্ষ বাংলা ছোটগল্প সাজেশন ২০২৩ | Bengali Short Stories suggestion
ক বিভাগ
- রেইনকোট গল্পের মিলিটারিরা কোথায় ক্যাম্প করেছিল?
- রেইনকোট গল্পের কি বারে বৃষ্টি শুরু হয়েছে?
- অধ্যক্ষের কাছ থেকে মিলিটারিরা কাদের জিপে তুলে?
- রেনকোট গল্পের পটভূমি আলোচনা করুন?
- অপঘাত গল্পের অপঘাতে কার মৃত্যু হয়েছে?
- অছিমুন্নেসার মৃত্যু হয় কিভাবে?
- কীটনাশকের কীর্তি কোন গল্পের অন্তর্গত?
- আতিক ঢাকা বিশ্ববিদ্যালয় এর কোন বিভাগের ছাত্র ছিল?
- পায়ের নিচে জল গল্পটির রাক্ষুসে উপকার কি ছিল?
- পায়ের নিচে জল গল্পটিতে যমুনা বাদের নাম কি ছিল?
- নুরুল হুদাকে কার জন্য তটস্থ থাকতে হয়?
- অমিত কে?
- আখতারুজ্জামান এর প্রথম গল্প কোনটি?
- সরীসৃপ গল্পটি কত সালে প্রকাশ করা হয়?
- সরীসৃপ গল্পে কার একাদশী পালনের কথা বলা হয়েছে?
- পরী কার ছোট বোন?
- চারুর ছোট বোনের নাম কি ছিল?
- সিঁড়ি গল্পের সিঁড়ির ধাপ কয়টি ছিল?
- প্রাগৈতিহাসিক গল্পে বশীরের সঞ্চয় কত ছিল?
- ভিখুর দল ডাকাতি করতে গিয়ে কোথায় ধরা পড়ে?
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি?
- মানিক বন্দ্যোপাধ্যায় কত সনে মৃত্যুবরণ করেন?
- একটি তুলসী গাছের কাহিনী গল্পটির পটভূমি লিখুন।
- আফসার উদ্দিন এর স্ত্রী ছেড়ে কার সাথে চলে গিয়েছিল?
- দুই তীর গল্পে ওজিফাকে পাঠ করেন?
- পরাজয় গল্পের ধলেশ্বরী নদীর চরে বাস করে কে?
- মৃত্যুযাত্রা গল্পের কাদের যন্ত্রণা এবং বিষন্নতার রূপান্তরিত হয়েছে?
খ বিভাগ
এই ক্যাটাগরিতে আপনারা খ বিভাগের বাংলা ছোটগল্প সাজেশন ২০২৩ পেয়ে যাবেন। এ ধরনের প্রশ্নগুলো সংক্ষিপ্ত আকারে হয়ে থাকে। যেমন অতি সংক্ষিপ্তভাবে উত্তর দেওয়া জানা আবার বিস্তারিতভাবে উত্তর দিতে হয় না।
- নুরুল হুদাকে কেন মিলিটারিরা তুলে নিয়ে যায়?
- অপঘাত গল্পে বলুন মৃত্যুর দশা আলোচনা করুন।
- কীটনাশকের কীর্তি গল্পে রমিজের সংক্ষিপ্ত পরিচয় দিন।
- পায়ের নিচে জল গল্পে গ্রামীণ জেতারদের শোষণের কৌশল গুলো দেখান।
- কুষ্ঠ রোগীর বউ গল্পের মূলভাব আলোচনা করুন।
- বাড়ি নিয়ে বনমালীর এবং চারু মধ্যে কি সমস্যা সৃষ্টি হয়েছিল?
- চারু সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দিন ।
- সে কিছুতেই মরিবে না এ কথাটি কে কাকে বলেছেন?
- সে হইলো তাহার ভিক্ষা করিবার হাতে খড়ি ব্যাখ্যা করুন।
- কলবীর কে ছিলেন তার পরিচয় দিন?
- পুষ্করা গল্পে শ্মশানের বর্ণনা দিন।
- হাড় গল্পের প্রতিকী সংক্ষেপে তুলে ধরুন।
- সমুদ্রের সাপ গল্পের নিলার সমুদ্র দেখা হয় নি কেন?
- দুধ ভাত উৎপাত গল্পে কসিমুদ্দিন এর পরিচয় দিন।
- জয়নাবের দুধ ভাত খাওয়ানোর স্বাদ কিভাবে সম্পূর্ণ হয়?
- বাড়ির বাসিন্দা পরিবর্তন তুলসী গাছের ক্ষেত্রে কি ধরনের প্রতিক্রিয়া এবং প্রভাব ফেলে তা দেখান।
- পরাজয় গল্পে কে কার কাছে পরাজিত হয়েছিল?
- জাহাজ গল্পের অনুসারে সাত্তারের কাহিনী সংক্ষেপে লিখুন।
- নয়ন চারা গায়ে কি মায়ের বাড়ি? উক্তিটি বুঝিয়ে লিখুন।
- সুখলাল এর জীবনডাঙ্গার পরিণতি কেমন হয়েছিল?
- তিতির গল্পের বর্ণিত দাঙ্গা স্বরূপ আলোচনা করুন।
গ বিভাগ অনার্স ৪র্থ বর্ষ বাংলা ছোটগল্প সাজেশন ২০২৩
- রেইনকোট গল্পের মুক্তিযুদ্ধের যে চরিত্রা তুলে ধরা হয়েছে তা বর্ণনা করুন?
- রেইনকোট গল্পের বিষয়বৈচিত্র আলোচনা করুন।
- কীটনাশকের কীর্তি গল্পে কোন শিল্প কলা কৌশল আলোচনা করা হয়েছে তা ব্যাখ্যা কর?
- অন্য ঘরে অন্যসর গল্পের রাজনৈতিক অনুষঙ্গ বিচার করুন।
- আখতারুজ্জামান ইলিয়াস এর গল্পের ভাষা শৈলীর পরিচয় দিন।
- আখতারুজ্জামান ইলিয়াসের লেখা গল্পে মুক্তিযুদ্ধের যে ইতিহাস প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করুন।
- প্রাগৈতিহাসিক গল্পের নামকরণের সার্থকতা বিচার করুন।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পের অবলম্বনে পাচী চরিত্রটি চিত্রাংকন করুন।
- প্রাগৈতিহাসিক অনুসারে ভিখুর চরিত্র দেখান।
- মধ্যবিত্তের চারিত্রিক বৈশিষ্ট্য উন্মোচন এর মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন সিদ্ধহস্ত। কথাটি বিশ্লেষণ করুন।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত সরীসৃপ গল্পের মানুষের নেতিবাচক প্রবৃত্তি গুলো উন্মোচিত করা হয়েছে কিভাবে তা আলোচনা করুন।
- সরীসৃপ গল্পে মূল উপজীব্য দেখান।
- হাড়গল্পে ৪৩ এর কলকতা মন্বন্তরের বর্ণনা দিন।
- নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পে উপজীব আলোচনা করুন।
- নাটকীয় ব্যঞ্জনাই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পের মূল প্রাণ।
অনার্স ৪র্থ বর্ষ বাংলা ছোটগল্প সাজেশন ব্যতীত আরও সাজেশন গুলো দেখতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন। এখানে অনার্স সকল বিষয়ের সাজেশনগুলো আপলোড করা হয়েছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ | Gst admission result 2023
অনার্স ৪র্থ রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা সাজেশন ২০২৩ | Political Theory suggestion
অনার্স ৪র্থ বর্ষের ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব সাজেশন ২০২৩ | Honours 4th year Bangla suggestion 2023