অনার্স ৪র্থ বর্ষ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সাজেশন ২০২৩ | Rural government and development in Bangladesh

অনার্স ৪র্থ বর্ষ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সাজেশন ২০২৩ ( Rural government and development in Bangladesh ) আজকের আর্টিকেলের বিষয়। ‌ষষ অর্থাৎ একজন চতুর্থ বর্ষের শিক্ষার্থী এই সাজেশন পড়ে তার পরীক্ষার প্রিপারেশনের ধাপকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে।

অনার্স ফাইনাল ইয়ারের ফলাফল শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ মোট ফলাফলের সঙ্গে এই ইয়ারের পরীক্ষার ফলাফল যোগ হয় বেশি। ‌ একই সঙ্গে অনার্স শিক্ষার্থীদের সর্বশেষ ধাপ হওয়ার কারণে আরো ভালো ফলাফল পাওয়ার আশায় বেশি পড়াশোনা করে। এজন্য তারা বিভিন্ন ধরনের টিউশন পড়ার পাশাপাশি সাজেশন গুলো অনুসরণ করে।

সাজেশন মূলত হচ্ছে একজন শিক্ষার্থীর সহায়ক হিসাবে কাজ করে। ‌একজন মেধাবী শিক্ষার্থীর মেধাকে বৃদ্ধি করতে এবং দুর্বল শিক্ষার্থীর ক্ষেত্রে শর্ট সিলেবাস হিসেবে ব্যবহৃত হয়। আমাদের এ ধরনের সাজেশন থেকে প্রতিবছর অনেক প্রশ্ন কমন পড়ে থাকে। ‌ তাই শিক্ষার্থীদের অনুরোধ করবো ফ্রিতে এ সাজেশনটি নিয়ে পড়তে। ‌

অনার্স ৪র্থ বর্ষ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সাজেশন ২০২৩ | Rural government and development in Bangladesh

ক বিভাগ

  • BARD এর পূর্ণরূপ লিখুন।
  • কুমিল্লা মডেল কত সালে প্রতিষ্ঠা হয় এবং কে করেন?
  • NICAR এর পূর্ণরূপ লিখুন। ‌
  • CARE এর পূর্ণরূপ কি?
  • VGF এর পূর্ণরূপ লিখুন।
  • BRAC কি
  • মাঠ প্রশাসন বলতে কি বুঝেন?
  • মৌজা কি?
  • সালিশ কি?
  • গ্রাম আদালত বলতে কি বুঝেন?
  • স্থানীয় স্বায়িত্বশাসিত সরকারের দুটি কাজ দেখান?
  • প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি?
  • জমিদার ব্যবস্থার বিকল্প নাম কি?
  • Little public কাকে বলা হয়?
  • The process of government কাকে বলা হয়?
  • সম্মোহনী নেতৃত্ব কি?
  • Community power structure গ্রন্থটি কে রচনা করেছে?
  • অর্থনৈতিক পরিকল্পনা কি?
  • ECNEC এর পূর্ণরূপ লিখুন।
  • ADP এর পূর্ণরূপ লিখুন।
  • সিদ্ধান্ত গ্রহণ এর প্রথম ধাপ কোনটি?
  • প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি?
  • জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?
  • উপজেলা ব্যবস্থাপনা কত সালে প্রবর্তন করা হয়?
  • VAID এর পূর্ণরূপ লিখুন। বাংলাদেশ পল্লী উন্নয়নে দুটি এনজিও নাম লিখুন।

খ বিভাগ

ফাইনাল ইয়ার শিক্ষার্থীদের জন্য খ বিভাগ প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‌এ ধরনের প্রশ্নের উত্তর একদম সংক্ষিপ্ত এবং আবার বড় আকারে দিতে হয় না। তাই খুব সহজে এর থেকে নাম্বার তোলা সম্ভব হয়। ‌অর্থাৎ মূল বিষয়টি লেখার পর কিছু লিখলেই পূর্ণ নাম্বার পাওয়া সম্ভব। তাই অনার্স ৪র্থ বর্ষ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সাজেশন পড়ে পরীক্ষায় প্রশ্নগুলো কমন পড়ে নেন।

  • সবুজ বিপ্লব বলতে কি বুঝেন?
  • ক্ষুদ্র ঋণের সংজ্ঞা দিন।
  • গ্রামীণ সমাজ কাঠামোর পরিবর্তন বলতে কি বুঝেন?
  • মাঠ প্রশাসন বলতে কি বুঝায়?
  • রাজনীতিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ কিভাবে নিশ্চিত হয়?
  • পোষা ও পোশাক এর সম্পর্ক লিখুন।
  • গ্রামীণ ক্ষমতা কাঠামো ব্যাখ্যা করুন।
  • স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব লিখুন।
  • মৌলিক গণতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা করুন।
  • উপজেলা পরিষদের চারটি কাজ লিখুন।
  • স্থানীয় স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকারের মধ্যে পার্থক্য লিখুন।
  • ইউনিয়ন পরিষদের গঠন বর্ণনা করুন।
  • গ্রামীণ রাজনীতি কি?
  • একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য বর্ণনা করুন।
  • সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বুঝেন।

গ বিভাগ

অনার্স ৪র্থ বর্ষ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সাজেশন ২০২৩ পড়লে বর্ণনামূলক প্রশ্নগুলো কমন পাবেন। ‌এ প্রশ্নগুলো মূলত দেওয়া হয়েছে বিগত সালের প্রশ্ন এবং প্রত্যেক অধ্যায় থেকে কমন কমন প্রশ্ন। যা প্রতি বছর পরীক্ষাগুলোতে কমন পড়ে থাকে।

  • গ্রামীণ উন্নয়নে ক্ষুদ্র ঋণ গ্রহণের কারণসমূহ আলোচনা করুন।
  • বিকেন্দ্রীকরণের অসুবিধা এবং সুবিধে আলোচনা করুন।
  • বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণের সমস্যাগুলো তুলে ধরুন।
  • বাংলাদেশের জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতির প্রভাব ব্যাখ্যা করুন।
  • বাংলাদেশের গ্রামীণ কোন্দলের কারণসমূহ দেখান।
  • গ্রামীণ নেতৃত্বের মূল উপাদান গুলো ব্যাখ্যা করুন।
  • বাংলাদেশের স্থানীয় সরকার ও মাঠ প্রশাসনের মধ্যকার দ্বন্দ্ব এর কারণসমূহ আলোচনা করুন।
  • গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করুন।
  • গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে স্থানীয় সরকারের ভূমিকা দেখান।
  • বাংলাদেশের স্থানীয় সরকারের সমস্যা চিহ্নিত করুন এবং তার সমস্যার পরামর্শ দিন।
  • স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতি সমূহ আলোচনা করুন।
  • স্থানীয় সরকারের পরিকল্পনা প্রণয়নের সমস্যা গুলো দেখান।
  • স্থানীয় সরকার এর সফল করার লক্ষ্যের উদ্দেশ্যে সরকারকৃত গৃহীত পরিকল্পনা গুলো আলোচনা করুন।
  • রাজনৈতিক উন্নয়ন এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের ভূমিকা আলোচনা করুন।

অনার্স তৃতীয় বর্ষ সাজেশন ২০২৩
এই আর্টিকেলে আপনারা দেখলেন অনার্স ৪র্থ বর্ষ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সাজেশন ২০২৩। এছাড়া আরো অন্যান্য বর্ষ যেমন অনার্স তৃতীয় বর্ষ, প্রথম বর্ষ সাজেশন প্রকাশ করা হয়েছে আমাদের ওয়েবসাইটে। ‌সেগুলো দেখতে নিচের লিংকে প্রবেশ করুন।

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button