অনার্স ১ম বর্ষ দর্শনের সমস্যাবলী সাজেশন ( Problems of Philosophy suggestion ) নিয়ে আজকে এসেছি আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য। যার বিষয় কোড হচ্ছে ২১৭০০১। মূলত এই আর্টিকেলের মূল আলোচনার বিষয় হচ্ছে দর্শনের সমস্যা বলী সাজেশন সম্পর্কে। যার মাধ্যমে একজন শিক্ষার্থী উক্ত বিষয় পরিপূর্ণ সাজেশন পেয়ে যাবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর শিক্ষার্থীদের জীবনে এ বছরে সবচেয়ে বেশি একটু পরিশ্রম করতে হয়। কারণ সে উচ্চ মাধ্যমিক থেকে আরো উচ্চতর শিক্ষা অর্জনের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি হতে থাকে। সবকিছুই নতুন হওয়ায় অনেক শিক্ষার্থী ঘাবড়ে যায় যার ফলে পড়াশোনার দিক থেকে পিছিয়ে থাকে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্লাস শুরু হতে বেশ সময় লেগে যায় এবং অনেক শিক্ষার্থী নির্দিষ্ট সময়ে সিলেবাসের শেষ করতে পারে না।
ঢাকা ১৭ আসন উপনির্বাচন ফলাফল ২০২৩ | Dhaka 17 seat election result 2023
যে সকল শিক্ষার্থী এ সিলেবাসটির শেষ করতে পারেননি তারা আমাদের ওয়েবসাইট থেকে এ সাজেশনটি পড়ে নিন। তাহলে অল্প সময়ের মধ্যে সাজেশনটি পড়তে পারবেন এবং পরীক্ষার অন্যদের তুলনায় ভালো ফলাফল করতে পারবেন। তাই দেরি না করে নিচে থেকে আমাদের সাজেশনটি এখনই পড়ে নিন।
অনার্স ১ম বর্ষ দর্শনের সমস্যাবলী সাজেশন | Problems of Philosophy suggestion
ক বিভাগ
- Ontology এর বাংলা কি?
- আত্মার অমরত্ব সম্পর্কে দুইটি মতবাদের নাম লিখুন।
- ইচ্ছার স্বাধীনতা বিষয়ক প্রধান মতবাদ গুলো কি কি?
- মূল্য কত প্রকার এবং কি কি?
- ক্রিয়া প্রতিক্রিয়া বাদে প্রবক্তা কাকে বলা হয়?
- একজন দ্বৈতবাদী দার্শনিকের নাম লিখুন।
- দর্শনের প্রথম জড়বাদী দার্শনিক কে ছিলেন?
- তিনজন প্রয়োগবাদী দার্শনিকের নাম লিখুন।
- দুইজন প্রয়োগবাদী দার্শনিক কে ছিলেন?
- বিভিন্ন প্রকার বাস্তববাদের নাম লিখুন।
- বার্কলির ভাববাদের নাম লিখুন।
- সংজ্ঞাবাদের প্রধান প্রবক্ত বলা হয় কাকে?
- হিউমের মত অনুসারে ধারণার অনুষঙ্গ গুলো কি কি ছিল?
- অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। উক্তিটি কার?
- লকের মত অনুসারে জন্মের সময় আমাদের মন কিসের মত থাকে?
- দুইজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম লিখুন।
- তিনজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম লিখুন।
- পূর্বা স্থাপিত শৃঙ্খলাবাদের প্রবক্তা বলা হয় কাকে?
- সমান্তরালবাদের প্রবক্তা বলা হয় কাকে?
- স্পিনোজা কোন রকমের দার্শনিক ছিলেন?
- ক্রিয়া প্রতিক্রিয়া বাদের প্রবক্তার নাম লিখুন।
- ডেকার্ড কোন ধরনের দার্শনিক ছিলেন?
- দুইজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লিখুন।
- জ্ঞান উৎপত্তি সম্পর্কেও যে কোন তিনটি মতবাদের নাম লিখুন।
- জ্ঞান বিদ্যার আলোচ্য বিষয় কোনটি?
- জ্ঞান বিদ্যা কাকে বলে?
- একজন সংশয়বাদী দার্শনিকের নাম লিখুন।
- দর্শন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
- দর্শন শব্দের বুৎপত্তি অর্থ কি?
- সোফিয়া শব্দের অর্থ কি?
অনার্স ১ম বর্ষ দর্শনের সমস্যাবলী সাজেশন তৈরি করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা। যারা এ বিষয়ে প্রায় ১০ বছরের ধরে পড়ে যাচ্ছে শিক্ষার্থীদের এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। প্রতি বছর আমাদের এই সাজেশন থেকে অনেক নম্বর কমন পড়ে থাকে যার কারণে আমাদের এই সাজেশন এত জনপ্রিয়।
অনেকে মনে করে শুধুমাত্র যারা কম মেধাবী শিক্ষার্থী তাদের জন্য এ সাজেশন। এটা ভুল কথা। সাজেশন মেধাবী শিক্ষার্থীর বেশি পড়ে থাকেন। কারণ এর মাধ্যমে তারা আরো ভালো ফলাফল করার সুযোগ পায়। এজন্য তারা পরীক্ষাতে আরো ভালো ফলাফল করে এবং অন্যদের থেকে এগিয়ে থাকে। তাই অন্যদের থেকে পরীক্ষায় আরো ভালো প্রিপারেশন এক ধাপ এগিয়ে নিতে আমাদের সাজেশন পূরণ।
খ বিভাগ দর্শনের সমস্যাবলী সাজেশন
- ইচ্ছা স্বাধীনতা বলতে কি বুঝেন?
- দেহ এবং মনের সম্পর্ক বিষয়ক মতবাদ হিসেবে সমান্তরাল বাদ আলোচনা করুন।
- দেহমন সম্পর্কিত মতবাদ হিসেবে ক্রিয়া প্রতিক্রিয়া বাদ ব্যাখ্যা করুন।
- সত্তা সম্পর্কিত একত্ববাদ এবং দ্বৈতবাদ আলোচনা করুন।
- প্রাণের স্বরূপ কোনটি?
- প্রাণের বৈশিষ্ট্য আলোচনা করুন।
- দেশ এবং কাল বলতে কি বুঝেন?
- সৃষ্টি বাদ এবং বিবর্তনের বাদের মধ্যে পার্থক্য নির্ণয় করুন।
- সত্য বলতে কি বুঝায়?
- বিষয় গত ভাববাদ ব্যাখ্যা করুন।
- ভাববাদ বলতে কী বোঝানো হয়?
- হিউমের মত অনুসারে ধারণার অনুষঙ্গবাদ ব্যাখ্যা করুন।
- কান্ট কিভাবে অভিজ্ঞতা বাদ এবং বুদ্ধিমত্তার মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন।
- হিউমের মত অনুসারে ধারণার অনুসন্ধবাদ তুলে ধরুন।
- মুখ্য এবং গৌণ গুণের সম্পর্কে আলোচনা করুন।
- আমি চিন্তা করি অতএব আমি আছি। কথাটি সংক্ষেপে ব্যাখ্যা করুন।
- লাইবনিজের পূর্ব প্রতিষ্ঠিত ব্যাখ্যা করুন।
- সহজাত ধারণ বলতে কি বুঝেন?
- দর্শন কিভাবে বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত?
- দর্শন কিভাবে ধর্মের সাথে সম্পর্কিত?
- দর্শন পদ্ধতি হিসেবে নির্বিচারবাদ ব্যাখ্যা করুন।
- দর্শন বলতে কি বুঝেন?
গ বিভাগ দর্শনের সমস্যাবলী সাজেশন
- আত্মার অমরত্ব বিসর্জন যেকোনো দুটি যুক্তি ব্যাখ্যা করুন।
- ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ হিসাবে নিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা করুন।
- মূল্য আত্মাগত নয় আলোচনা করুন।
- জড় সম্পর্কে আধুনিক বৈজ্ঞানিক মতবাদ গুলো ব্যাখ্যা করুন।
- বিবর্তন বাদ সম্পর্কে আলোচনা করুন।
- সৃজন মূলক বিবর্তনবাদ সম্পর্কে ব্যাখ্যা করুন।
- সততা সম্পর্কে মতবাদ হিসাবে প্রয়োগবাদ আলোচনা করুন।
- সততা সম্পর্কে অনুরূপতা ব্যাখ্যা করুন।
- ভাববাদ এবং বাস্তববাদের পার্থক্য নির্ণয় করুন।
- বাস্তববাদের বিভিন্ন রূপ আলোচনা করুন।
- জ্ঞানের উৎপত্তি বিষয়ের মতবাদ হিসেবে বিচার বাদ আলোচনা করুন।
- জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসাবে বুদ্ধিবাদ আলোচনা করুন।
- দর্শনের সংজ্ঞা দিন এবং ধর্মের সঙ্গে এর সম্পর্ক আলোচনা করুন।
- দর্শন কি এবং বিজ্ঞানের সাথে সম্পর্ক আলোচনা করুন।
অনার্স ১ম বর্ষ দর্শনের সমস্যাবলী সাজেশন ( Problems of Philosophy suggestion ) ছাড়া আরো অন্যান্য বর্ষ ডিপার্টমেন্টের সাজেশন পেতে আমাদের সঙ্গে থাকুন। আর সকল ধরনের পিডিএফ ফাইল পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করুন।
অনার্স ১ম বর্ষ দর্শনের সমস্যাবলী সাজেশন দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। এছাড়া আরো অন্যান্য ডিপার্টমেন্ট এবং বর্ষের বইগুলো পেতে আমাদের সঙ্গে থাকুন।
অনার্স ১ম বর্ষ সামাজিক সমস্যা সাজেশন ২০২৩ | Social problems suggestion
অনার্স ১ম বর্ষ অর্থনীতি ও উন্নয়ন সাজেশন | Economics and Development suggestion