অনার্স ১ম বর্ষ সামাজিক সমস্যা সাজেশন ২০২৩ | Social problems suggestion

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের আমাদের এই আর্টিকেলে আপনাদের জন্য রয়েছে অনার্স ১ম বর্ষ সামাজিক সমস্যা সাজেশন ২০২৩ নিয়ে। যে সকল শিক্ষার্থী সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়াশোনা করে তাদের জন্য আজকের এই আর্টিকেলটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

অনেকে মনে করে সমাজবিজ্ঞান মানবিক শাখার বিষয় বলে এ বিষয়টি অনেক সহজ। কিন্তু অনেকের কাছে এ বিষয়টি বেশ জটিল মনে হয়ে থাকে। এ বইটিতে রয়েছে সমাজ বিজ্ঞান সংক্রান্ত যাবতীয় সকল প্রশ্নগুলো। যা একজন শিক্ষার্থীর কাছে অনেক জটিল।

বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছে এটি অনেক কঠিন একটি বিষয়। কেননা একজন উচ্চ মাধ্যমিক পাশ করে যখন উচ্চতর শিক্ষা অর্জন করে তার কাছে সবকিছুই নতুন মনে হয়ে থাকে। আর প্রথম বছরটি দেখতে দেখতে অনেক সময় পার হয়ে যায়। বেশিরভাগ শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের ভিতরে সিলেবাস শেষ করতে না পারায় অনেকে দুশ্চিন্তায় থাকে। যার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়।

অনার্স ১ম বর্ষ বাংলাদেশের স্টাডিজ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য সাজেশন | Bangladesh Studies History, Culture & Heritage suggestion

শিক্ষার্থীরা যদি আমাদের আজকের এই সাজেশনটি পড়ে তাহলে তাদের পরীক্ষায় ভালো ফলাফল করার সম্ভাবনা অনেক বেশি। কেননা প্রতিবছর আমাদের এই সাজেশন থেকে ভালো পরিমান মার্ক পরীক্ষায় কমন পড়ে থাকে।

অনার্স ১ম বর্ষ সামাজিক সমস্যা সাজেশন ২০২৩ | Social problems suggestion

ক বিভাগ

  • ভদ্রবেশী অপরাধের দুইটি উদাহরণ দিন।
  • CFC এর পূর্ণরূপ ব্যাখ্যা করুন।
  • দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ লিখুন।
  • ঘূর্ণিঝড় সিডর কথা সনে সংঘটিত হয়েছিল।
  • সুনামি বলতে কি বুঝায়?
  • বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে?
  • Peer group কাদের বলা হয়?
  • STD এর পূর্ণরূপ লিখুন।
  • Cultural lag এর পূর্ণরূপ লিখুন।
  • Major social problem বইটি কে লিখেছেন?
  • গ্রিনহাউস ইফেক্ট প্রত্যেকটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
  • পর্নোগ্রাফি বলতে কি বুঝায়?
  • সমাজের মূল্যবোধ পরিপন্থী কাজ বলা হয় কোনটিকে?
  • অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গি প্রবক্তা কাকে বলা হয়?
  • লাইফ স্টাইল ডিজিজ বলতে কি বোঝেন?
  • সংখ্যালঘু কাদেরকে বলা হয়?
  • শ্রেণী বলতে কি বুঝেন?
  • বিচ্ছন্নতা তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয়?
  • আদিবাসী সংস্কৃতি কি?
  • বিশ্ব ধরিত্রী সম্মেলন সর্বপ্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  • মেগাসিটি বলা হয় কোন দিকে?
  • যেকোনো দুটি গ্রিন হাউজ গ্যাসের নাম লিখুন।
  • পরিবেশ দূষণ কাকে বলে?
  • দারিদ্র্যরেখা কি?
  • শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বুঝায়?
  • সামাজিক সমস্যা অধ্যায়নের লেভেলিং তত্ত্বের প্রবক্তা বলা হয় কাকে?
  • সামাজিক সাংস্কৃতিক কারণে সৃষ্টি হয় এমন কয়েকটি সামাজিক সমস্যার নাম লিখুন।

অনার্স ১ম বর্ষ সামাজিক সমস্যা সাজেশন ২০২৩ এর মাধ্যমে একজন শিক্ষার্থী এ বিষয়ের পরিপূর্ণ সকল সাজেশন এবং সিলেবাস পেয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের জন্য দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। আর কোন প্রকার অর্থ লেনদেন করা হচ্ছে না এই সাজেশন দেওয়া-নেওয়ার জন্য। যারা এই ডিপার্টমেন্টে পড়াশোনা করেন তাদের জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সঙ্গে অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা এই সাজেশনটি পড়তে পারবে। তাদের সমাজবিজ্ঞান বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন। তাই সবাই হলো আমাদের এই সাজেশনটি পড়ে নিন। তাহলে পরীক্ষার ফলাফল এর দিক থেকে অন্যদের তুলনায় অনেকে থাকবেন।

খ বিভাগ সামাজিক সমস্যা সাজেশন ২০২৩

  • পরিবেশ দূষণ কাকে বলে?
  • প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বুঝানো হয়?
  • অপরাধ বিচ্যুতির চারটি পার্থক্য লিখুন।
  • কিশোর অপরাধ কাকে বলা হয়?
  • হেপাটাইসিস বি প্রতিরোধের উপায় গুলো লিখুন।
  • স্বাস্থ্য হীনতার কারণগুলো ব্যাখ্যা করুন।
  • পারিবারিক সমস্যা তা বলতে কি বুঝানো হয়?
  • লিঙ্গ বৈষম্যের নির্দেশনা গুলো লিখুন।
  • লিঙ্গ বৈষম্য বলতে কি বুঝানো হয়?
  • সামাজিক অসমতার সংজ্ঞা দিন।
  • সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ বলতে কী বোঝানো হয়?
  • সাংস্কৃতিক ব্যক্তি কাকে বলা হয়?
  • দারিদ্র এবং বস্তি কিভাবে সম্পর্কিত?
  • নগর দারিদ্র্যের প্রধান কারণ সমূহ চিহ্নিত করুন।
  • অতি নগরায়নের সৃষ্ট সমস্যা গুলো লিখুন।
  • কাম্য জনসংখ্যা তত্ত্ব বলতে কি বোঝেন?
  • সামাজিক সমস্যার প্রধান কারণ গুলো লিখুন।
  • সামাজিক সমস্যার প্রকৃতি বর্ণনা করুন।

গ বিভাগ সামাজিক সমস্যা সাজেশন ২০২৩

  • দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বিদ্যমান সমস্যা সমূহ পর্যালোচনা করুন।
  • বাংলাদেশে দুর্যোগ মোকাবেলায় পদক্ষেপ গুলো লিখুন।
  • বাংলাদেশের প্রেক্ষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করুন।
  • বাংলাদেশে পতিতাবৃত্তির কারণসমূহ আলোচনা করুন।
  • মাদকাসক্তির কারণ এবং প্রভাব আলোচনা করুন।
  • বাংলাদেশের মাদকাসক্তির কারণ এবং প্রতিকার আলোচনা করুন।
  • বাংলাদেশের কিশোর অপরাধের সাম্প্রতিক ধারা আলোচনা করুন।
  • বাংলাদেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থার সমস্যা সমালোচনা করুন।
  • এইডস সম্পর্কে বিস্তৃতি মাধ্যমে সমালোচনা করুন।
  • স্বাস্থ্যের উপর আচরণগত উপাদানের প্রভাব বিশ্লেষণ করুন।
  • নারী নির্যাতন বলতে কী বোঝেন? বাংলাদেশের নারী নির্যাতনের কারণ সমূহ লিখুন।
  • বিশ্বায়ন হলো নব সাম্রাজ্যবাদ। উক্তিটি ব্যাখ্যা করুন।
  • অতি নগরায়ন এবং দারিদ্র্যের মধ্যে অন্তর সম্পর্ক আলোচনা করুন।
  • উন্নয়নশীল দেশের নগরায়নের প্রক্রিয়া আলোচনা করুন।
  • জনসংখ্যা সম্পর্কিত ম্যালাথাসের পর্যালোচনা করুন।
  • সামাজিক সমস্যা অধ্যায়নের মূল্যবোধের দৃষ্টিভঙ্গি আলোচনা করুন।
  • সমাজবিজ্ঞানের একটি শাখা হিসেবে সামাজিক সমস্যার পাঠনের গুরুত্ব আলোচনা করুন।

অনার্স ১ম বর্ষ সামাজিক সমস্যা সাজেশন ২০২৩ ছিল আজকের আর্টিকেলের মূল আলোচনার বিষয়। এরকম প্রত্যেক ডিপার্টমেন্টের সাজেশন পেতে আমাদের সঙ্গে থাকুন।

অনার্স ১ম বর্ষ অর্থনীতি ও উন্নয়ন সাজেশন | Economics and Development suggestion

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button