অনার্স ১ম বর্ষ অর্থনীতি ও উন্নয়ন সাজেশন | Economics and Development suggestion

অনার্স ১ম বর্ষ অর্থনীতি ও উন্নয়ন সাজেশন ( Economics and Development suggestion ) নিয়ে হাজির হয়েছে আজকে আমরা। আমাদের এই আর্টিকেলের মাধ্যমে একজন শিক্ষার্থী উক্ত বিষয়ের উপর একটি শর্ট সিলেবাস এবং সাজেশন পেয়ে যাচ্ছেন খুব সহজে। যে সকল শিক্ষার্থীর এ বিষয়টি রয়েছে তারা দ্রুত আমাদের আর্টিকেলটি পড়ে নিন।

আজকের আর্টিকেল জুড়ে রয়েছে অর্থনীতি বিভাগের এই বইটি সম্পর্কে বিস্তারিত সকল আলোচনা। এই বইটিতে আলোচনা করা হচ্ছে মিশ্র অর্থনীতি ব্যবস্থা, বাজার অর্থনীতি, প্রকৃতি মজুরি, শিল্প ব্যবস্থাপনা থেকে যাবতীয় সকল তথ্যগুলো। যা একজন শিক্ষার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ বিষয়টি। কেননা এটি শুধুমাত্র পাঠ্যপুস্তক বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত এই জ্ঞানগুলো অর্জন করা দরকার।

অনার্স ১ম বর্ষ পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সাজেশন | Western Political thought suggestion

এতে করে সে নিজের অর্থনীতি ব্যবস্থা সম্পর্কে সচেতন হবে এবং দেশের অর্থনৈতিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। হয়তোবা আজকের আমাদের এই শিক্ষার্থী আগামী দিনে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর এই সাজেশনগুলো থেকেও বিভিন্ন অর্থনৈতিক ডিপার্টমেন্টাল চাকরি গুলোতে প্রশ্ন করা হয়। অর্থাৎ আপনার চাকরি ইন্টারভিউ বা লিখিত পরীক্ষায় ভালো ফলাফল করতে অবশ্যই এটা পড়ে নিতে পারেন।

অনার্স ১ম বর্ষ অর্থনীতি ও উন্নয়ন সাজেশন | Economics and Development suggestion

ক বিভাগ

  • EPZ এর পূর্ণরূপ লিখুন।
  • লেনদেন ভারসাম্য বলতে কি বুঝানো হয়?
  • MRS পূর্ণরূপ লিখুন।
  • ATM কাকে বলে?
  • কৃষি বিপ্লব বলতে কি বুঝেন ‌?
  • বাংলাদেশের বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা তিনটি উপায়ে লিখুন।
  • কল্যাণ অর্থনীতি বলতে কি বুঝানো হয়?
  • মুদ্রাস্ফীতি বলতে কি বুঝেন?
  • প্রচ্ছন্ন বেকারত্ব বলতে কি বুঝেন?
  • ছদ্মবেশী বেকার কাকে বলা হয়?
  • বেকারত্ব বলতে কি বুঝেন?
  • কোন বাজারকে প্রিন্স টেকার বলা হয়ে থাকে?
  • বাজার ভারসাম্যের শর্ত লিখুন।
  • অর্থনীতি উৎপাদন বলতে কি বুঝানো হয়?
  • ইকুইটি কাকে বলে?
  • GNP এর পূর্ণরূপ লিখুন।
  • দুইটি প্রায় মুদ্রার নাম লিখুন।
  • অর্থের প্রচলন গতি কাকে বলা হয়?
  • শ্রমবাজার বলতে কি বোঝেন?
  • গিফেন দ্রব্য কাকে বলে?
  • পরিবর্তক দ্রব্য বলতে কি বোঝেন?
  • চাহিদা বিধি কাকে বলা হয়?
  • পর্যায়গত উপযোগ কাকে বলা হয়ে থাকে?
  • অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?
  • মিশ্র অর্থব্যবস্থা বলতে কি বুঝায়?

আমাদের এই অনার্স ১ম বর্ষ অর্থনীতি ও উন্নয়ন সাজেশন রয়েছে এ বিষয়ের উপর পরিপূর্ণ একটি সাজেশন। সাজেশন তৈরি করা হয়েছে মূলত অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য। প্রথম বর্ষে যে সকল শিক্ষার্থী ভালো ফলাফল করবে তারা পরবর্তী বর্ষেও ভালো ফলাফল করতে পারবে। কারণ কথায় আছে প্রথম থেকে যে ভালো শেষ পর্যায়েও সে ভালো থাকতে পারে।

আর অনার্সের মোট ফলাফল এই সকল বর্ষের পরীক্ষার ফলাফলের সাথে যোগ করে তৈরি করা হয়। একজন শিক্ষার্থী প্রথম বর্ষের ফলাফল ভালো করে তাহলে পরবর্তী বছরগুলো সে অটোমেটিক ভাবে ভালো করবে। এখান থেকে যা শিখবে পরবর্তী বছরে তা অনেক কাজে লাগবে। এ বছর যদি সে ভালো ফলাফল করতে পারে তাহলে পরবর্তী বিষয়গুলো তার বুঝতে অনেকটা সহজ হয়ে যায়। পাশাপাশি যদি কোন শিক্ষার্থী সাজেশন ফলো করে তাহলে আরো ভালো ফলাফল করার সম্ভাবনা বৃদ্ধি পায়।

খ বিভাগ অর্থনীতি ও উন্নয়ন সাজেশন

  • বাংলাদেশ শিল্পে পাশ্চাত্য পদতার কারণ ব্যাখ্যা করুন।
  • বাংলাদেশের অর্থনীতি তৈরি পোশাক শিল্পের গুরুত্ব লিখুন।
  • বাংলাদেশের কৃষি অনগ্রসতার কারণ লিখুন।
  • বৈশ্বিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা কতটুকু?
  • সমাজকল্যাণ অপেক্ষক বলতে কি বুঝেন?
  • পেরেটো কাম্য তার অনির্ণয় তার সমস্যা বলতে কি বুঝেন?
  • চাহিদা বৃদ্ধিজনিত খরচ বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতির ধারণা দিন।
  • উৎপাদনের উপকরণগুলো সংক্ষেপে আলোচনা করুন।
  • আর্থিক এবং প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য দেখান।
  • GNP ও NNP মধ্যে পার্থক্য দেখান।
  • মোট জাতীয় আয় এবং নেট জাতীয় আয়ের মধ্যে পার্থক্য কি কি?
  • কিভাবে নিকৃষ্ট মুদ্রা থেকে উৎকৃষ্ট মুদ্রা বাজার থেকে বিতাড়িত করা যায়।
  • তারল্য ফাঁদ ধারনাটি ব্যাখ্যা করুন।
  • শ্রম বিভাগের সুবিধাগুলো লিখুন।
  • মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন।
  • সমাজকর্মের ছাত্র হিসাবে অর্থনীতি বলতে কি বুঝেন?
  • ব্যাস্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য দেখান।

গ বিভাগ অর্থনীতি ও উন্নয়ন সাজেশন

  • আপনি কি মনে করেন কর বাংলাদেশের মধ্যে সাহায্য নয় বাণিজ্য?
  • বাংলাদেশ অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন।
  • পেরেটো কাম্যতার প্রান্তিক শর্তগুলো লিখুন।
  • বাংলাদেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ উপায় আলোচনা করুন।
  • বাংলাদেশের বেকারত্ব প্রকৃতি সম্পর্কে আলোচনা করুন।
  • মুদ্রাস্ফীতির কারণ গুলো তুলে ধরুন।
  • উৎপাদনের উপাদান গুলোর তুলনামূলকভাবে বিশ্লেষণ করুন।
  • অর্থনীতির সংজ্ঞা প্রদান করুন প্রবাহ চিত্র সহ।
  • জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতি সমালোচনা করুন।
  • বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করুন।
  • বাণিজ্য ব্যাংকের বিবরণী লিখুন।
  • চাহিদার সংকোচন প্রসারণ এবং হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য তুলে ধরুন।
  • চাহিদা এবং যোগান রাখার দ্বারা ভারসাম্য দান কিভাবে প্রবাহিত হয় তা দেখান।
  • চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং হ্রাসবৃদ্ধি কাকে বলে?
  • ক্রম হ্রাস প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করুন।
  • ধনতান্ত্রিক এবং সামাজিক তান্ত্রিক অর্থ ব্যবহারের পার্থক্য দেখান।

অনার্স ১ম বর্ষ অর্থনীতি ও উন্নয়ন সাজেশন ছাড়া আরো অন্যান্য ডিপার্টমেন্টের এবং বর্ষের সাজেশন পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করুন। আর সকল প্রকার পিডিএফ ফাইল পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন।

অনার্স ১ম বর্ষ স্পেনে মুসলমানদের ইতিহাস সাজেশন | History of the Muslim in Spain suggestion

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button