এই আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অর্থনীতির মূলনীতি সাজেশন ( Principals of Economics suggestion )। এই বইটি হচ্ছে অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য। যে সকল শিক্ষার্থী এবার অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আজকের আর্টিকেলটি বেশি গুরুত্বপূর্ণ।
অর্থনীতি বিষয়টা অনেকের কাছে কঠিন এটি সবারই জানা। বিশেষ করে যারা প্রথম বর্ষে পড়াশোনা করতেছে তাদের জন্য আরও বেশি জটিল এ বিষয়টি। তাই অনেক শিক্ষার্থী পড়াশোনা করে এবং পাশাপাশি কোচিং করে থাকে। যাতে করে তারা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। তবে শুধুমাত্র প্রাইভেট অথবা কোচিং পড়ে থেমে থাকলে হবে না। মূল পাঠ্য বইয়ের পাশাপাশি অবশ্যই শিক্ষার্থীদেরকে সাজেশন গুলো দেখতে হবে।
কারণ একজন শিক্ষার্থী তার পুরো পাঠ্য প্রস্তুত বইটি পড়ে শেষ করতে পারে না। কিন্তু সাজেশনে রয়েছে প্রত্যেক অধ্যায় থেকে কমন কমন প্রশ্নগুলো এবং পরীক্ষায় আসার সম্ভাবনা এমন সকল প্রশ্নসহ উত্তর। প্রথমে শিক্ষার্থীরা অল্প সময়ের ভিতর পুরো বইয়ের অধ্যায় সম্পর্কে ধারণা নিতে পারে এবং জানতে পারে।
অনার্স ২য় বর্ষ ধ্রুপদী সমাজচিন্তা সাজেশন | Classical Social Thought suggestion
একটু খেয়াল করে দেখবেন যে সকল শিক্ষার্থীরা ভালো ফলাফল করে তারা পাঠ্যপুস্তক বইয়ের পাশাপাশি অনেকগুলো সাজেশন পড়ে থাকে। কারণ তারা পাঠ্যপুস্তক বই যতটুকু সম্ভব পড়ে ফেলে এবং সাজেশন থেকে সম্পূর্ণ ধারণা নিয়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করে। তার কারণে অধিকাংশ প্রশ্ন গুলোই তার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হয়।
অনার্স ১ম বর্ষ অর্থনীতির মূলনীতি সাজেশন | Principals of Economics suggestion
ক বিভাগ
- অর্থনীতির জনক বলা হয় কাকে?
- মূলধনী বাজেট কাকে বলে?
- Vat কি পরোক্ষ কর?
- গণ দ্রব্য কাকে বলে?
- কর বলতে কি বুঝেন?
- মুদ্রার পরিমাণ এর সাথে দাম স্তরের সম্পর্ক কিরূপ?
- অর্থের মূল্য বলতে কি বোঝানো হয়?
- HDI বলতে কি বোঝানো হয়?
- অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে?
- GNP বলতে কি বুঝেন?
- একচেটিয়া ফার্ম একই সঙ্গে দ্রব্যের দাম এবং চাহিদার পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে?
- একচেটিয়া ক্ষমতা কাকে বলা হয়?
- একচেটিয়া বাজার বলতে কি বুঝায়?
- স্বল্পমেয়াদি আপেক্ষিক ব্যয় কাকে বলা হয়?
- দীর্ঘ মেয়াদী ফার্মের স্থির খরচ থাকে না কেন?
- সুযোগ ব্যয় কাকে বলা হয়?
- গড় উৎপাদন কাকে বলে?
- প্রান্ত্রিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ কত হবে?
- মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়ে থাকে তখন প্রান্তিক উপযোগ কত ধরা হয়?
- MRS কাকে বলা হয়?
- চাহিদার স্থিতিস্থাপকতা বলতে কি বুঝেন?
- পরিবর্তন এবং পরিপূরক দ্রব্যের উদাহরণ দিন।
- চা এবং কফি কোন ধরনের দ্রব্য?
- মিশ্র অর্থব্যবস্থা বলতে কী বোঝানো হয়?
অর্থনীতির মূলনীতি সাজেশন অবশ্যই পড়বেন। কারণ এটি পর্যায়ে অধ্যায় থেকে কমন প্রশ্ন হলো তুলে ধরা হয়েছে এবং এতে রয়েছে বিগত সালের সকল প্রস্তুগুলো। যার মাধ্যমে একজন শিক্ষার্থী পুরো বিষয়ের সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। মেধাবী শিক্ষার্থীরা এই সাজেশন টি প্রশ্ন ব্যাংক হিসেবে পড়ে নিতে পারেন এবং কম মেধাবী শিক্ষার্থীরা সাজেশন হিসেবেও করে নিতে পারে।
আমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিষয়ে অভিজ্ঞ সম্পন্ন শিক্ষকদের দ্বারা। তারা প্রায় ১০ বছরের অধিক সময় ধরে শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে আসছে।
খ বিভাগ অর্থনীতির মূলনীতি সাজেশন
- বাংলাদেশ সরকারের আয় এর উৎস গুলো বর্ণনা করুন।
- করের সংজ্ঞা দিন।
- চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি বলতে কি বুঝেন?
- অর্থের ফটকা চাহিদা ধারণাটি ব্যাখ্যা করুন।
- অর্থের সংজ্ঞা দিন।
- অর্থনৈতিক উন্নয়নের সূচকসমূহ আলোচনা করুন।
- অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য লিখুন।
- অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বুঝানো হয়?
- অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?
- বাণিজ্যের ভারসাম্য বলতে কি বুঝেন?
- আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে শিশু শিল্পের সংরক্ষণ সংযুক্তি ব্যাখ্যা করুন।
- অবাধ বাণিজ্য কাকে বলা হয়?
- অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য লিখুন।
- লেনদেনের ভারসাম্য কাকে বলা হয়?
- আয় পরিমাপের ক্ষেত্রে দ্বৈত গণনা সমস্যা ব্যাখ্যা করুন।
- মোট দেশ উৎপাদন এবং মোট জাতীয় উৎপাদনের মধ্যে পার্থক্য দেখান।
- একচেটিয়া ফার্মকেদাম সৃষ্টিকারী বলা হয় কেন?
- বাজারের ভারসাম্য বলতে কি বুঝানো হয়?
- চাহিদা রেখার ডানদিকে নিম্নগামী হয়ে থাকে কেন।
- চাহিদা আপেক্ষক কাকে বলে?
গ বিভাগ অর্থনীতির মূলনীতি সাজেশন
- বাংলাদেশের জন্য কোন ধরনের যুক্তি যুক্ত আলোচনা করুন।
- প্রত্যেক্য এবং পরোক্ষ করের সুবিধা এবং অসুবিধা আলোচনা করুন।
- মুদ্রা সংকোচন এর মধ্যে তুলনা আলোচনা করুন।
- বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা সমূহ চিহ্নিত করুন।
- বিভিন্ন প্রকারের অর্থের বর্ণনা দিন।
- অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য লিখুন।
- বাংলাদেশের জাতীয় আয়ের নিরূপণের সমস্যাগুলো আলোচনা করুন।
- জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে দ্বৈত গণনার সমস্যা, সমাধানের পদ্ধতি ব্যাখ্যা করুন।
- একচেটিয়া বাজারের কেন যোগান রেখা পাওয়া যায় না?
- দৃষ্টিকোণ থেকে পূর্ণ প্রতিযোগিতা গ্রহণকারী ও একচেটিয়া ফার্ম অনুসন্ধানকারী?
- পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করুন।
- স্বল্পকালীন গড় দেয় দেখা কেন সব সময় U আকৃতি হয়?
- নির্দিষ্ট পরিমাণ উৎপাদন এর জন্য উৎপাদন খরচ সর্বনিম্নকরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করুন।
- উৎপাদন রেখার বৈশিষ্ট্য আলোচনা করুন।
- সুযোগ ব্যয় কাকে বলে?
- মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে পার্থক্য দেখান।
- চাহিদা পরিমাপের পরিবর্তন এবং চাহিদার স্থানান্তরের চিত্রসহ ব্যাখ্যা করুন।
- একটি কাল্পনিক চাহিদা সুচি এবং চাহিদার রেখা অংকন করুন।
- বাজার অর্থনীতি কি এবং বাজার অর্থনীতির দাম কিভাবে নির্ধারিত করা হয়?
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা অনার্স ১ম বর্ষ অর্থনীতির মূলনীতি সাজেশন জানলেন। এরকম সকল ধরনের সাজেশন এবং সকল শ্রেণীর পিডিএফ ফাইল পেতে আমাদের ওয়েবসাইট অনুসরণ করুন।
অনার্স ২য় বর্ষ ভারতীয় দর্শন নাস্তিক সম্প্রদায় সাজেশন ২০২৩। Indian Philosophy Atheistic suggestion