Prime Bank Account: প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৩

মাহফুজুর রহমান

প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম। আপনি ঘরে বসে প্রাইম ব্যাংকের একাউন্ট খুলতে পারবেন। কিভাবে প্রাইম ব্যাংকের একাউন্ট খোলতে হয় আজ আমারা দেখাব।

  • প্রথমে এই লিংকে https://primeplus.primebank.com.bd/onboarding/common/welcome প্রবেশ করবেন।
  • তারপর Apply now এ ক্লিক করুন।
  • মোবাইল নম্বর দিন। ভেরিফাই করুন।
  • OTP সাবমিট করুন।
  • NID এর উভয় দিকের চবি তুলে Update এ ক্লিক করুন।
  • এবার আপনার ছবি তুলুন।

প্রাইম ব্যাংক একাউন্ট প্রকারভেদ

এখন আপনাকে দেখাবে কোন ধরনের একাউন্ট খেলবেন।? প্রাইম ব্যাাংকের দুই ধরনের একাউন্ট রয়েছে।

  • কারেন্ট একাউন্ট।
  • সেভিংস একাউন্ট।

আপনি প্রাইম ব্যাংকের এই দুই ধরনের একাউন্ট থেকে যেকোন এক ধরনের একাউন্ট খেলতে পারেন। আমরা প্রাইম ব্যাংকের সেভিংস একাউন্ট কিভাবে খোলতে হয় এখানে দেখাব।

  • সেভিংস সিলেক্ট করার পর, আপনাকে প্রাইম ব্যাংকের শাখা নির্বাচন করতে হবে।
  • মাসিক আয় কত টাকা তা নির্ধারণ করুন।
  • একাউন্টের কেটাগরি ঠিক করুন।
  • Save And Next এ ক্লিক করুন।

তারপর আপনার পারসোনাল ইনফরমেশন আসবে।
আপনি আপনার জতীয় পরিচয় পত্রের সাথে মিলিয়ে

  • আপনার বাবার নাম, মায়ের নাম লিখুন।
  • এবার আপনাকে বৈধ ই-মেইল দিতে হবে।
  • এরপর ইটিন আপশন আসবে। না দিলে চলবে।

তারপর আপনি সামনে এগুবেন। সামনে আপনার জন্য দুইটি আপশন আসবে।

১। বিজনেস।
২। প্রশাসন।

আপনি যেকোন একটি সিলিক্ট করবেন। তারপর আপনি কি কাজ করেন? অর্থাৎ আপনার পেশা দিতে হবে। তারপর সেইব এন্ড নেক্সটে ক্লিক করুন। তারপর আপনার বর্তমান এড্রেস দিন। সেইব এন্ত নেক্সটে ক্লিক করে একটি পেইজ আসবে সেটা যেমন আছে তেমন রেখে সামনে যাবেন।

প্রাইম ব্যাংক নমোনি।

প্রাইম ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে নমোনির প্রয়োজন হয়। তাই প্রাইম ব্যাংকে একাউন্ট খোলতে নমোনি সিলেক্ট করতে হয়।

পূর্বের পেইজ থেকে নেক্সট ক্লিক করলেই,  নমোনি সিলেক্ট করতে বলবে।

  • আপনি নমোনির নাম বসান।
  • জন্ম তারিখ দিন।
  • নমোনির সাথে সম্পর্ক কি।
  • শিয়ার ১০০% করে দিন।
  • NID নম্বর বসান।
  • নমোনির ছবি দিন।
  • এনআইডির ছবি দিন।
  • নমেনির এড্রেস দিন।

তারপর আপনি Save and next এ ক্লিক করুন।

এখন আপনাকে একটি সিগানেচার দিতে হবে। আপনি আপনার সিগনেচারের ছবি দিতে পারবেন। সেজন্য গ্যালারি থেকে উপলোড করতে পারবেন, পূর্বে যেভাবে আপনার ছবিও এনআইডির ছবি উপলোড করেছেন।

তারপর আপনার সব তথ্য দেখাবে। কোন ধরনের ভুল হলে যাচাই করে ঠিক করে নিবেন। তারপর নেক্সটে ক্লিক করলেই আপনার প্রাইম ব্যাংকে একাউন্ট হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে প্রাইম ব্যাংকে থেকে কনফার্মেশন এসএমএস আসবে।

আশা করি প্রাইম ব্যাংক একাউন্ট খোলার নিয়ম বুঝবে পারবেন।

প্রাইম ব্যাংক হেল্পলাইন।

  • 16218
  • +8809604016218

বাংলাদেশ এর অন্যান্য ব্যাংকে গুলোর একাউন্ট খোলার নিয়ম

বাংলাদেশের অন্যান্য ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে নিচের পোস্ট গুলোতে ভিজিট করতে পারেন।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।