Parts of Speech Bangla

Parts of Speech Bangla: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শুরু করছি আজকের পোস্ট।আজ আমি শেয়ার করলাম আমাদের প্রানপ্রিয় ছাত্র-ছাত্রীদের জন্য Parts of Speech। এই parts of Speech সম্পর্কে ভালো ভাবে জানলে অনেক কিছু জানা যায়। parts of Speech ইংরেজির একটি গুরুত্বপূর্ণ অংশ।

Parts of Speech Bangla

প্রতিটি ছাত্র-ছাত্রীদের জন্য এই parts of Speech অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই parts of Speech জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে।

part অর্থ অংশ আর speech অর্থ কথা বা বাক্য। সুতরাং বলা যায় parts of Speech অর্থ কথার অংশ ,পদ বা বাক্যাংশ। sentence এ ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক word কে এক একটি parts of Speech বলে ।

ইংরেজিতে Parts of Speech আট প্রকার ।

  • যথা 1…Noun …. বিশেষ্য।
  • 2……..pronoun …….,সর্বনাম।
  • 3….. Adjective ……বিশেষণ।
  • 4…… Verb………ক্রিয়া।
  • 5………Adverb……..ক্রিয়া বিশেষণ।
  • 6………….Preposition…..পদান্বয়ী অব্যয় ।
  • 7…… Conjunction…সমুচ্চয়ী অব্যয়।
  • 8…… Interjection….আবেগসুচক অব্যয়।

Noun:

যে সকল word দ্বারা কোন ব্যাক্তি ,বস্তু ,প্রানী ,স্থান , পদার্থ,কোন কিছুর সমষ্টি,অবস্থা,বা গুনের নাম বুঝায় তাকে , Noun বলে।যেমন,

Nahid is a brilliant student.

“Dhaka “is the capital of Bangladesh.এখানে

Nahid ও capital হলো Noun.

Pronoun :

যে সকল word কোন Noun এর পরিবর্তে ব্যবহৃত হয় তাকে pronoun বলে।যেমন, He is a good boy.এবং She reads in class five.এখানে He এবং She হলো pronoun.

১০টি ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স

Verb :

যে সকল word দ্বারা কোন কাজ করা বুঝায় তাদেরকে verb বলে । verb ছাড়া ইংরেজিতে কোন sentence হয়না।যেমন, Mou eats rice ,Mahir plays football.এখানে , play এবং eat হলো verb.

Adverb:

যে সকল word verb কে modify করে অর্থাৎ verb এর কাজটি কখন কোথায় কীভাবে সম্পূর্ণ হয় তা নির্দেশ করে তাকে Adverb বলে। Adverb ,Noun ও pronoun ছাড়া অন্য সব parts of Speech কে modify করে।যেমন ,Mou is very intelligent girl.এবং She is Walking slowly.

Preposition:

pre শব্দের অর্থ পূর্বে এবং position শব্দের অর্থ অবস্থান ।অতএব, যে word ,Noun বা pronoun এর আগে বসে sentence এর অন্তর্গত অন্য word এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে preposition বলে।যেমন…. The pen is on the table.He is senior to me এখানে on এবং to preposition.

parts of Speech অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই parts of Speech ভালোভাবে জানা থাকলে যেকোন student ইংরেজিতে অনেক অনেক ভালো করতে পারবে তাই অবশ্যই সকল ছাত্র-ছাত্রীদের parts of Speech জানা অতিব গুরুত্বপূর্ণ।

Conjunction:

‘Con’ মানে একত্র ‘ junction ‘ মানে সংযোগ । সুতরাং Conjunction এর অর্থ হলো একত্র সংযোগ।তাহলে বলা যায় Conjunction হলো সেই শব্দ যা একধিক শব্দ বা বাক‌্যকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয় ।যেমন ,you ,He and I are present in the meeting.এবং

He is poor but honest.এখানে and ,but Conjunction.

বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন যেভাবে করবেন

Interjection:

যে শব্দ মনের আকস্মিক অনুভূতি প্রকাশ করে তাকে Interjection বলে ।যেমন, Hurrah! We have won the game.

Fie ! You are a liar .

Hurra এবং Fie হচ্ছে Interjection.

Short …… Parts of Speech.

  • Noun…..ব্যক্তি, বস্তু ,প্রানী ,জায়গা বা গুনের নাম।
  • Pronoun……Noun এর পরিবর্তে ব্যবহৃত হয়।
  • Adjective……noun বা pronoun কে modify করে।
  • verb…..কোন কাজ ঘটা বা হওয়া।
  • Adverb …… Noun বা pronoun ছাড়া অন্য সব parts of Speech কে modify করে।
  • preposition……noun বা pronoun এর আগে বসে sentence এর অন্যান্য word এর সাথে সম্পর্ক স্থাপন করে।
  • Conjunction…… words , pharse এবং cluse সংযুক্ত করে।
  • Interjection…. অনুভূতি প্রকাশ করে।

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের লেখাপড়ার গুরুত্বপূর্ণ একটি অংশ। parts of Speech জীবনের প্রতিটি পদক্ষেপে দরকার তাই অবহেলা না করে পড়বেন এবং শেয়ার করবেন এছাড়াও আমাদের ব্লগে ইতোমধ্যে অনেক সাধারণ জ্ঞান সম্পর্কে এবং আরো composition ইত্যাদি শেয়ার করা হয়েছে আপনারা চাইলে শেয়ার করবেন।

IELTS পরীক্ষা কি এবং কীভাবে নিবো আইইএলটিএস এর প্রস্তুতি?

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button