IELTS পরীক্ষা কি এবং কীভাবে নিবো আইইএলটিএস এর প্রস্তুতি?

IELTS পরীক্ষা কি এবং কীভাবে নিবো আইইএলটিএস এর প্রস্তুতি?

IELTS পরীক্ষা কি?

ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। বিশ্ব জুড়ে ইংরেজি ভাষদর জয়জয়কার অবস্হা। IELTS ইংরেজি ভাষার উপর একটি পরীক্ষা। বিশ্ব জুড়ে সবচেয়ে স্বীকৃত এই আইএসটিএস পরীক্ষা। IELTS পরীক্ষা মূলত ইংরেজি ভাষায় দক্ষতা নিরুপন করার লক্ষ্যে নেওয়া হয়ে থাকে। অন্যভাষায় বললে IELTS পরীক্ষা ইংরেজি ভাষা দক্ষতা যাচাইকরণ। এই পরীক্ষার ভালো করতে IELTS এর উপর কোর্স করতে হয়। আর IELTS পরীক্ষায় ভালো করতে পরলে বিশ্বের ১৪০ টি দেশে পাড়ি জমানোর সুবার্ণ সুয়োগ হাতছানি দিবে। আপনি বাহির দেশে পাড়ি জমানোর পথে এক ধাপ এগিয়ে যাবেন।

কীভাবে নিব IELTS এর প্রস্তুতি?

IELTS এর জন্য কি করা লাগবে? কিভাবে প্রস্তুতি নিবেন? এই সব প্রশ্ন হয়ত মাথায় ঘুরপাক খাচ্ছে। ডন্ট ওরি। আমরা সে উদ্বেগ নিরসনে আপনাকে সহায়তা করব।

IELTS কোর্স শুরু করার ও এটা শেখা শুরু করবেন, কিন্তু তার পূর্বে কিছু জিনিস ঠিক করতে হবে। কারণ IELTS পরীক্ষার প্রধান দুইটি ধরণ হচ্ছে –
১. IELTS Academic Module
২. IELTS General Training Module

আপনি কোনটি শুরু করবেন আপনি সেটা আগে ঠিক করুন। এই দুই কোর্সের কোনটি আপনার জন্য উপকারি সেটা নির্ধারণ করে IELTS প্রস্তুতি শুরু করুন।

আইইএলটিএস পরীক্ষার নিয়ম:

IELTS এর পরীক্ষার ধরণ।

উপরের দু’টি পদ্ধতির IELTS এক নয়। এই দুইটি পদ্ধতির উদ্দেশ্য ও পরীক্ষার ধরণ সম্পূর্ণ ভিন্ন। আপনি কোন উদ্দেশ্যে বিদেশ যবেন, তা ঠিক করুন। আর সে উদ্দেশ্য অনুযায়ী কোন ধরণের IELTS করা উচিৎ বুঝতে পারবেন। তাই পূর্ব থেকে আপনাকে জেনে নিতে হবে যে, কোন ধরনের IELTS পরীক্ষায় অংশগ্রহণ ও কোন ধরণের প্রস্তুতি নেওয়া উচিৎ।

IELTS পরীক্ষায় নিয়ম।

IELTS পরীক্ষায় কোন শর্টকাট কিছু নেই। আপনি রাতারাতি এটা করতে পারবেন না। আপনি এর জন্য দীর্ঘ সময় ব্যয় করতে হবে। একটু অধটু করে প্রতিদি আগাবেন। নির্ধারিত সময় পরে আপনি ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারবেন।

IELTS পরীক্ষা দিয়ে স্কোর যাচাই।

ইংরেজি দক্ষতা থাকা প্রয়েজন। সে জন্য দক্ষতা যাচাই করতে হবে। পরীক্ষা দিয়ে নিজেকে সঠিক মার্কিং করে দক্ষতা যাচাই করতে পারেন। নিজের IELTS এর স্কেলে জেনে আপনার অবস্থান সম্পর্কে অবগত হতে পারবেন। এই যাচাইকরণ পরীক্ষা কেবল মাত্র দক্ষতা যাচাই নয়, বরং IELTS পরীক্ষা দেবার আগে দুর্বলতা জানতে পারবেন। আর কিছু আইডিয়াও পেয়ে যাবেন।

কানাডায় স্কলারশিপ পাওয়ার উপায়

আমেরিকায় স্কলারশিপ পাওয়ার উপায়

IELTS করতে কত দিন সময় লাগবে।

আপনি যখন IELTS স্কোরের টার্গেট করে নিতে পারবেন। তখন যে দেশে যেতে চাচ্ছেন সেটার উপর IELTS স্কোরের লক্ষমাত্রা ঠিক করতে হবে। IETLS করতে কতদিন লাগবে? এটা সম্পূর্ণ আপনার বেসিক ইংরেজির উপর নির্ভর করবে। আপনার ইংরেজির বেসিকে দক্ষতা ভাল থাকে। তাহলে আপনি তিন মাসের প্রিপারেশন যথেষ্ট। আর যদি বেসিক ভাল না হয়। তাহলে প্রায় ছয় মাস সময় নিয়ে প্রস্তুতি গ্রহণ করা উচিৎ। তাই লক্ষ্য ঠিক করে IELTS প্র্যাক্টিস শুরু করে দিন।

IELTS পরীক্ষায় অংশগ্রহণে কত খরচ।

ইংরেজি ভাষাগত দক্ষতা যাচাইয়ের পরীক্ষা Ielts। Ielts টেস্টে অংশগ্রহণে একজন শিক্ষার্থীকে টাকায় ১৫ হাজার ২০ টাকা ব্যয় করতে হবে। আর UKVI IELTS Exam এর জন্য পরীক্ষার্থীর ব্যয় করতে হবে ২২ হাজার নয়শ ৩০ টাকা।

Also Read: How to check IELTS Result Check

ইংরেজি দক্ষতার জন্য কি প্রয়োজন

আমেরিকান লাইফের একটি জরিপে বলছে, গ্৪২% ছাত্র ছাত্রী কোনো ধরণের বই পড়ে না। এটা আমেরিকার জরিপ। বাংলাদেশে এই হার আরো বাড়তে পারে। তবে ইংরেজি শেখার ও দক্ষতা অর্জনের জন্য প্রচুর বই পড়া খুবই গুরুত্বপূর্ণ। তাতে আপনার রিডিং, স্পিকিং উন্নত হবে। তাছাড়া IELTS এর দক্ষতার জন্য লেখার প্র্যাক্টিস করতে হবে। প্রচুর ভোকাবুলারি আয়ত্তে আনতে হবে। IELTS এর জন্য ভোকাবুলারি অপরিহার্য।

স্পোকেন ইংরেজিতে দক্ষতা অর্জনের নিয়ম।

IELTS এর জন্য স্পোকেন খুব গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে ইংরেজি কোন বিষয় নয়, বরং ভাষা। তাই ভাষা শিখার নিয়মিত বলতে হয়। স্পোকেন ইংলিশের জন্য নিয়মিত ইংরেজি কথা বলতে হবে। কথা বলার চর্চা চালিয়ে জেতে হবে। আর জেনে নিতে হবে ইংরেজি শব্দের সঠিক ও নির্ভুল উচ্চারণ। বন্ধুদের সাথে ইংরেজি চর্চা করলে, কথা বললেবেশ কাজে আসে। আয়নার সামনে কথা বলার মাধ্যমেও স্কিল ডেবলাপ করা যায়।

কোন দেশে কত IELTS স্কোর লাগে

UK এর IELTS SCORE

  1. University Foundation IELTS 4.5 (4.0+ in all skills)
  2. Bachelor’s Degree IELTS 6.5 (6.0+ in all skills)
  3. Pre-Master’s IELTS 5.0 (5.0+ in all skills)
  4. Master’s Degree IELTS 6.5 (6.0+ in all skills

Top 10 Free IELTS Preparation Course 2022

অন্যান্য ইউনিভার্সিটির জন্য IELTS SCORE

  • University of Oxford 7.0 postgraduate 7.5
  • University of Cambridge 7.5 postgraduate 7.0
  • London School of Economics and Political Science 7.0 7.0
  • University of St Andrews 6.5 , 6.5
  • Imperial College London 6.5 , 6.5
  • Durham University 6.5, 6.5
  • Loughborough University 6.5, 6.5
  • UCL (University College London) 6.5 6.5
  • University of Warwick 6..0 6.5
  • University of Bath 7.0 6.5
  • Lancaster University 6.5 6.5
  • University of Edinburgh 6.5 6.5
  • University of Manchester 6.0 6.0
  • University of Exeter 6.5 6.5
  • University of Southampton Contact institution Contact institution
  • University of Glasgow 6.5 6.5
  • University of Bristol 6.5 6.5
  • University of York 6.5 6.5
  • University of Birmingham 6.0 6.0
  • University of Leeds 6.0

ফ্রি IELTS কোর্স | ১০টি ফ্রি আইএলটিএস কোর্স

বিদেশে উচ্চশিক্ষা: স্কলারশিপ পেতে যেসব তথ্য জানা জরুরি ও বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা

HM Mahfuj

Mahfujur Rahman is the founder of this Blog. He is a Professional Blogger and SEO Expert, who is interested in SEO, Web Programming. If you need any information related to this website, then you can feel free to ask here. It is our aim that you get the best information on this blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button