আজকের আর্টিকেলের আলোচনার বিষয় অনার্স ১ম বর্ষ সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন ( History of the Muslim Rule in Syria, Egypt and North Africa ) । এই সাজেশন এর মাধ্যমে একজন শিক্ষার্থী উক্ত বিষয়ের পরিপূর্ণ গাইডলাইন এবং শর্ট সিলেবাস পেয়ে যাচ্ছেন। যার একটি শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপরের বিষয়টি একজন শিক্ষার্থীর জীবনে শুধুমাত্র জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখবে তা নয়। এর মাধ্যমে তিনি বিভিন্ন দেশের মুসলিম শাসনের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। যা একজন মুসলমান হিসেবে দায়িত্ব এবং কর্তব্য। আর এই বিষয়ের উপর নির্ভর করে পরবর্তী সময়ে তার বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন কমন পেতে পারে। আমাদের এই সাজেশনটি শুধুমাত্র পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য তা নয়।
অনার্স ১ম বর্ষ মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন ২০২৩ | Basic Micro Economics suggestion
বরং বিভিন্ন উক্ত বিষয়ের চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো করা হয়ে থাকে। যা শিক্ষার্থীরা এই সময় থেকে শিখে নিতে পারবে। তাই আমিও অনুরোধ করবো যারা চাকরির পরীক্ষাতেও ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা একবার হলেও আমাদের সাজেশনটি পড়ে নিতে। এতে করে সবার পরীক্ষা ভালো হবে এবং ভাল ফলাফল করতে পারবে।
অনার্স ১ম বর্ষ সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন | History of the Muslim Rule in Syria, Egypt and North Africa
ক বিভাগ
- কোন যুদ্ধের সময় প্রথম ছেলে নাম লোকের পরাজিত করেন?
- মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
- বাহর বারিক শব্দের অর্থ কি?
- বাহরী মামলুক কোন দ্বীপে বসবাস করতেন?
- মাহফিল কাকে বলা হয়?
- মামলুক বংশের প্রথম শাসক বলা হয় কাকে?
- মিশরে কয় শ্রেণীর মামলুক বসবাস করতেন?
- আইয়ুবী বংশের শেষ সুলতান কাকে বলা হয়?
- ক্রুসেড মোট কয়টি পর্যায়ে সংঘটিত হয়েছিল?
- জেরিকো কোন দেশে অবস্থিত?
- ক্রুসেড বলতে কি বুঝেন?
- কাছিদাতুল বুর্দাহ গ্রন্থটি রচনা করেন কে?
- নওরোজ বলতে কি বুঝেন?
- কত সালে ফাতেমীদের পতন ঘটেছিল?
- সর্বশেষ ফাতেমী পতন ঘটেছিল?
- ফাতেমী খেলাফতের সর্বশেষ খলিফার নাম বলা হয় কোনটিকে?
- বদর আল জামালী তিনি কে ছিলেন?
- খলিফা আল হাকিম কোন পাহাড়ে মৃত্যুবরণ করেছিলেন?
- দারুল হিকমা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
- ফাতেমী কোন শাসকদের উপাধি ছিল?
- আল কাহিরা নগরের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
- কায়রো নগরীর প্রতিষ্ঠাতা কে?
- কোন মুসলিম সেনাপতি উত্তর আফ্রিকা জয় লাভ করেন?
- সিরিয়া কোন মহাদেশে অবস্থিত?
- শিয়াদের দ্বাদশ ইমাম বলা হয় কাকে?
- শিয়ার জাতির প্রথম ইমাম কে ছিলেন?
- উত্তর আফ্রিকায় ফাতেমি খেলাফত প্রতিষ্ঠাতা করেন কে?
- মাগরিব অর্থ কি?
অনার্স ১ম বর্ষ সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন শিক্ষার্থীদের জন্য আমরা দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। একজন শিক্ষার্থী উক্ত বিষয়ের উপর ভালো ফলাফল করতে পারে। যদি আমাদের এই সাজেশন নিয়ে কারো কোন ধরনের মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে অথবা আমাদের ফেসবুক পেজে বলতে পারেন। একই সঙ্গে জানাতে পারেন আপনার পছন্দের অথবা চাহিদাকৃত বইয়ের সাজেশন।
ওয়েবসাইটে ক্লাস ওয়ান থেকে উচ্চতর ডিগ্রী পর্যন্ত সকল ধরনের বইয়ের পিডিএফ ফাইল এবং সাজেশন গুলো শেয়ার করে থাকি। সকল প্রকার পরীক্ষার ফলাফল সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। আমরা সবসময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে সহযোগিতা করার চেষ্টা করে থাকি। হ্যাঁ pdf ফাইল গুলো পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।
খ বিভাগ সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন
- মামলুকদের পতনের চারটি কারণ লিখুন।
- রুকনুদ্দিন বাইবারসের পরিচয় দিন।
- আইন-ই-জালুতের যুদ্ধ ভাগ্য নির্ধারণ কারী যুদ্ধ বলা হয় কেন?
- সাজার উদ দার সম্পর্কে একটি টীকা লিখুন?
- মিশরের নাম মামলুকদের উৎপত্তি আলোচনা করুন।
- আইয়ুবী বংশের পতনের কারণ ব্যাখ্যা করুন।
- সালাউদ্দিন আইয়ুবী হিসেবে কেন এত বিখ্যাত ছিলেন?
- সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস ব্যাখ্যা করুন।
- জেরুজালেমকে কেন পবিত্র নগরী বলা হয়ে থাকে।
- ক্রুসেডের পর্যায়ে সমূহ তুলে ধরুন।
- ক্রুসেড এর কারণগুলো সংক্ষিপ্ত বিবরণ দিন।
- সেলজুকদের সম্পর্কে লিখুন।
- আর্মেনীয় উজির বদর আল জামালি সম্পর্কে লিখুন।
- দারাজি মতবাদ কাকে বলা হয়?
- আল হাকিমকে খামখেয়ালী শাসক বলা হতো কেন?
- দারুল হিকমায় কোন বিষয়ে পাঠদান করানো হত ?
- দারুল হিকমা কার্যাবলী বর্ণনা করুন।
- আল মুইজকে কেন পাশ্চাত্যের মামুন বলা হতো?
- শিহাদের পরিচয় দিন।
- ফাতেমি বংশ প্রতিষ্ঠায় দাঈয়ের ভূমিকা লিখুন।
- ফাতেমি খেলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে আবু আব্দুল্লাহর ভূমিকা লিখুন।
গ বিভাগ সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন
- সুলতান কালামনের বৈদেশিক নীতির উল্লেখসহ তার শাসনকাল আলোচনা করুন।
- মামলুক শাসনামলের মিশরের সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে আলোচনা করুন।
- মিশরের মামলুক এবং মঙ্গল সম্পর্কের উপর আলোচনা করুন।
- মারাজ ই দাবিকের যুদ্ধের কারণসমূহ চিত্রাংকন করুন।
- মামলুক সুলতান আল-নাসির রাজত্বকাল আলোচনা করুন।
- সুলতান কালাউনের জনহিতকরণ কার্যাবলী আলোচনা করুন।
- মিশরের মামলুক বংশের প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা করুন।
- মানুষ এবং বিজেতা হিসেবে সালাউদ্দিন আইয়ুবীর মূল্যায়ন করুন।
- আইয়ুব বংশ প্রতিষ্ঠা সালাউদ্দিন আইয়ুবীর চরিত্র এবং কৃতিত্ব মূল্যায়ন করুন।
- ক্রুসেডারদের বিরুদ্ধে সালাউদ্দিন আইয়ুবের কার্যাবলী বিবরণী দিন।
- সমসাময়িক ইউরোপে ইতিহাস সালাউদ্দিন আইয়ুবীর এত বিখ্যাত কেন?
- জ্ঞান বিজ্ঞানের সাথে ফাতেমিদের অবদান মূল্যায়ন করুন।
- ফাতেমি খিলাফতে আর মিনি উজিরের ভূমিকা মূল্যায়ন করুন।
- ফাতেমি খিলাফত পতনের কারণ ব্যাখ্যা করুন।
- ফাতেমি খলিফা আল আজিজ এর কৃতিত্ব আলোচনা করুন।
- ফাতেমি খলিফাদের দ্বিতীয় প্রচেষ্টা হিসেবে জাহারের অবদান মূল্যায়ন করুন।
- উত্তর আফ্রিকাতে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠার জন্য আবু আব্দুল্লাহ ভূমিকা আলোচনা করুন।
- উত্তর আফ্রিকাতে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠার প্রেক্ষাপট বর্ণনা করুন।
অনার্স ১ম বর্ষ সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায় মুসলিম শাসনের ইতিহাস সাজেশন ছাড়া আরো অন্যান্য ডিপার্টমেন্ট এবং বর্ষের সাজেশন পেতে আমাদের সঙ্গে থাকুন।