Free Fire Wallpaper 2023 | ফ্রী ফায়ার ওয়ালপেপার ডাউনলোড

মাহফুজুর রহমান
Free Fire Wallpaper

Free Fire Wallpaper: বিশ্বের জনপ্রিয় অনলাইন গেমের মধ্যে একটি হচ্ছে ফ্রী ফায়ার। এর গেম সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেক দেশে নিষিদ্ধ থাকলেও থমকে দিতে পারে নি। প্রায় ১০০ মিলিয়নের বেশি খেলোয়াড় রয়েছে। ফ্রী ফায়ার প্রেমিরা নিজের একাউন্টগুলো নানাভাবে সাজিয়ে গুছিয়ে রাখে এবং শক্তিশালী করে তোলে। যেমন কোন ক্যারেক্টার দিয়ে, ব্যাগ নিয়ে, অস্ত্র দিয়ে ইত্যাদি ভাবে।

আবার কেউ নিজের নামকে স্টাইলিশ করে দেয়, কেউবা টি শার্ট অথবা ড্রেস কিনে ক্যারেক্টারগুলোকে সাজায়। তেমনি ভাবে ওয়ালপেপার দিয়ে অনেকে সাজিয়ে রাখে। যদিও গ্যারিনা ফ্রী ফায়ার এর নিজস্ব ব্যাকগ্রাউন্ড রয়েছে তারপরও অনেকে নিজের পছন্দের ক্যারেক্টার বা অস্ত্র দিয়ে ব্যাকগ্রাউন্ড সাজায়। যার যার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী করতে পারে। আবার অনেকে গেমকে ভালোবেসে ফোনের ওয়ালপেপার কিংবা ডেস্কটপের ওয়ালপেপার ‌ হিসাবে সেট করে। ফুল এইচডি ওয়ালপেপার কিভাবে ডাউনলোড করে এবং সেট করে তা অনেকেরই অজানা রয়েছে। আজকে এগুলো বিষয় নিয়েই আমরা আলোচনা করব।

  • কিভাবে ফ্রী ফায়ার ওয়ালপেপার পরিবর্তন করা যায়
  • কোথায় থেকে ফ্রি ফায়ার ওয়ালপেপার ডাউনলোড করতে হয়
  • সেরা ১০ টি ফ্রী ফায়ার ওয়াল পেপার

Free Fire Wallpaper HD And Free Fire Wallpaper 4k

যেভাবে ফ্রি ফায়ার ওয়াল পেপার পরিবর্তন করবেন

১. ফ্রী ফায়ার ওয়ালপেপার পরিবর্তন করতে হলে প্রথমে ফ্রী ফায়ারে প্রবেশ করতে হবে।
২. ফ্রী ফায়ারে প্রবেশের পর ডান সাইডে কর্নারে সেটিং অপশন দেখা যাবে। ‌ উক্ত সেটিং অপশনে ক্লিক করতে হবে।
৩. সেটিং এ ক্লিক করার পর নতুন একটি টেব ওপেন হবে। ঠিক নিচের দিকে FF Max নামে একটি অপশন পাওয়া যাবে।
৪. সেই অপশনটিতে ক্লিক করলে অনেকগুলো লেখা শো করবে। দ্বিতীয়তে দেখা যাবে Lobby Style. সেখানে গিয়ে নিজের ওয়ালপেপার বা লবি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যাবে।
৫. ব্যাকগ্রাউন্ড পরিবর্তন শেষে গেম থেকে বের হয়ে আসতে হবে। তারপর আবার নতুন করে গেমটিতে ঢুকলে দেখতে পাবেন আপনার পছন্দের ওয়াল পেপারটি সামনে চলে এসেছে। এভাবে ফ্রী ফায়ার এর ওয়ালপেপার পরিবর্তন করা হয়।

Also Read: ফ্রী ফায়ার ম্যাক্স একাউন্ট খোলার নিয়ম

Also Read: ফ্রী ফায়ার নাম চেঞ্জ‌ করার নিয়ম

ফ্রী ফায়ার ওয়ালপেপার যেভাবে ডাউনলোড করবেন

ফ্রী ফায়ার এর ওয়ালপেপার গেরিনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এছাড়া গুগল থেকে ফুল এইচডি ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন। এজন্য প্রথমে যেকোনো একটি ব্রাউজার থেকে গুগলক্রমে প্রবেশ করতে হবে। গুগলে গিয়ে free fire wallpaper লিখে সার্চ করার পর ছবি নামক অপশনে ক্লিক করতে হবে। সেখানে শত শত থেকে হাজার হাজার ওয়ালপেপার পাওয়া যাবে। ওয়ালপেপার গুলো সেখান থেকে ডাউনলোড করা যাবে।

Free fire HD wallpaper

Free fire wallpaper

Free Fire Wallpaper HD 4k

Free fire wallpaper

Free Fire Wallpaper HD 4

Free Fire Wallpaper HD 5

Free fire wallpaper
Free fire wallpaper

Free Fire Wallpaper 4k HD

Fire wallpaper
free fire wallpaper
free fire wallpaper
Free Fire wallpaper

ফ্রী ফায়ার ওয়ালপেপার যেভাবে ডাউনলোড করবেন

ফ্রী ফায়ার এর ওয়ালপেপার গেরিনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এছাড়া গুগল থেকে ফুল এইচডি ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন। এজন্য প্রথমে যেকোনো একটি ব্রাউজার থেকে গুগলক্রমে প্রবেশ করতে হবে। গুগলে গিয়ে free fire wallpaper লিখে সার্চ করার পর ছবি নামক অপশনে ক্লিক করতে হবে। সেখানে শত শত থেকে হাজার হাজার ওয়ালপেপার পাওয়া যাবে। ওয়ালপেপার গুলো সেখান থেকে ডাউনলোড করা যাবে।

ফুল এইচডি ওয়ালপেপার পাওয়ার জন্য সার্চ বারের নিচে একটি অপশন মেনু দেখা যাবে। সেখানে ক্লিক করলে ছবির বিভিন্ন কোয়ালিটির অপশন পাওয়া যাবে‌। Hd option সিলেক্ট করলে সকল এইচডি ওয়ালপেপার গুলো সামনে চলে আসবে। এইচডি ওয়ালপেপার ডাউনলোড করে এরপর মোবাইল অথবা কম্পিউটারে ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারা যাবে। এগুলো হাই রেজুলেশন এবং অনেক স্বচ্ছ হয়। দেখতে অনেক সুন্দর লাগে।‌

Garena Free Fire Redeem Code Today: গেরিনা ফ্রী ফায়ার রেডিম কোড আজকের নতুন ২০২৩

ফ্রী ফায়ার ডায়মন্ড কিভাবে কিনবেন

free fire wallpaper,

free fire wallpaper 4k,

free fire wallpaper logo,

free fire wallpaper 3d,

free fire wallpaper hd,

dj alok free fire wallpaper,

free fire wallpaper app,

garena free fire wallpaper hd,

free fire wallpaper download,

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।