ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার ২০২৩ | Free Fire Advance Server 2023

ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীর মধ্যে প্রায় অধিকাংশ মানুষই গেম প্রেমী। বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় গেম হচ্ছে ফ্রী ফায়ার (Free Fire Advance Server ) বাংলাদেশ ভারত সহ মোট ১০০ মিলিয়ন মোবাইল ব্যবহারকারী এ গেমসটি খেলে থাকে। ‌ ২০১৯ সাল থেকে এর জনপ্রিয়তা শীর্ষস্থানে রয়েছে। গেমস কোম্পানিও ব্যবহারকারীদের গুরুত্ব দিয়ে নতুন নতুন ক্যারেক্টার এবং আপডেট ভার্সন নিয়ে এসেছে দিনের পর দিন। আর সবদিক থেকেই আরও সুবিধা দিতে তারা নিয়ে এসেছে ফ্রী ফায়ার এডভান্স সার্ভার। ‌ আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব এই ফ্রী ফায়ার এডভান্স সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।

আমরা জানবো:

  • ফ্রী ফায়ার এডভান্স সার্ভার কি
  • কিভাবে এডভান্স সার্ভার ডাউনলোড করা হয়
  • ফ্রী ফায়ার এডভান্স সার্ভার ইনস্টলেশন
  • এবং কিভাবে এডভান্স সার্ভারে রেজিস্ট্রেশন করা হয়

ফ্রী ফায়ার এডভান্স সার্ভার কি এবং কি কাজ করে

ফ্রী ফায়ার এর অন্যান্য ভার্সনের তুলনায় এডভান্স সার্ভার আরো অনেক বেশি সক্রিয়ভাবে স্মুতলি গেম প্লে করতে পারা যায় এবং ফুল এইচডিতে গেম খেলা উপভোগ করতে পারবেন। ‌আগের তুলনায় সময় অনেক কমে আসবে কেননা সার্ভারটি খুব দ্রুত কাজ করে। মোটামুটি একটি ভালো স্মার্টফোনে গেমপ্লে করলে কোন ধরনের লাকিং করবে না। সার্ভারটিতে ব্যবহার করা হয়েছে এডভান্স ফিচার। অফিসিয়াল আপডেট অনুসারে জানা যাচ্ছে যে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে OBB39 সার্ভার আপডেটটি আসবে।
এডভান্স সার্ভারটি হচ্ছে এমন একটি ফ্রি ফায়ার সার্ভার যেখানে গেমারা গেম বিষয়ক সব ( যেমন ক্যারেক্টার, বন্দুক, ড্রেস ইত্যাদি ) আপডেট সবার আগে পাবেন। এ ছাড়া যে কোন ধরনের ডায়মন্ড রয়েল, ব্যাগ, গোল্ড রয়েল এবং ম্যাজিকটিউব সহ নতুন সব এডভান্স সার্ভারের সবার আগে পাওয়া যায়।

ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ ২০২৩ 

কিভাবে ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করবেন?

এডভান্স সার্ভার ডাউনলোড করতে হলে প্রথমে ফ্রি ফায়ারের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তারপর সেখান থেকে এডভান্স সার্ভারটি ডাউনলোড করে নেওয়া যাবে। এখানে ক্লিক করলে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট এ নিয়ে যাবে এবং সেখান থেকে ডাউনলোড করা যাবে। এছাড়া গুগলে সার্চ করলে বিভিন্ন থার্ড পার্টি অপশনের মাধ্যমে সার্ভারটি ডাউনলোড করা যাবে। এ ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যাতে হ্যাকিং এর ফাঁদে না পড়ে।‌

ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন করার নিয়ম

ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন সার্ভার টিতে রেজিস্ট্রেশন করতে হলে প্রয়োজন হবে একটি vpn, ফ্রী ফায়ার, গুগল ক্রোম, একটি জিমেইল একাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট, এবং advance server অ্যাপ অ্যাপ। এখন আপনাদেরকে ধাপে ধাপে বুঝে দিব কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়।

Free fire advance server ফ্রী ফায়ার এডভান্স সার্ভার
Free fire advance server ফ্রী ফায়ার এডভান্স সার্ভার


১. ভি পি এখন এর প্রয়োজন এই কারণে যে অনেক কান্ট্রিতে এই গেমটি নিষিদ্ধ রয়েছে। বিশেষ করে বাংলাদেশেও। তাই ভিপিএন ব্যবহার করে গেমটিতে প্রবেশ করা লাগে। বাংলাদেশ ব্যতীত যেকোনো কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই সার্ভার এমন কান্ট্রি হতে হবে যেগুলোতে ফ্রী ফায়ার নিষিদ্ধ নয় এবং দ্রুত কাজ করে।

২. এরপর ফ্রি ফায়ার অফিসিয়াল সাইটে প্রবেশ করতে হবে। সেখানে এডভান্স সার্ভার ওপেন করলে প্রথমেই ফেসবুক অ্যাকাউন্ট অথবা গুগল একাউন্টে লগইন করে নিতে বলা হবে। সবচেয়ে ভালো হয় যদি একাউন্টগুলো পূর্ব থেকে গুগল ক্রোম অথবা ফেসবুক অ্যাপে লগইন করা থাকে। ‌

৩. লগইন অপশনে ক্লিক করলে সরাসরি ফেসবুকে একাউন্ট এ নিয়ে যাবে। সেখানে Confirme এবং cancel নামের অপশন দেখাবে। ‌ সেখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। তাহলে পরবর্তী ধাপে নিয়ে যাবে। আর জিমেইল একাউন্ট থাকলে সেখানে জিমেইল অ্যাকাউন্ট বসিয়ে দিতে হবে এবং Join Now তে ক্লিক করলে সার্ভারটিতে রেজিস্ট্রেশন হয়ে যাবে। ‌

রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে congratulation এ মেসেজটি দেখাবে। এবং নিচের দিকে একটি অ্যাক্টিভেশন কোড থাকবে। সেই একটিভেশন কোড যে কোন জায়গায় সংরক্ষণ করে রাখতে হবে। যখন এডভান্স সার্ভার অ্যাপসে প্রবেশ করতে হয় তখন এই অ্যাক্টিভেশন কোডের প্রয়োজন হবে। এভাবেই রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় এডভান্স সার্ভারে।

অ্যাক্টিভেশন কোড

ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার কেন ব্যবহার করবেন?

মূলত ফ্রী ফায়ার এডভান্স সার্ভার সাধারণ সার্ভার তুলনায় অনেক দ্রুত গেম প্লে করা যায়। যেকোনো ধরনের প্রতিযোগিতায় এডভান্স সার্ভার ব্যবহার করলে ভালো গেম প্লে করা যায়। এছাড়া ফুল এইচডিতে পুরো গেম উপভোগ করতে পারবেন। এখানে অনেক প্রিমিয়াম বান্ডেল গুলো ফ্রিতে পাওয়া যায়। আপকামিং ইভেন্ট এবং বিভিন্ন ধরনের প্যাকেজ সবার আগে এডভান্স সার্ভার এর মাধ্যমে জানা যায় এবং ব্যবহার করাও যায়। মোটকথা সাধারন সার্ভারের তুলনায় এডভান্স সার্ভারে অনেক বেশি সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন।

OBB33 ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভারে যা যা রয়েছে এবং নিয়মাবলী

  • প্রথম অবস্থায় মাত্র কয়েকটি দেশে এ সার্ভারটি ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে ‌।
  • যদি কোন খেলোয়াড় এ সার্ভারের ত্রুটি ধরে দিতে পারে তাহলে পুরস্কার হিসেবে তাকে ৩০০০ ডায়মন্ড পর্যন্ত পুরস্কৃত করবে।
  • এডভান্স সার্ভারের অ্যাক্টিভেশন কোড ব্যতীত কোন কোড দ্বারা রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে না।
  • গেমসের আইডি কমপক্ষে ৯ মাস হলে সার্ভারটিতে রেজিস্ট্রেশন করতে পারবে। অন্যথায় এডভান্স সার্ভার টি ব্যবহার করার সুযোগ পাবে না।

বর্তমান সময় পর্যন্ত শুধুমাত্র এন্ড্রয়েড ভার্সনের জন্য তৈরি করা হয়েছে। ‌ পরবর্তীতে আইএসও ভার্সনও সহ অন্যান্য ভার্সন কাজ করবে। ‌

vpn ব্যবহার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে যে vpn সেটি হচ্ছে Secur VPN. ফ্রি ভার্সনেই এর সার্ভারগুলো অনেক ফাস্ট এবং কোন লাকিং করে না। বিভিন্ন খেলোয়াড়দের মতামত অনুসারে সিঙ্গাপুর সার্ভারে বেশি সুবিধা পাওয়া যায়। তাই এ সার্ভারটি ব্যবহার করে দেখতে পারেন।

সতর্কতা: বেশিরভাগ সময় চেষ্টা করবেন থার্ড পার্টি থেকে ডাউনলোড না করে সরাসরি অফিসিয়াল সাইট ব্যবহার করতে। কারণ থার্ড পার্টির মাধ্যমে অনেক হ্যাকিং অ্যাপ ডাউনলোড হয়ে আপনার আইডি হ্যাকাররা হাতিয়ার নিতে পারে। বর্তমানে অনেক গেমাররা এই হুমকির মুখে পড়েছে।

Garena Free Fire Redeem Code Today: গেরিনা ফ্রী ফায়ার রেডিম কোড আজকের নতুন ২০২৩

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button