ইবিএল ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২৩ | Eastern Bank Account Opening

মাহফুজুর রহমান

ইবিএল ব্যাংক একাউন্ট খোলার নিয়ম, মানুষ এখন সহজ পদ্ধতি খুজে। তথ্য প্রযুক্তির যুগে মানুষ ঘরে বসে সব কাজ করতে স্বাচ্ছন্দবোধ করে। ব্যাংক একাউন্টের বেলাইও এই সহজ্জতা লক্ষনীয়। বাংলাদেশের অধিকাংশ ব্যাংক অনলাইনে একাউন্ট খোলার সিস্টেম ওপেন করেছে। আর ইবিএল ব্যাংক বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। EBL Bank ও অনলাইনে একাউন্ট খোলার নিয়ম চালু করেছে। আপনি ঘরে বসেই EBL/ Eastern Bank Account খোলতে পারবেন।

ইবিএল ব্যাংক একাউন্ট খোলার নিয়ম। EBL Bank Account 2023

  • প্রথমে আপনাকে নিজে নিজে ফরম পূরণ করতে হবে।
  • ব্যাংকে পরিচয়কারীর দ্বারা সত্যায়িত পাসপোর্ট সাইজের চবি।
  • এনআইডি ও পাসপোর্ট সাথে নিতে হবে।
  • আনাকে ব্যাংকের সাথে পরিচয়কারীর স্বাক্ষর।
  • আপনার নাগরিক সনদ।
  • নমেনির এনআইডি ও ছবি।
  • আপনার এড্রেসের জন্য বিদ্যুৎ বিল কপি।
  • একাউন্ট ওপেন করার জন্য ৫০০ হাজার টাকা ডিপোজিট করতে হবে।

এসব ডকুমেন্টস নিয়ে আমরা যেকোনো ইবিএল ব্যাংকের শাখায় গেলে একাউন্ট অতি সহজে খোলতে পারব।

Eastern Bank এর সুবিধা।

ইবিএল ব্যাংকে একাউন্ট খোললে আপনি অনেক সুবিধা পাবেন। আমরা নিচে কিছু সুবিধা উল্লেখ করছি।

  • ইবিএলে পাওয়ার সেভিংস একাউন্টে রয়েছে ফ্রি চেক বই ও ভিসা কর্ড।
  • ভিসা কার্ডে প্রতি বছর ৭৫ টাকা করে চার্জ কাটা হবে।
  • ফ্রি ইন্টারনেট ব্যাংকিং।
  • ফ্রি এসএমএস এলার্ট।
  • ফ্রি মোবাইল ব্যাংকিং।
  • ইন্টারেস্ট রেট ২%.

অনলাইনে EBL Bank একাউন্ট খোলার নিয়ম।

অনলাইলে EBl Bank একাউন্ট খোলার নিয়ম নিচে আমরা বিস্তরভাবে আলোচনা করেছি।

  • প্রথমে EBL এর ওয়েবসাইটে প্রবেশ করে
  • Customer Register এ প্রবেশ করুন।
  • Agree তে ক্লিক করুন।
  • একটি পাতা আসবে, সেখানে আপনার নাম লিখুন,
  • এনআইডি দেখে দেখে।
  • আপনার এক্টিব জিমেইল আইডি দেন।
  • তারপর আপনার সচক ফন নম্বর দেন।
  • ৪ ডিজিটের পিন দেন।
  • Register এ ক্লিক করুন।
  • মোবাইল ও জিমেইলে পিন আসবে সেগুলো বসান।
  • লগইন করুন।
  •  

তারপর একাউন্টেন্ট ধরন নির্বাচন করুন। ইবিএল ব্যাংকের দুই ধরনের একাউন্ট রয়েছে।

  • Simplified। এ একাউন্টে মাসে সর্বোচ্চ ১ লাখ টাকা তুলতে পারবেন।
  • regular account। এ একাউন্টে আপনি মাসে এক লাখ থেকে বেশি টাকা উত্তোলন করতে পারবেন। তারপর save করে Next এ ক্লিক করুন। আপনার ছবি তুলের কথা বলবে স্কিপমকরে সামনে আগান।

এসব করার আরো কিছু কাজ রয়েছে।

  • চবি তুলবে বলবে। আপনার ছবি তুলুন।
  • এনআইডি কার্ডের উভয় দিকের ছবি তুলুন।
  • এনআইডি নম্বর যাচাই করুন।
  • আপনার পরিচয় দিন।
  • নমোনি নির্বাচন করে পরিআয় দিন।
  • utility bill সাবমিট করুন।

ক্রেডিট কার্ড সম্পর্কিত তথ্য দিবেন। মাসিক বেতন আপনার ২০ হাজার হতে হবে এ কার্ডের জন্য।

সব কিছু পূরণ করার পর আপনি আপনার একাউন্ট নম্বর সহ যাবতীয় তথ্য দেখতে পাবেন।

বাংলাদেশ এর অন্যান্য ব্যাংকে গুলোর একাউন্ট খোলার নিয়ম

বাংলাদেশের অন্যান্য ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে নিচের পোস্ট গুলোতে ভিজিট করতে পারেন।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।