How to Create Taptap Send account | Transfer Money | ট্যাপ ট্যাপ সেন্ড একাউন্ট খোলার ও টাকা পাঠানোর নিয়ম 2023

Tahmidur Rahman

আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন Taptap Send account খোলার নিয়ম Taptap send money সহ এই একাউন্টের যাবতীয় সকল তথ্যগুলো। যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য Taptap send অনেক একটি সহজ ব্যাংকিং মাধ্যম, যারা এই ব্যাংকিং সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা দ্রুত আমাদের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে নিন এবং টাকা ট্রান্সফার করে নিন।

বাংলাদেশের বর্তমানে বহু ব্যাংকিং সেবা রয়েছে। তার মধ্যে বর্তমান সময়ে জনপ্রিয় ব্যাংকিং সেবা হচ্ছে মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং মানি ট্রান্সফারের জন্য কোন ব্যাংকের দৌড় ঝাঁপ করার কোন ঝামেলা নেই। বাসায় বসে যে কোন সময় যেকোনো মুহূর্তে টাকা ট্রানজেকশন করা সম্ভব। পূর্বের মতো ব্যাংকে দীর্ঘ সময় দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষার পর টাকা পাঠাতে হয় না। এখন আপনি ঘরে বসে শুয়ে দুই মিনিটের মধ্যে পৃথিবীর যেকোন প্রান্তে টাকা পাঠাতে পারবে।

তবে আমাদের দেশে যে মোবাইল ব্যাংকিং সেবা রয়েছে সেগুলোর মাধ্যমে বিদেশে টাকা পাঠানো সম্ভব না। আর যদি পাঠানো যায় সেক্ষেত্রে পড়তে হয় বেশ কিছু ঝামেলায়। কিন্তু এখন এমন ধরনের একটি মোবাইল অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজে বিশ্বের যেকোন প্রান্তে টাকা লেনদেন করতে পারবেন। এছাড়াও রয়েছে পঞ্চাশটির অধিক কারেন্সি লেনদেনের সুবিধা। এখন আমরা সেই অ্যাপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আসুন দেখলেই সেই অ্যাপটি কি এবং এর সম্বলিত সকল তথ্যগুলো।

What is a Taptap Send account?

Taptap send হল একটি মোবাইল ব্যাংকিং মাধ্যম যার দ্বারা বিভিন্ন দেশ থেকে মোবাইলের মাধ্যমে টাকা পাঠানো যায়, Taptap send is international mobile banking app which helps you to transfer your money from abroad to Bangladesh or others country for example if you want to know more about Taptap send money transfer system you can read this post till the end.

How to create Taptap app account: ট্যাপ ট্যাপ অ্যাকাউন্ট খোলার নিয়ম?

এখন আমরা এই অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানব। তবে এই অ্যাকাউন্ট খোলা যায় দুইটি মাধ্যমে। যেমন একটি হচ্ছে সরাসরি এটির ওয়েবসাইটের মাধ্যমে অন্যটি হচ্ছে অ্যাপ ডাউনলোডের মাধ্যমে। তবে যেটিই হোক আমরা এখন জানবো কিভাবে এই একাউন্টটি খুলতে হয় এবং টাকা ট্রান্সফার করতে হয়।

Step-1: Taptap Send App Download

যেহেতু এটি একটি অনলাইন ব্যাংকিং সেবা এবং অ্যান্ড্রয়েড অ্যাপ সেহেতু আপনাকে অবশ্যই ইন্টারনেট যুক্ত একটি ডিভাইস হতে হবে। সেটি হতে পারে আপনার স্মার্টফোন কিংবা কম্পিউটার ডিভাইস। যদি আপনার হাতেই স্মার্ট ফোন থাকে তাহলে প্রথমে প্লে স্টোরে প্রবেশ করুন। তারপর সার্চ করুন “Taptap Send App” লিখে।‌

Step 2: Taptap Send Sign up from official website

সার্চ করার পর প্লে স্টোরে প্রথমে আপনার এই অ্যাপটি চলে আসবে এবং সেখানে প্রবেশ করে ইন্সটল বাটনে ক্লিক করতে হবে। ইন্সটল বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ইন্সটল হবে এবং অটোমেটিক ভাবে ওপেন হয়ে যাবে। যাদের ওপেন হবে না তারা ম্যানুয়াল ভাবে ওপেন করে নিতে হবে। আর যারা ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করবেন তারা এই লিংকে ক্লিক করুন।

Step 3: Start to Create Account

Create Taptap Send account এর জন্য আপনারা যখন Taptap Send App টি অপেন করবেন তখন সাইন আপ অপশন পাবেন। এই অপশনটি হচ্ছে ট্যাপ ট্যাপ একাউন্ট খোলার নিয়ম এর প্রথম ধাপ ‌ সেখানে প্রথমে আপনাকে Sign up নামের একটি অপশনটিত ক্লিক করুন। সেখানে প্রবেশ করে প্রথমে আপনাকে নাম বসাতে হবে এবং তারপর পরবর্তী অপশনে প্রবেশ করতে হবে।

Taptap Send App

Step 4: Setup your Email and Password

পরবর্তী অপশনে আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড বসাতে হবে। এক্ষেত্রে শক্তিশালী একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যা অনুমান করা সম্ভব হয় না। দুইবার একই পাসওয়ার্ড ব্যবহার করার পর আবার পরবর্তী ধাপে প্রবেশ করতে হবে।

Taptap Send App
create Tap tap account

Step 5: Taptap Send number verification

যখন ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর নাম্বার ভেরিফিকেশন করতে হবে।

Taptap Send number verification

একটি নাম্বার বসাতে হবে যেটির মাধ্যমে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন করে নিতে হবে। তবে এখন পর্যন্ত বাংলাদেশের কোন নাম্বার যুক্ত করা হয়নি সে ক্ষেত্রে অন্য দেশের নাম্বার যুক্ত করতে পারেন। নাম্বারটি সঠিকভাবে যুক্ত করলে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। এরপর আপনি যথাযথভাবে জেনে করতে পারবেন।

Tap Tap send money

উপর থেকে আপনারা জানলেন create Tap tap account সম্পর্কে। এখন আমরা জানবো কিভাবে আপনারা এর মাধ্যমে সেন্ড মানি করবেন। আসুন দেখে নেই কিভাবে একাউন্ট থেকে টাকা ট্রান্সফার করবেন।

Also read: পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম | Payoneer to Bikash

Taptap send money transfer: ট্যাপ ট্যাপ একাউন্ট থেকে টাকা ট্রান্সফারের নিয়ম

Taptap Send money transfer
  • প্রথমে আপনার ট্যাপ ট্যাপ একাউন্ট এর হোম পেজে প্রবেশ করুন। ‌ তারপর সেখান থেকে নেক্সট বাটনে প্রেস করুন।
  • এরপর আপনি কোন অপশন থেকে টাকা নিতে চাচ্ছেন বা দিতে চাচ্ছেন সেটি নির্বাচন করুন। যেমন বিকাশ হলে বিকাশ অথবা ব্যাংক একাউন্ট হলে ব্যাংক একাউন্ট। যেমন আমরা ব্যাংক একাউন্টে প্রবেশ করব।
  • ব্যাংক একাউন্টে প্রবেশ করার পর আমরা দেখতে পারবো Add new receipent. তারপর সেখানে প্রবেশ করুন এবং দেখতে পারবেন ব্যাংকের সকল তথ্যগুলো দেওয়ার অপশন। সেখানে প্রয়োজনীয় অপশন গুলোতে সাবমিট করুন।
  • এর পরবর্তী ধাপে ঠিকানা এবং জিপ কোড বসাতে হবে। তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর আপনাকে ব্যাংক অথবা কার্ড এর নাম, নাম্বার এবং এক্সপায়ার ডেট বসিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। একে সঙ্গে বসাতে হবে আপনার জন্ম তারিখ।
  • এরপর আপনারা দেখতে পারবেন ট্রান্সফার রিভিউ। সেখানে গিয়ে পাসওয়ার্ড দিয়ে ওকে বাটনে ক্লিক করলে আপনার টাকাটি সেন্ড হয়ে যাবে। এক্ষেত্রে কোন ধরনের ফি কাটা হয় না।

Taptap send promo code

Taptap send promo code ব্যবহার করলে অতিরিক্ত বোনাস পাওয়া যায় তাই আপনি যখনি একাউন্ট থেকে টাকা ট্রান্সফার করবেন তখন MAHFUJUR62 এই কোডটি ব্যবহার করুন, তাইলে UK থেকে যদি টাকা পাঠান তখন পাউন্ড বোনাস হিসেবে পাবেন আর USA থেকে হলে ডলার পাবেন বোনাস হিসেবে তাই MAHFUJUR62 এই কোডটি ব্যবহার করতে ভুলবেন না আশা করি।

Also Create : পেপাল একাউন্ট খুলুন বাংলাদেশ থেকে এবং ভেরিফাই করবেন যেভাবে?

taptap send money transfer

Taptap send contact number

If you live in UK/USA/Canada/Europe you can contact Taptap Send customer care number and you need to contact via phone call number is mentioned below.

UK Taptap Send Contact Number:

They Will answer your calls in English 24/7

UK: +44 808 168 7707 (toll-free)

USA and Canada Taptap Send Support Number:

Taptap team answer your calls in English 24/7

United States +1 (833) 916-0670
Canada +1 833 371-0577

Europe Taptap Send Contact Number:

Taptap Send answer your calls from Monday to Friday, from 9 am to 6 pm CET.

France+33 6 44 64 54 73
Italy +39 02 9475 4016
Spain +34 518 900 992
Germany+44 1628 969878
Netherlands +44 808 168 7707
Belgium +32 460 20 73 09

Taptap send london office:

Taptap Send headquarter location in London, Corsham St, Hoxton, United Kingdom

ট্যাপ ট্যাপ অ্যাকাউন্টে সেন্ড মানি কত?

ট্যাপ ট্যাপ একাউন্টের সেন্ট মানি বর্তমান সময় পর্যন্ত সম্পূর্ণ ফ্রি।

Taptap send refer করে কি টাকা পাওয়া যায়?

হ্যাঁ ট্যাপ ট্যাপ একাউন্ট রেফার করে ১০ ডলার থেকে ১০০ ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে।

বিকাশ টু ট্যাপ ট্যাপ অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করা যায়?

হ্যাঁ করা যায়।

Is taptap send safe?

Yes Taptap Send is totally free you can start transaction completely for free with Taptap Send App

ট্যাপ ট্যাপ সেন্ড কি ক্রেডিট কার্ড গ্রহণ করে?

অবশ্যই Taptap Send Credit card গ্রহণ করে এবং যখন আপনি লেনদেন শুরু করবেন তখন আপনাকে credit card অবশ্যই কানেক্ট করতে হবে।

ট্যাপ ট্যাপ সেন্ড কি নিরাপদ?

হ্যা, ট্যাপ ট্যাপ সেন্ড খুবই একটি নিরাপদ মোবাইল ব্যাংকিং মাধ্যম, আপনি সকল ধরনের সমস্যা ছাড়া Taptap Send ব্যবহার করতে পারেন।

ট্যাপ ট্যাপ সেন্ড এর মাধ্যমে টাকা পেতে কতদিন সময় লাগে?

Taptap Send থেকে টাকা পাঠাতে পারেন instantly কারন কোন সময় লাগে না Taptap Send থেকে টাকা পাঠাতে।

What is the daily limit for Taptap Send?

Taptap Send has daily limit, per transfer, of: 3,300 EUR 3,000 GBP. 2,000 USD Taptap Send there’s also a daily limit of 2,999 USD and a 14-day limit of 24,000 USD, When you start transaction you can follow this thing

Is Taptap Send free?

Yes, Taptap Send is totally free, you can read complete process how you create Taptap Send App account and transfer your money.

Is TapTap money safe?

Yes, Taptap Send is completely Safe

Who is the owner of Taptap Send?

Michael Faye he is a co founder and CEO of Taptap Send

আমাদের আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পারলেন How to create Tap tap send account ( ট্যাপ ট্যাপ একাউন্ট খোলার নিয়ম) সম্পর্কে। এরকম বিভিন্ন অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম এবং টাকা পাঠানোর নিয়ম

রকেট একাউন্ট খোলার নিয়ম How to Open Rocket Account

Share This Article