কিভাবে খুলবেন বাংলাদেশ থেকে পেপাল একাউন্ট? প্রথমেই বলে নেই আমাদের দেশে পেপাল একাউন্ট এখনো বৈধভাবে খোলার জন্য চালু হয়নি। কিন্তু আমরা তবুও গুগলে সার্চ করে থাকি পেপাল একাউন্ট খুলুন বাংলাদেশ থেকে কিভাবে। কিন্তু যারা অনলাইন পেমেন্ট সিস্টেম কিংবা কাদের সাথে জড়িত তাদেরকে পেপাল ব্যবহার করার প্রয়োজন হয়। অনেকে অবৈধভাবে একাউন্ট খুলে কাজ করলেও মাঝেমধ্যে একাউন্ট সাসপেন্ড অথবা লক হয়ে যায়। এই নিয়ে অনেকে ঝামেলা পড়ে যায়। প্রচুর ডলার সহ লক হলে অনেকে টাকা উঠাতে পারে না যার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। PayPal account create.
তবে আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে বৈধভাবে পেপাল একাউন্ট খুলুন এবং আনলিমিটেড টাকা লেনদেন করুন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তবে তার আগে আমরা পেপাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব।
পেপাল একাউন্ট খুলুন বাংলাদেশ থেকে এর যে সকল বিষয় সম্পর্কে জানব
- পেপাল একাউন্ট কি
- পেপাল বিজনেস একাউন্ট
- বাংলাদেশ থেকে কিভাবে পেপাল একাউন্ট খুলবেন
- পেপাল একাউন্ট ব্যবহারের সুবিধা
পেপাল একাউন্ট কি?
পেপাল হচ্ছে এক ধরনের ইলেকট্রিক মানি ট্রানজেকশন সিস্টেম। একটি একাউন্ট থেকে অন্য একাউন্টে আনলিমিটেড ট্রানজেকশন করা যায়। পেপাল একাউন্ট গ্রাহকদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে থাকে। তাই এই একাউন্টের এত জনপ্রিয়তা। সারা বিশ্ব জুড়ে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত অনলাইন ট্রানজেকশন পদ্ধতি হচ্ছে পেপাল। প্রায় সকল দেশে এর অনুমোদন রয়েছে। প্রতিদিন কোটি কোটি ডলার ট্রানজেকশন হয় এর মাধ্যমে। ইন্টারন্যাশনাল অনলাইন পেমেন্ট অধিকাংশ পেপালের মাধ্যমে করা হয়ে থাকে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সার তারা এর ব্যবহারকারী বেশি। Upwork, fiverr সহ বিশ্বের জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইটগুলোও পেপালের মাধ্যমে পেমেন্ট করে।
পেপাল একাউন্ট খুলুন বাংলাদেশ থেকে যেভাবে
বাংলাদেশে পেপাল একাউন্ট খোলা বৈধতা দেওয়া হয়নি তাই এ দেশ থেকে একাউন্ট খুলতে হলে বেশ কিছু ঝামেলা পোহাতে হয়। আমাদের দেশে পার্সোনাল একাউন্ট খোলা বৈধ নয় কিন্তু বিজনেস একাউন্ট খোলা বৈধতা রয়েছে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে পেপাল পার্সোনাল একাউন্ট খুলুন তাহলে যে কোন সময় ব্লক হয়ে যেতে পারে। কিন্তু বিজনেস একাউন্ট খুলে টাকা লেনদেন করলে একাউন্টে সমস্যা হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। চলুন তাহলে দেখে নেই কিভাবে পেপাল একাউন্ট খুলতে হয় বাংলাদেশ থেকে।
১. আমরা ইন্টারনেট কানেকশনযুক্ত একটি ডিভাইস নিব যেমন একটি স্মার্টফোন কিংবা একটি ল্যাপটপ। তারপর আমরা প্রবেশ করব একটি ব্রাউজারে। সবচেয়ে ভালো হয় ফায়ারফক্স কিংবা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করা।
২. ব্রাউজারের পর আমরা paypal.com/cy/home এই লিংকটি প্রবেশ করিয়ে পেপালের ওয়েবসাইটটিতে ঢুকবো। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর Sign Up free নামের একটি অপশন পাওয়া যাবে এবং এই অপশনটিতে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে।
৩. পরবর্তী ধাপে কোন ধরনের একাউন্ট করতে চাচ্ছেন তা সিলেক্ট করতে হবে। অর্থাৎ পার্সোনাল টাইপ নাকি বিজনেস টাইপ একাউন্ট তা নির্বাচন করে নিতে হবে। এখানে আমরা বিজনেস টাইপ একাউন্ট সিলেক্ট করব এবং কন্টিনিউ বাটনে প্রেস করে পরবর্তী ধাপে যাব।
৪. পরবর্তী ধাপে চলে গেলে আপনার ইমেইল এড্রেস বসাতে হবে। যে ইমেইল এড্রেস দিয়ে পেপাল একাউন্ট বাংলাদেশ থেকে করুন সেই ইমেইল এড্রেসটি এখানে বসাতে হবে। তারপর আবার কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।
পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম
৫. কন্টিনিউ বাটনে ক্লিক করার পর পরবর্তী ধাপে একটি পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড অবশ্যই একটি শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে।
৬. পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট স্টেপে business contact এর বেশ কিছু তথ্য দিতে হবে। এতগুলা সঠিকভাবে পূরণ করে Agree and create account এ চাপ দিয়ে পরবর্তী ধাপে প্রবেশ করতে হবে।
৭. Creat Continue একাউন্টে ক্লিক করার পর বিজনেস ডিসক্রাইব ইনফর্মেশন যাবে। আপনি যে ধরনের বিজনেস রিলেটেড একাউন্টটি খুলতে চাচ্ছেন ওই রিলেটেড ইনফরমেশন দিয়ে পূরণ করুন।
৮. উপরের তথ্যগুলো দিয়ে স্টেপ সম্পূর্ণ করার পর পরবর্তী স্টেপে বিজনেস সম্পর্কে কিছু লিখে দিতে হবে। আপনার বিজনেস রিলেটেড যে কোন কিছু লিখে দিতে পারেন। তথ্য লেখা শেষ হলে সাবমিট বাটনে ক্লিক করে সকল ধাপ শেষ হয়ে যাবে।
৯. এখন মেইল এড্রেস চেক করলে সেখানে একটি ভেরিফিকেশন মেইল আসবে। ভেরিফিকেশন মেইলটি ক্লিক করে একাউন্টে ভেরিফিকেশন করতে হবে। এরপর একাউন্টে ঢুকে জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য সম্পূর্ণ করতে হবে।
এভাবেই পেপাল একাউন্ট বাংলাদেশ থেকে খুলুন। একাউন্ট তৈরি করলে প্রতি দিন ৫০০ ডলারের বেশি লেনদেন না করাই ভালো তাহলে একাউন্টটি নিরাপদ থাকে
পেপাল একাউন্ট এর সুবিধা?
পেপাল একাউন্ট থাকলে যেকোনো ধরনের ইন্টারন্যাশনাল ট্রানজেকশন এবং পেমেন্ট সিস্টেম অনায়াসে করা যায়। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করি আমাদের মত স্টুডেন্টরা তাদের জন্য পেপাল ব্যবহারের অনেক বেশি সুবিধা রয়েছে। আবার অনেকে পেপাথেকে প্রত্যেক মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করতেছে ডলার বাই সেল করে। যেকোনো ধরনের যেমন ইউটিউব বুস্টিং, ফেসবুক বুষ্টিং করা যায়।
টিকটক ভিডিও ডাউনলোড করার উপায়
ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম
পেপাল একাউন্ট ক্রিটে বাংলাদেশ, বাংলাদেশ থেকে কিভাবে পেপাল একাউন্ট খোলা যায়,
বাংলাদেশে পেপাল একাউন্ট খোলার নিয়ম 2023, একাউন্ট পে চেক, পেপাল একাউন্ট কিভাবে খুলে, পেপাল একাউন্ট ইন বাংলাদেশ লগইন, paypal account i, epay account sign up, paypal account uk, paypal account uk sign up, paypal account uk login, paypal account uk register