বর্তমানে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত বিষয় হচ্ছে বিসিএস প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গ। এটি শুধুমাত্র এখন বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে বিষয়টি। কি কারনে এত সমালোচিত হচ্ছে এবং কিভাবে প্রশ্নপত্র ফাঁস হল তা নিয়েই আলোচনা করা হচ্ছে এখন।
বাংলাদেশের যতগুলো পাবলিক পরীক্ষা রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তার মাধ্যমে অনুষ্ঠিত হয়ে থাকে বিসিএস। কেননা এই পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে হয়। যেমন কেউ যদি পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা হতে হয় তাহলে অবশ্যই তাকে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং উত্তীর্ণ হতে হবে। আবার যদি কেউ ম্যাজিস্ট্রেট হতে যায় তাকেও এই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ বিসিএস পরীক্ষার মাধ্যমে একজন মানুষ অথবা প্রার্থী উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়। আর এত বড় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া খুব দুঃখজনক ব্যাপার এবং জাতির জন্য খুব হতাশা জনক। চলুন এখন আমরা এই সংক্রান্ত তথ্য ও অন্যান্য বিষয়গুলো দেখে নেই নিচে থেকে।
বিসিএস প্রশ্নপত্র ফাঁস কীভাবে হয়েছিল?
মূলত বিসিএস পরীক্ষা কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রথমে হয় প্রিলিমিনারি তারপর যে সকল শিক্ষার্থীরা উত্তীর্ণ হতে পারে তারা দেয় লিখিত পরীক্ষা। আবার লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেন তারা পরবর্তীতে অংশগ্রহণ করে মৌখিক পরীক্ষায়। সকল ধাপ অতিক্রম করে কেবলমাত্র যারা পারে তারাই এখানে সরাসরি নিয়োগ প্রাপ্ত হয়ে যান।
আর এর মাধ্যমে সর্বোচ্চ পদে যোগদান করতে পারে বলে এর চাহিদা থাকে লক্ষ লক্ষ যুবকের। কিন্তু সেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে সাম্প্রতিক সময়ে। জানা গেছে এর সাথে জড়িত রয়েছে আবেদ আলী যিনি ড্রাইভার ছিলেন। আর তার সঙ্গে জড়িত রয়েছে আরও ১৭ জন পিএসসির কর্মকর্তা অর্থাৎ যারা এর কাদের সঙ্গে নিয়োজিত। তাদের তালিকাও সাম্প্রতিক সময়ে প্রকাশিত করা হয়েছে।
এ বিষয় নিয়ে পিএসসির চেয়ারম্যান কথা বলেন যে কোনভাবেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার সুযোগ নেই। আর তিনি আবেদ আলীকে কখনো দেখেননি। তো তবে তার নাম শুনেছে বেশ কয়েকবার। এ বিষয়ের পাশাপাশি আরও ফুটে উঠেছে বিভিন্ন ধরনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। যেমন রেলওয়ের প্রশ্নপত্র ফাঁসের সের অভিযোগগুলো উঠে এসেছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি। বিসিএস প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গ নিয়ে যারা জড়িত তাদেরকে খুবই দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। আর তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
আরোও পড়ুন: ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি
বর্তমানে অন্য দিকে চলছে কোটা আন্দোলন। আর যারা এই আন্দোলন পরিস্থিতি সম্পর্কে জানতে আগ্রহী কারা এই লিঙ্কে প্রবেশ করে সরাসরি দেখতে পারেন।